চটজলদি মেকআপ করার জন্য আমাদের কাছে একাধিক অপশান আছে । বলা ভাল মেকআপ হ্যাক । মেকআপের সম্পূর্ণ সময়টা দিতে হল না, আবার মেকআপ ফিনিশ লুকও পাওয়া গেল । ত্বক রইল উজ্জ্বল ও জেল্লাদার । এরকম লুক পাওয়ার জন্য বাজারে একাধিক কসমেটিকস বা প্রসাধনী সামগ্রী আছে । তার মধ্যে বেশ হিট বিবি ও সিসি ক্রিম । কি আপনিও নিশ্চয়ই ব্যবহার করেন ? আমরা অনেকেই বিবি ( bb cream ) বা সিসি ক্রিম ( cc cream )ব্যবহার করি, দুটো ক্রিমই মেকআপ ফিনিশ লুক দিতে পারে । কিন্তু একথা জানেন কি এই ক্রিম দুটির মধ্যে সামান্য পার্থক্য আছে । এবং দুটি ক্রিমের কাজ ও টেক্সচারও আলাদা । দুটি ক্রিম ত্বকে লাগালে আপনি ভিন্ন ভিন্ন ফল পাবেন । হ্যাঁ ! বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য ( difference between bb cream and cc cream )নিয়ে আলোচনা করব । এই ক্রিমের মধ্যে আপনি কোন ক্রিমটি ব্যবহার করবেন, সে বিষয়েও আপনার একটা ধারণা তৈরি হবে ।
বিবি ক্রিম কী
বিবি ক্রিমের পুরো কথা হল ব্লেমিশ বাম বা বিউটি বাম । আসলে হালকা টিন্টেড ময়শ্চারাইজার । এই বিবি ক্রিম ত্বককে সুরক্ষিত রাখতে বেশ কার্যকর । বিবি ক্রিম ত্বককে মোলায়েম করে তোলে । পাশাপাশি রোদ থেকেও ত্বককে রক্ষা করে ৷ বিবি ক্রিম লাগালে আপনার থাকবে একটি ডিউই লুক বা সদ্য-শিশিরভেজা উজ্জ্বল ভাব । ময়শ্চারাইজার ও ফাউন্ডেশনের কাজ একইসঙ্গে করে বিবি ক্রিম । এতে আপনার মেকআপ থাকে কোমল এবং দীর্ঘস্থায়ী । রুক্ষ ত্বকে আপনি ব্যবহার করতে পারেন বিবি ক্রিম । পন্ডসের বিবি ক্রিম বাজারে বেশ হিট । চটজলদি মেকআপে সাহায্য করবে এটি । আপনার বাজেটের মধ্যেই হবে ।
সিসি ক্রিম কী
সিসি ক্রিমের ( cc cream )সম্পূর্ণ নাম কালার কারেকশন বা কমপ্লেকশন কেয়ার । সিসি ক্রিম ত্বকের বিভিন্ন দাগ লুকিয়ে দেয় । আপনার ত্বকের কনসিলারের কাজটি একাই সামলে নেয় সিসি ক্রিম । সিসি ক্রিমের টেক্সচার বিবি ক্রিমের তুলনায় হালকা । সাধারণত যাদের ত্বক তৈলাক্ত, তাঁরা ব্যবহার করতেই পারেন সিসি ক্রিম । আপনার মুখের দাগও লোকানো যাবে । ল্যাকমে সিসি ক্রিম ভারতীয় ত্বকের জন্য বেশ উপযোগী । এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন, আপনার বাজেটের মধ্যেও হবে । আপনার ত্বকের রং অনুযায়ী বিভিন্ন শেডে পাবেন ল্যাকমের এই ক্রিম ।
বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য
বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য ( difference between bb cream and cc cream )অবশ্যই আছে । সামান্য পার্থক্য ইতিমধ্যেই আপনি বুঝতে পারছেন । সিসি ক্রিমের টেক্সচার বিবি ক্রিমের তুলনায় হালকা । বিবি ক্রিম আপনি বেস হিসেবেও ব্যবহার করতে পারেন । যাঁদের ত্বকে সামান্য দাগ আছে, বা লালচে ভাব আছে তাঁরা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন । আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী বেছে নিন এই দুইটি ক্রিমের মধ্যে একটি । আশা করছি, বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য ( difference between bb cream and cc cream )আপনার কাছে পরিষ্কার ।
কীভাবে লাগাবেন এই ক্রিম
বিবি ক্রিম ও সিসি ক্রিম লাগানো খুব সহজ । আপনি অফিস যাওয়ার আগে চট জলদি এই ক্রিম লাগিয়ে নিতে পারেন । হাতের উপর সামান্য ক্রিম নিয়ে আপনার মুখের বিভিন্ন অংশে লাগিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন । ক্রিমটি বসতে একটু সময় দিন । সিসি ক্রিমের উপর আপনি চাইলে কমপ্যাক্ট লাগাতেও পারেন । আবার ওরকমও রাখতে পারেন । ব্যবহার করতে পারেন হাইলাইটারও । তবে বিবি ও সিসি ক্রিম আপনি যেমন হাত দিয়েই মুখে ব্লেন্ড করে নিতে পারেন, আবার মেকআপ স্পঞ্জের সাহায্যেও আপনি এই কাজটি করতে পারেন ।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে
থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!