ভারতের চাঁদে যাওয়ার স্বপ্ন অবশেষে সফল হতে চলেছে! আজ দুপুর ২টো ৪৫ মিনিটে ইসরোর শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চন্দ্রযান ২ সফলভাবে উৎক্ষেপণ করতে সফল হয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা! প্রসঙ্গত, বিজ্ঞানীদের যে টিম এই পুরো মিশনটির দায়িত্বে ছিল, তার পুরোধা ছিলেন দুই মহিলা বিজ্ঞানী এম বনিতা ও ঋতু করিঢাল! ঠিক যখন আরও একদল ভারতীয় মহিলা বিজ্ঞানীদের কীর্তি নিয়ে কিছুদিনের মধ্যেই পর্দায় কাঁপাতে আসছে মিশন মঙ্গল, ঠিক তখনই আরও একবার ইসরোর (ISRO) বর্তমান টিমের মহিলারা মনে করিয়ে দিলেন যে, খুব শিগগিরই তাঁদের কীর্তি নিয়েও তৈরি হতে পারে আরও একটি ছবি!
এই মিশন ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ তো বটেই, গুরুত্বপূর্ণ সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীদের জন্যও। কারণ, এই মিশনের মাধ্যমেই প্রথম কোনও দেশ চাঁদের অপেক্ষাকৃত অচেনা অংশ, অর্থাৎ সাউথ পোলে যাওয়ার চেষ্টা করবে। চাঁদে এর আগে অনেক সফল অভিযান করা হলেও, সাউথ পোলে যাওয়ার চেষ্টা করেনি কোনও দেশই। ফলে এই দিকটি সম্বন্ধে বিজ্ঞানীদের হাতে খুব একটা বেশি তথ্য এখনও নেই। আশা করা যায়, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যখন চন্দ্রযান ২ (Chandrayaan 2) চাঁদের কক্ষপথে গিয়ে পৌঁছবে, তখন এই দিকটি সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে পৃথিবীবাসী। প্রসঙ্গত, সবকিছু ঠিকঠাক চললে ১৫ জুলাই নাগাদই চাঁদে (Moon) পাড়ি দেওয়ার কথা ছিল চন্দ্রযান ২-এর। কিন্তু ল্যান্ডার বিক্রম-এ কিছু টেকনিক্যাল গোলোযোগের কারণে উৎক্ষেপণ পিছিয়ে দিতে হয়। এই ল্যান্ডারের নাম বিক্রম রাখা হয়েছে ভারতের প্রথম মহাকাশ মিশনের পুরোধা বিক্রম সারাভাইয়ের নামে। চন্দ্রযানের আলপিন টু এলিফ্যান্ট, সবই তৈরি করা হয়েছে ভারতে। এমনকী, চাঁদে বিক্রম অবতরণের পর সেখানকার পাথুরে মাটিতে তা কেমনভাবে মানিয়ে নেবে, তা-ও পরীক্ষা করা হয়েছে তামিলনাড়ুর সালেমের বিশেষ পাথুরে মাটি দিয়ে। কারণ, জিওলজিস্টদের মতে, চাঁদের অ্যানরথোসাইট-এর সঙ্গে সালেমের ওই অঞ্চলের মাটির নাকি অনেক মিল!
চন্দ্রযান ২-এর সফল উৎক্ষেপণের পর সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে টুইটারে ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে ভেসে এসেছে নানা শুভেচ্ছাবার্তা। যেমন…
भारत के लिए यह एक ऐतिहासिक क्षण है।
चंद्रयान-2 के सफल प्रक्षेपण से आज पूरा देश गौरवान्वित है।
मैंने थोड़ी देर पहले ही इसके लॉन्च में निरंतर तन-मन से जुटे रहे वैज्ञानिकों से बात की और उन्हें पूरे देश की ओर से बधाई दी। #Chandrayaan2 https://t.co/50UodlbH0y
— Narendra Modi (@narendramodi) July 22, 2019
The historic launch of #Chandrayaan2 from Sriharikota is a proud moment for all Indians. Congratulations to our scientists and engineers for furthering India's indigenous space programme. May @ISRO continue to master new technologies, and continue to conquer new frontiers
— President of India (@rashtrapatibhvn) July 22, 2019
Chaand Taare todh laoon. Saari duniya par main Chhaoon! To do that requires hours & hours of painstaking work & integrity & belief. Congratulations to the team at #ISRO for #Chandrayaan2
— Shah Rukh Khan (@iamsrk) July 22, 2019
#ISRO has yet again accomplished a mammoth feat. Salute to the team who have spent countless days ensuring the success of #Chandrayaan2 @isro
— Akshay Kumar (@akshaykumar) July 22, 2019
Many congratulations to Team #Chandrayaan2 @isro for the successful and seamless launch ! pic.twitter.com/LINKS5ZHUk
— Virender Sehwag (@virendersehwag) July 22, 2019
I always looked up at the moon as a child, wondering what secrets it's hiding. The successful launch of #Chandrayaan2 will shed some light on these secrets, & motivate the next gen to help India's space exploration programme. I congratulate everyone at @ISRO for this success. pic.twitter.com/xy6aGt0xi3
— Gautam Gambhir (@GautamGambhir) July 22, 2019
ফিরে দেখা যাক, বিক্রম সারাভাইকে, যাঁর নামে চন্দ্রযান ২-এর ল্যান্ডারের নাম রাখা হয়েছে…
1960s:: Father of India's Space Programme Shri Vikram Sarabhai With Young @isro Engineers A.P.J Abdul Kalam and G. Madhavan Nair #Chandrayaan2 pic.twitter.com/2jk6u4dZiR
— indianhistorypics (@IndiaHistorypic) July 22, 2019
তবে আরও একটি কারণে স্পেশ্যাল ছিল এবারের চন্দ্রযান ২। সেটি হল, টিমের লিডার ছিলেন দুই মহিলা। মঙ্গলযানের পর এবার চন্দ্রযানেও তাঁদের পরশ বিনা এগোনো যায়নি!
If Lunar landing of Apollo 11 was hailed as 'Giant leap for mankind' the launch of #Chandrayaan2 will be remembered as a 'Giant leap for womankind.'
Congratulations to the @isro team led by space scientists M.Vanitha & Ritu Karidhal for India's leap to the lunar south pole. pic.twitter.com/EtFh8baM0G
— Hardeep Singh Puri (@HardeepSPuri) July 22, 2019
এই মুত্থাইয়া বনিতা এবং ঋতু করিঢাল, দুজনেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন এই মিশনে। ঋতু এই প্রোজেক্টের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বনিতা চন্দ্রযানের নকশার সব খুঁটিনাটি সামলেছেন! নিঃসন্দেহে এটি নারীশক্তিরই জয় আবার!
আছেন আরও একজন, হুগলির শিবপুরের চাষীর ছেলে আর এই প্রোজেক্টের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারও। ছেলের জন্মের সময় সূর্যের নামে ছেলের নাম সূর্যকান্ত রাখতে চেয়েছিলেন মধুসূদন কুমার। কিন্তু কী মনে করে শেষ পর্যন্ত নাম রাখেন চন্দ্রকান্ত! আজ সেই ছেলেই ভারতবাসীর চাঁদে যাওয়ার স্বপ্নের অন্যতম কারিগর!
মূল ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম, নেটওয়র্ক ১৮
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!