ADVERTISEMENT
home / লাইফস্টাইল
পার্টনারের সঙ্গে শারীরিক মিলনে ভাঁটা পড়েছে? এটি কি আপনার সম্পর্কের স্বাস্থ্যেও ছাপ ফেলে?

পার্টনারের সঙ্গে শারীরিক মিলনে ভাঁটা পড়েছে? এটি কি আপনার সম্পর্কের স্বাস্থ্যেও ছাপ ফেলে?

শারীরিক মিলন বা সেক্স (sex) ব্যাপারটা নিয়ে আমাদের ভারতীয়দের মনে এত ছুঁতমার্গ আছে যে, এই সংক্রান্ত কোনও আলোচনা এলেই আমরা কেমন যেন গুটিয়ে যাই! অনেকে বলবেন, শারীরিক মিলন ব্যাপারটি একান্ত ব্যক্তিগত, এটি নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করতে যাবই বা কেন! নিশ্চয়ই ব্যক্তিগত ব্যাপার, কেউ তো আপনার কাছ থেকে শারীরিক মিলনের খুঁটিনাটি জানতে চাইছে না, কিন্তু এই সংক্রান্ত কোনও প্রশ্ন মনে এলে, সেটি চেপে রেখে সমস্যায় পড়ার চেয়ে যাঁদের সঙ্গে আপনি কমফর্টেবল, তাঁদের সঙ্গে আলোচনা করা নেওয়াটাই তো ভাল, তাই নয় কি? তাই এই সংক্রান্ত একটি অদ্ভুত সমস্যা নিয়ে আমরা আজ কথা বলব। 

শারীরিক মিলন যতটা শারীরিক ব্যাপার, ঠিক ততটাই মানসিক। তাই সেক্স দু’টি মানুষকে আরও কাছাকাছি আনতে পারে, আবার দূরে সরিয়েও দিতে পারে! প্রেমহীন সম্পর্কে (relationship) সেক্স তাই অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। আবার সম্পর্কের শুরুতে অজানা কাউকে জেনে নেওয়ার কাজেও আমাদের সাহায্য করতে পারে সেই মানুষটির সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্ত। কিন্তু একটা বিষয় অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়ায় আজকাল, সেটি হল, সম্পর্কের কিছু বছর কাটার পর শারীরিক মিলনে অনেক ক্ষেত্রেই ভাঁটা পড়ে। এর কারণ বিভিন্ন হতে পারে। কাজের চাপ, বয়সের থাবা, ছেলেমেয়ে হয়ে যাওয়া, নানা কাজে ব্যস্ততা বাড়া কিংবা নতুন কিছু এক্সপ্লোর করার না থাকা! কারণ নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা কথা বলব, এই ভাঁটার টান আপনার সম্পর্কের ভিতে কতটা ছাপ ফেলতে পারে, তা নিয়ে… 

১. সেক্স সম্পর্কের এক রকম ভাষা তো বটেই!

Pixabay

ADVERTISEMENT

একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে, কোনও সম্পর্কে কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সেক্স! দু’টি শরীর যখন এক হয়, তখন দু’টি মনও অনেকটাই কাছাকাছি চলে আসে। আমাদের বক্তব্য নয়, এমনটাই বলে থাকেন মনোবিদরা। এখন সেই শারীরিক মিলনই যদি ন’ মাসে ছ’ মাসে একবার ঘটে, তা হলে দূরত্ব কিঞ্চিৎ বাড়ে বই কী! অনেকের ক্ষেত্রে, বিশেষত অনেক পুরুষমানুষের ক্ষেত্রে শারীরিক মিলন কোনও সম্পর্কে ততটাই গুরুত্বপূর্ণ যতটা মানসিক নৈকট্য। সুতরাং, সেক্সুয়াল লাইফে ভাঁটার টান তাঁদের মনের উপরেও প্রভাব ফেলবে, যা ক্ষতি করতে পারে আপনাদের বৈবাহিক জীবনেরও। 

https://bangla.popxo.com/article/dirty-talks-for-long-distance-relationship-in-bengali

২. স্ট্রেস থেকে সেক্সে অনীহা, সেখান থেকে সম্পর্কে ফাটল

আধুনিক জীবনযাপন এতটাই কঠিন এবং স্ট্রেসফুল যে, সেই চাপের ফলেও অনেক হিসেব উল্টোপাল্টা হয়ে যায়! সংসার এবং কর্মক্ষেত্র একসঙ্গে সামলে, অনেক দম্পতিই এখন নিজেদের জন্য সময় বের করতে পারেন না! আর যেটুকু ফুরসত পাওয়া যায়, তাতে তাঁরা এতটাই ক্লান্ত থাকেন যে, তখন বিশ্রাম করবেন নাকি শারীরিক মিলনে রপ্ত হবেন! আর মুড বলেও তো একটা ব্যাপার আছে, নাকি? সেটা তো আর ইলেকট্রিক লাইটের মতো সুইচ অন-অফ করা যায় না! ফলে মুড না হলে সেক্সুয়াল লাইফ ঝকঝকেও হয় না। দু’জনের ক্ষেত্রেই এই সমস্যা হলে আসলে শান্তি। কারণ, তখন পরস্পর পরস্পরের দুঃখটা বুঝবেন। কিন্তু স্ট্রেস (stress) একজনের বেশি, অন্যজনের কম হলে সমস্যা।তখন একজন চাইবেন, অন্যজন পালাবেন আর দূরত্বও বাড়বে… 

৩. দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে শারীরিক মিলনে ভাঁটা আসা স্বাভাবিক

Pixabay

ADVERTISEMENT

একথা সকলেই জানেন যে, সম্পর্কের শুরুতে পরস্পরের প্রতি যতটা শারীরিক আকর্ষণ থাকে, যত দিন যায়, সেই আকর্ষণ তত কমে। এটাই স্বাভাবিক। তাই দীর্ঘদিনের সম্পর্কে সেক্সের প্রতি মনোযোগ কমাটা মেনে নেওয়াই যায়। আর তখন এই ভাঁটার টান সম্পর্কের ক্ষতিও করে না। কারণ, পরস্পরের প্রতি বিশ্বাস, ভালবাসার বন্ধন তখন এতটাই দৃঢ় যে, শারীরিক মিলন সপ্তাহে একবার হল নাকি মাসে একবার, তাতে কারও কিছু যায় আসে না!  

https://bangla.popxo.com/article/how-to-control-mood-swings-in-bengali

৪. লাভ আর সেক্স, দু’টি কি একই সুতোয় বাঁধা?

Pixabay

খানিকটা বটে, কিন্তু পুরোটা নয়! দু’টি মানুষ কাছাকাছি এলে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হওয়া যেমন স্বাভাবিক, তেমনই এটাও ঠিক যে, সেক্স এবং লাভ-এর মধ্যে সম্পর্ক খুবই ক্ষীণ! পরস্পর কোনওসময়ই পরস্পরের পরিপূরক নয়। তাই আপনি আপনার পার্টনারের সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হলেই আপনারা সম্পর্কের এক্কেবারে মগডালে বাস করছেন আর তা না হলেই আপনাদের বারোটা বেজে গিয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই!

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…

10 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT