বরাবর এরকমটাই হয়। ক্রিকেট নিয়ে আমরা এতটাই মেতে থাকি যে, যতদিন না সানিয়া মির্জা উইম্বলডন জেতেন, ততদিন খবরে আসেন না, পি ভি সিন্ধুকে অলিম্পিকে রূপো জিতে ট্রেন্ডিং হতে হয় আর মেরি কম প্রকৃত অর্থে বিখ্যাত হন প্রিয়ঙ্কা চোপড়া তাঁর ভূমিকায় অভিনয় করার পর!
এবারও ট্র্যাডিশনের ব্যতিক্রম হয়নি। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ডামাডোল, রণবীর সিংহ কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন, তা নিয়ে শোরগোলের ফাঁকে জনৈকা ভারতীয় কন্যার বিশ্বজয় বেবাক চাপা পড়ে গিয়েছে! বলছি, অপূর্বী চান্দেলার (Apurvi Chandela) কথা। রাজস্থানের জয়পুরের এই ২৬ বছরের মেয়েটি পিস্তল হাতে কামাল করেছেন গতকাল। জার্মানির মিউনিখে ISSF Shooting World Cup-এ ১০ মি এয়ার পিস্তল শুটিং-এ সোনা (Gold) জিতেছেন অপূর্বী।
অবশ্য় এটাই এবছর তাঁর প্রথম কীর্তি নয়। গত এপ্রিল মাসেই ১০মি এয়ার পিস্তল বিভাগে বিশ্বের এক নম্বর হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। তখনও যথারীতি তাঁর কপালে ভারতীয় খেলাধুলোর সঙ্গে জড়িত জনাকয়েক ব্যক্তিত্বের প্রশংসা বাণী এবং কিছু টুইটার পিঠচাপড়ানি ছাড়া আর কিছু জোটেনি! জুটবেই বা কী করে! তখন দেশজুড়ে আইপিএল জ্বর চলছিল যে! এই জয়ের মাধ্যমে ২০২০ সালে টোকিও অলিম্পিকে যোগদানও সুনিশ্চিত করে ফেলেছেন এই তরুণী!
এখনও পর্যন্ত তিনটি ISSF Shooting World Cup-এ অংশগ্রহণ করেছেন তিনি। আর তাঁর রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়! একটি বিশ্বরেকর্ডসহ দুটি সোনা (Gold)! টেকনিকের উপর জোর, আর শেষ শট পর্যন্ত লক্ষ্যে স্থির থাকা, এটাই আমার সাফল্যের রহস্য! জানিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে সোনা জিতলেও, জেতার খিদেটা তাঁর এখনও ভরপুর রয়েছে। টোকিও অলিম্পিকের জন্য এখন থেকেই জোরদার ট্রেনিং শুরু করে দিয়েছেন অপূর্বী। সেখানেও ভাল কিছু করে দেখাতে না পারলে যে সব পরিশ্রমই বৃথা যাবে!
অপূর্বীর জন্য রইল আমাদের শুভেচ্ছা! আশা করি, তাঁর সোনার পারফরম্যান্স এই পোড়া দেশে ক্রিকেটপাগলদের একটুর জন্য হলেও অন্য খবরে চোখ রাখতে বাধ্য করবে! অবশ্য কিছুই বলা যায় না। শুটিং নিয়ে ভারতবাসী কোনওদিনই খুব একটা উৎসাহী ছিল না! এর আগেও তো আমরা অভিনব বিন্দ্রাকে দেখেছি, রাজ্যবর্ধন রাঠৌরকেও পেয়েছি। অলিম্পিকে সোনা-রূপো, দুই-ই জিতেও খুব একটা হইচই ফেলতে পারেননি তাঁরা। দিনকয়েক খবরে ছিলেন, তারপর আমরা আবার মজে গিয়েছি সচিন-সৌরভ নিয়ে! তাই অপূর্বী, খবর হতে না পারলেও হতাশ হবেন না। এগিয়ে যান নিজ লক্ষ্যে!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!