জীবনে একবারই একটা ভুল করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)! ছেলের বিয়েতে তিনি বেছে-বেছে লোক নেমন্তন্ন করেছিলেন! বলিউডের সকলে তা মোটেও ভাল চোখে দেখেনি এবং তেড়ে নিন্দাও করেছিল। তারপর থেকে সচরাচর আর সেই ভুল রিপিট করেন না বিগ বি। বাড়ির যে-কোনও অনুষ্ঠান হয় একেবারে নিজের পরিবারের লোকজনদের নিয়ে সেলিব্রেট করেন, নয়তো একেবারে পাড়াসুদ্ধ সকলকে ঝেঁটিয়ে ডাকেন! তা-ও আবার এমনভাবে যে, জুহু সার্কলের পুলিশ চৌকির মাথায় হাত পড়ে, ফোটোগ্রাফাররা কাকে ছেড়ে কাকে ফোকাসে ধরবেন ভেবে পান না এবং ব্রেকিং নিউজ করতে-করতে টিভি চ্যানেলগুলো নাজেহাল হয়ে যায়।
কাল ছিল এরকমই একটি রাত! সারা ভারত কাল মনের সুখে দিওয়ালি (Diwali) সেলিব্রেট করেছে। শুধু জুহু পুলিশ চৌকি ছাড়া! কারণ, তারা ভিড় সামলাচ্ছিল! পাক্কা দু’বছর পর অমিতাভ বচ্চন এবার আবার তাঁর বাংলো জলসা-তে আয়োজন করেছিলেন একটি দিওয়ালি ব্যাশের। বলিউডের চুনোপুঁটি থেকে শুরু করে রাঘববোয়াল, সক্কলের কাছে পৌঁছেছিল তার নিমন্ত্রণ। আর সকলে সব কাজ ফেলে, নিজেদের বাড়িতে তাড়াতাড়ি পুজো-টুজো সেরে, ফোটো তুলে, সোশ্যাল মিডিয়ায় তা পোস্টিয়ে নাচতে-নাচতে হাজির হয়েছিলেন জলসাতে। কম ঝক্কি! অমিতাভ পার্টি (Party) দেবেন, এই ঘোষণা করার পর, বলিউডের বাকি সকলে নিজের বাড়ির দিওয়ালি পার্টিটাকে প্রি-দিওয়ালি সেলিব্রেশন বলে পাল্টে ফেলেছিলেন। মায় মুকেশ অম্বানিও! ওই যদি একইদিনে রিলিজ থাকলে দর্শক কাটাকুটি হয়ে যাওয়ার ভয় থাকে না, অনেকটা সেরকম!
যাই হোক, সব ভাল যার, শেষ ভাল তার। বিগ বি-র পার্টি বেশ সুষ্ঠভাবেই সমাধা হয়েছে, বলিউডের সকলে সেখানে উপস্থিত হয়ে তাঁর মুখরক্ষা করেছেন। এখানে রইল সেই তারকাখচিত পার্টির কয়েক ঝলক (pictures), শুধুমাত্র আপনাদের জন্য…
মুকেশ ও নীতা অম্বানির সঙ্গে অভিষেক
মেয়ে শ্বেতা ও নাতি অগস্ত্য ও নাতনি নব্যনভেলিকে নিয়ে জয়া বচ্চন
মেয়ে ঋদ্ধিমার সঙ্গে ঋষি ও নীতু কপূর
সেই ধুম সিরিজের শুরু থেকেই বিপাশা বসু আর অভিষেক বচ্চন ভারী ভাল বন্ধু। তাই বচ্চনবাড়ির য়ে-কোনও অনুষ্ঠানেই বিপাশা উপস্থিত থাকেন। এখানেও তার ব্যতিক্রম ছিল না…
এটি হচ্ছে ভারী বিরল একটি দৃশ্য, যখন পুরো দেবগন পরিবার একসঙ্গে হয়েছে, তা-ও আবার ক্যামেরার সামনে পোজও দিয়েছেন। নাঃ, বিগ বি অমর রহে!
এক্কেবারে জব উই মেট টাইপের ব্যাপার আর কী! শ্রফ পরিবার আর কপূর পরিবারের দেখা হয়ে গেল একসঙ্গে আর তারপর কী হল, সেটা তো দেখতেই পারছেন উপরের ছবিগুলিতে…
কিং খান আসছেন, সঙ্গে কুইনকে নিয়ে। না, ছেলেমেয়েদের কাউকেই তাঁরা এবার নিয়ে আসেননি, বোধ হয় পরীক্ষা-টরিক্ষা চলছিল আর কী…
ছেলে আরভের সঙ্গে অক্ষয় ও টুইঙ্কল…ছেলে কিন্তু ধীরে-ধীরে একেবারে বলিউড রেডি হয়ে গিয়েছে!
অনুষ্কার দৌলতে কোনও বলিউডি পার্টিই এখন মিস করেন না বিরাট কোহলি। এখানেও যথারীতি তিনি হাজির ছিলেন, আর তাঁকে লাগছিলও বেশ!
এটাও আজব ব্যাপার! রানি মুখোপাধ্যায় হাজির অমিতাভের বাড়িতে, তা-ও আবার দাদা রাজার সঙ্গে!
এবার রইল আরও কয়েকজনের ছবি, যাঁদের ছবিতে কোনও গল্প নেই। কিন্তু তাঁরাও হাজির ছিলেন, তাই দেওয়া হল এখানে…
সিদ্ধার্থ মলহোত্র, জুনো চোপড়া ও কৃতি শ্যানন
সারা আলি খান, ইব্রাহিম আলি খান ও অমৃতা সিং
সানিয়া মির্জা ও পরিণীতি চোপড়া
দিয়া মির্জা, অমিতাভ, কুনাল খেমু ও সোহা আলি খান
দিয়া, তাপসী পন্নু ও হুমা কুরেশি
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…