বিশ্বকাপ ক্রিকেট (World Cup Cricket 2019) শুরু হল বলে! এদেশের প্রতিটি বাড়িতেই এখন ক্রিকেটের জ্বর থেকে ঝড়, সবই উঠবে! ভারতীয় ক্রিকেটারদের (cricketers) ভক্ত তো আমরা সকলেই, কিন্তু তাঁদের সুন্দরী এবং সফল স্ত্রীদের (wives of Indian Cricketers) খবর আমরা ক’জন রাখি বলুন তো? গুটিকয়েকের নাম হয়তো কেউ-কেউ জানেন, যেমন যুবরাজ সিংহের স্ত্রী হেজল কিচ কিংবা মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ধোনি বা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাকে সকলেই চেনেন। কিন্তু তাঁরা বাদেও যে অন্য অনেকেও নিজ-নিজ পেশার ক্ষেত্রে বেশ সফল, সেই খবর আমরা অনেকেই জানি না। আজ আলোচনা করব সেই সব সফল মহিলাদের নিয়ে, যাঁরা শুধুমাত্র ‘অমুকের স্ত্রী’ বলে পরিচিত নন, নিজের নাম ও সাফল্যের জন্যও পরিচিত বটে! এই বিশ্বকাপে যখন এঁদের বেটার হাফরা মাঠে নামবেন, তখন গ্যালারিতে এঁদের দেখলেই চিনে যাবেন আপনারা!
১। আয়েশা মুখোপাধ্যায়
ছবি সৌজন্যে – শিখর ধাওয়ানের ইন্সটাগ্রাম
ভারতীয় টিমের ক্রিকেটার শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় যে শুধু সুন্দরী তাই নয়, তিনি নিজেও একজন অ্যাথলিট। কর্মসূত্রে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। সেখানে ফিটনেস ট্রেনার হিসেবে যথেষ্ট পরিচিতি আছে তাঁর। এবার বুঝলেন তো, শিখর ধাওয়ানের সিক্স প্যাক অ্যাবসের রহস্যটা কী!
২। স্নেহল যাদব
ছবি সৌজন্য: কেদার যাদবের ইনস্টাগ্রাম
শুধুমাত্র ক্রিকেটার কেদার যাদবের স্ত্রী হিসেবেই নয়, স্নেহল যাদবের পরিচিত নিজ গুণেই! তিনি নিজেও মহারাষ্ট্র উইমেন্স ক্রিকেট টিমের হয়ে খেলতেন।
৩। ঋতিকা শর্মা
ছবি সৌজন্যে – রিতিকা শর্মার ইন্সটাগ্রাম
ভারতীয় ক্রিকেট দলের ভরসার ব্যাটসম্যান রোহিত শর্মার স্ত্রী ঋতিকা পেশায় একজন Sprots Manager এবং একজন সফল ব্যবসায়ী। তাঁর নিজের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিও রয়েছে।
৪। দীপিকা পল্লিকল
ছবি সৌজন্যে – দীপিকা পল্লিকলের ইনস্টাগ্রাম
দীনেশ কার্তিক এবং দীপিকা পল্লিকল-কে একসঙ্গে ‘পাওয়ার কাপল’ বলেও ডাকা হয়! তার কারণ, একজন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আর অন্যজন পেশাদার স্কোয়াশ প্লেয়ার! দীপিকা নিজের পেশায় যথেষ্ট দক্ষ এবং বিভিন্ন টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্বও করেছেন।
৫। সাক্ষী ধোনি
ছবি সৌজন্যে – সাক্ষী ধোনির ইনস্টাগ্রাম
“M.S. Dhoni – An Untold Story”র সুবাদে সাক্ষী ধোনিকে এখন সকলেই চেনে! সাক্ষী এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রেম-কাহিনিও সবারই জানা। মিষ্টি দেখতে সাক্ষী, কিন্তু খুব ফ্যাশনেবল! তবে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে এখনও পর্যন্ত তিনিই একমাত্র হাউজওয়াইফ। তবে মাহির সংসারের দায়িত্ব কিন্তু পুরো তাঁরই উপর!
৬। অনুষ্কা শর্মা
ছবি সৌজন্যে – অনুস্কা শর্মার ইনস্টাগ্রাম
অনুষ্কা শর্মার কথা নতুন করে বলার কিছুই নেই। সফল অভিনেত্রী এবং সফল প্রযোজক অনুস্কা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ঘরনী।
৭। রিভা জাদেজা
ছবি সৌজন্যে – রবীন্দ্র জাদেজার ইনস্টাগ্রাম
ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী হিসেবে নয়, নিজের প্রতিভার জন্যই বেশ কিছুদিন হল খবরে রয়েছেন রিভা জাদেজা। সদ্যই তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। বলিউড এবং ক্রিকেট জগত তো আগেই মিলেমিশে ছিল, এখন কিন্তু রাজনীতির সঙ্গেও বন্ধুত্ব হল!
২০১৯-এ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হয়ে যাঁরা খেলছেন একবার তাঁদের তালিকাটি দেখে নিন –
রোহিত শর্মা – ব্যাটসম্যান
শিখর ধাওয়ান – ব্যাটসম্যান
বিরাট কোহলি – ব্যাটসম্যান
বিজয় শঙ্কর – অল-রাউন্ডার
হার্দিক পাণ্ড্য – অল-রাউন্ডার
কেদার যাদব – অল-রাউন্ডার
রবীন্দ্র জাদেজা – অল-রাউন্ডার
কে এল রাহুল – উইকেট কিপার
মহেন্দ্র সিং ধোনি – উইকেট কিপার
দীনেশ কার্তিক – উইকেট কিপার
কুলদীপ যাদব – বোলার
জসপ্রীত বুমরা – বোলার
মহম্মদ শামি – বোলার
ভুবনেশ্বর কুমার – বোলার
যুবেন্দ্র চাঁচল – বোলার
ক্রিকেটার কে এল রাহুল ডেট করছেন আলিয়া ভট্টের বেস্ট ফ্রেন্ডকে?
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!