আমরা বারবার মেকআপ তোলার সময় যত্নশীল থাকার জন্য সতর্ক করি। মেকআপ করার সময় আপনি যতটা সময় দিচ্ছেন, যতটা মনযোগী হয়ে আপনি মেকআপ করছেন, ঠিক ততটা মনযোগী হয়েই আপনাকে মেকআপ তুলতে হবে। অনেকেই মেকআপ রিমুভার ওয়াইপের সাহায্যে মেকআপ তোলেন। কিন্তু আপনার মেকআপ রিমুভার ওয়াইপস কি আদৌ উপকারী? কতটা সাহায্য করে? আপনার ত্বকের জন্যই বা কতটা ভাল? সেইসব জেনেই এখন সময় এসেছে আপনার (stop using makeup remover wipes) মেকআপ রিমুভার ওয়াইপকে বিদায় জানানোর!
শুনতে অবাক লাগলেও এই কথাই সত্যি। মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে আপনি যখন মুখে মেকআপ তোলার চেষ্টা করেন, আপনার মেকআপের সব অংশ আদৌ উঠে যায় না। বরং মেকআপ ত্বকে থেকেই যায়। ফলে ত্বকের পোরস বন্ধ হয়ে থাকে। ত্বক ঠিক শ্বাস নিতে পারে না। তাই মেকআপ রিমুভার ওয়াইপ দিয়ে মেকআপ তোলার (stop using makeup remover wipes) কথা ভুলে যান। আপনার ভুল শুধরে নিন আজই।
ওয়াইপসে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে, যা আপনার ত্বকের ক্ষতি করে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, কী উপাদান আমার ত্বকের ক্ষতি করছে? কারণ মেকআপ রিমুভার ওয়াইপস বেশ সুগন্ধি। আপনি নিশ্চয়ই জানেন, অধিকাংশ ওয়াইপসে থাকে অ্যালকোহল(stop using makeup remover wipes) । যা ত্বকের জন্য খুবই খারাপ। আপনার ত্বককে রুক্ষ করে তোলে অ্যালকোহল।
মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে মেকআপ তুললে বলিরেখা প্রকট হতে শুরু করে একটি সময়ের পর। বিশেষ করে চোখের পাশে বলিরেখা দেখা যায়।
মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে মেকআপ করার সময় আপনি নিশ্চয়ই ঘষে মেকআপ তোলার চেষ্টা করেন। ওয়াইপস নিয়ে মুখের উপর বারবার ঘষলে আপনার ত্বকের ক্ষতি হয়। আপনার ত্বক লাল হয়ে যেতে পারে, বিভিন্ন ত্বকের সমস্যাও হতে পারে।
তাহলে নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার, মেকআপ রিমুভার ওয়াইপস আপনার ত্বকে কতটা ক্ষতি করতে পারে? আপনিও যদি মেকআপ রিমুভার ওয়াইপস ব্যবহার করে থাকেন, তবে তাদের বিদায় জানান। আপনার ত্বকের প্রতি যত্নশীল হন। আপনার ত্বক ভাল থাকবে।
POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন
#POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন
নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!