গত বছরের মতো ২০২০ সালেও আপনার জীবন ভরে উঠুক আনন্দ আর হাসিতে। আরে বাপু, হাসি (Smile) হল সবচেয়ে ভাল এক্সারসাইজ। প্রাণ খুলে হাসুন দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার কোনও দরকারই হচ্ছে না। অবশ্য আশেপাশে কিছু রামগরুড়ের ছানা দেখতে পাবেন। তাদের আবার হাসতে মানা। সে তারা না হাসে না হাসুক। কিন্তু আপনার আর আমার তো কোনও বাধা নিষেধ নেই। আমরা হোহো হাহা হিহি হ্যাহ্যা সব রকমের হাসব (Laughing)। আর হাসতে হলে দরকার মজাদার জোকসের (Jokes)। চিন্তা কিউ বস? আমরা এনেছি কয়েকটি মজাদার জোকস(Jokes)। পড়ুন আর হাসুন। হাসতে হাসতেই শুরু হোক আপনার নতুন বছর।
১। স্বামীঃ কীসব ছাইপাঁশ সিরিয়াল দেখতে দেখতে রান্না করো? ডালে না হয়েছে নুন না হয়েছে স্বাদ। একদম জলের মতো খেতে।
স্ত্রীঃ সারাদিন মোবাইলে চোখ ঠেরে বসে আছ! ভালো করে চেয়ে দেখ রুটিটা ডাল নয় জলেই ডুবিয়েছ!
২। রুগীঃ ওষুধটা কবার খাব স্যার?
ডাক্তারঃ সকালে এক চামচ, বিকেলে এক চামচ আর রাত্রে এক চামচ।
রুগীঃ একটা কথা বলব ডাক্তারবাবু?
ডাক্তারঃ হ্যাঁ বলুন।
রুগীঃ বাড়িতে এতগুলো চামচ নেই!
#জোক ৩
স্কুল ইন্সপেক্টরঃ বাবলু বলো তো এখান থেকে দিল্লি যেতে ২৪ ঘণ্টা সময় লাগলে আমার বয়স কত?
বাবলুঃ স্যার আপনার বয়স পঞ্চাশ।
স্কুল ইন্সপেক্টরঃ বাহ, এত কঠিন প্রশ্নের উত্তর কী করে দিলে?
বাবলুঃ স্যার আমাদের পাড়ায় একটা হাফ পাগল থাকে তার বয়স ২৫ আর আপনি ফুল পাগল তাই আপনার বয়স পঞ্চাশ!
#জোক ৪
জগাই প্রথমবার এটিএমে টাকা তুলতে গেছে। টাকা তুলছে এমন সময় পিছন থেকে এক ছোকরা মজা করে বলল, “আমি আপনার পাসওয়ার্ড দেখে ফেলেছি। চারটে শূন্য তো আপনার পাসওয়ার্ড?” জগাই বিজ্ঞের মতো হেসে বলল, “ছাই দেখেছিস! আমার পাসওয়ার্ড হল ৫৬৭৮!”
#জোক ৫
বাজারে ঘোড়া বিক্রি হচ্ছে। একটা ঘোড়ার দাম এক ব্যক্তি হাঁকছে ১ কোটি টাকা। এক খদ্দের কৌতূহলী হয়ে এগিয়ে এল। “এই ঘোড়াটার এত দাম কেন?” বিক্রেতা বলল, “এই ঘোড়াটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ঘোড়াটাকে যত জোরে আপনি ভগবান বলবেন ঘোড়াটা তত জোরে দৌড়বে আর শাবাশ বললে থেমে যাবে।” ভদ্রলোক বললেন, “আমি বিশ্বাস করিনা। আমি পরখ করে দেখতে চাই।” এই বলে ভদ্রলোক ভগবান, ভগবান বলে চেঁচিয়ে উঠতেই ঘোড়া জোরে দৌড়তে লাগল। বিক্রেতা হায় হায় করে উঠতেই ভদ্রলোক তাড়াতাড়ি বললেন শাবাশ। ঘোড়া একটা খাদের ধারে দাঁড়িয়ে গেল। আর বিক্রেতা বলল, “উফ ভগবান!”
#জোক ৬
সুরেশ এসে দেখল রমেশ শুকনো মুখে বসে আছে।
সুরেশঃ কীরে আবার বউয়ের হাতে পিটানি খেয়েছিস?
রমেশঃ আর কি! জানিস যখন নতুন বিয়ে হয়েছিল বউকে এত ভালো লাগত যে মনে হত ভাত দিয়ে মেখে খেয়ে নিই!
সুরেশঃ আর এখন কী মনে হয়?
রমেশঃ খেয়ে নিলেই ভালো হত!
#জোক ৭
দুই মাতাল মুখোমুখি বসে মদ খাচ্ছে।
প্রথম মাতালঃ আপনি কোথায় থাকেন?
দ্বিতীয় মাতালঃ আমি বেহালায় থাকি। আপনি?
প্রথম মাতালঃ সেকি? আমিও বেহালায় থাকি। বেহালার কোথায়?
দ্বিতীয় মাতালঃ ওই তো নতুন ব্রিজের সামনে।
প্রথম মাতালঃ সেকি! আমিও তো ওখানে থাকি। কোন বাড়ি?
দ্বিতীয় মাতালঃ স্নেহলতা অ্যাপার্টমেন্ট
প্রথম মাতালঃ সেকি! আমিও তো ওই বাড়িতে থাকি। কত নম্বর ফ্ল্যাট?
দ্বিতীয় মাতালঃ ৬ নম্বর
প্রথম মাতালঃ সেকি! আমিও তো ওই ফ্ল্যাটেই থাকি!
অন্য একজন ব্যক্তি কিছুই বুঝতে না পেরে বারের মালিককে জিগ্যেস করে, “ ব্যাপার কী মশাই?” বারের মালিক বলে “ও কিছুনা। ওরা বাবা আর ছেলে! নেশার ঘোরে দুজনে দুজনকে চিনতে পারছে না!”
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!