কলকাতার গরম (summer) নিয়ে সবার একটাই অভিযোগ। বড্ড ঘাম হয়। আর প্যাচপ্যাচে ঘাম মানেই সেটা জামা কাপড়ে লেগে একটা বিশ্রী গন্ধ বের হওয়া। বাড়িতে তো তাও ঠিক আছে কিন্তু অফিসে বা কোনও পারটিতে এমনটা হলে ভারী মুশকিল। এত ভাবার কিছু নেই। আমরা নিয়ে এসেছি সব রকম বাজেটের মধ্যে দীর্ঘক্ষণ (long lasting) থাকে এরকম কয়েকটি ফ্লোরাল পারফিউম (floral perfume)। দেখে শুনে নিজের পছন্দ অনুযায়ী একটা কিনে নিন ব্যাস তাহলে আর গরম নিয়ে কোনও সমস্যা থাকবেনা। তার বদলে আপনি সুগন্ধিত ফুলের সুবাসে (floral perfume) এই দীর্ঘক্ষণ স্থায়ী পারফিউমের (floral perfume) আমেজে ভেসে যাবেন।
এর গন্ধ খুব হাল্কা কিন্তু বেশ দীর্ঘস্থায়ী। পিয়নি, ম্যাগনোলিয়া ইত্যাদি এগজটিক ফুলের সুবাস মিশে আছে এর মধ্যে। তাছাড়া আছে পিচ, গ্রিন অ্যাপল ও সিডার উডের বেস নোট।
পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
ওয়াইল্ড বেরি, টিউবার রোজ আর মধুর গন্ধে ভরপুর এই ফরাসি পারফিউম গরমকালের জন্য আদর্শ। গরম ছাড়াও সারা বছর এটা ব্যবহার করা যায়।
পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
যারা একটু কড়া সুগন্ধ পছন্দ করে তাদের জন্য এই পারফিউম খুব কাজে দেবে। এতে আছে কফি আর ভ্যানিলা মেশানো এক সুগন্ধ। যারা রাত্রে পার্টি করেন তাদের জন্য ভালো।
পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
এই পারফিউম আপনাকে দেবে আক আশ্চর্য রকমের সতেজ অনুভূতি। পিচ, অরেঞ্জ, রাস্পবেরির মতো ফল এবং জুঁই আর গোলাপের মতো ফুলের দারুণ যুগলবন্দী পাবেন এখানে।
পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
এই পারফিউমের বোতলটাই এত সুন্দর যে এটা আপনি সারাজীবন সংগ্রহ করে রাখতে পারেন। ব্ল্যাককারেন্ট, গোলাপ, আর জুঁই ফুলের সুগন্ধ তো এখানে আছেই তার সঙ্গে মেশানো আছে চন্দন ও ভ্যানিলার সুবাস।
পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
ব্র্যান্ডের নাম দেখেই বুঝতে পারছেন এই পারফিউম কতটা ভালো হতে পারে। আপনার ভাবনা একদম ভুল নয়। অফিসের মিটিং বা কোনও হাই প্রোফাইল পার্টি, সব জায়গাতেই মাত করে দেবে এই পারফিউম।
এই পারফিউমের সবচেয়ে ভালো পয়েন্ট হল এটা বেশ সস্তা। লিলি, জুঁই আর নানা রকমের সাদা ফুলের সুবাস মিশ্রিত আছে এখানে।
এই পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
এই পারফিউমের বৈশিষ্ট্য হল এখানে প্রতি স্তরে স্তরে আপনি পাবেন আলাদা রকমের সুগন্ধ। চন্দন ও গোলাপের বেস ছাড়িয়ে প্রকাশ পাবে বারবেরি ক্রিমি ভ্যানিলার সুগন্ধ।
এই পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
অ্যাভনের পারফিউম ভারতীয় মহিলাদের মধ্যে খুব জনপ্রিয়। বিশেষ করে যাদের সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় তাদের এই পারফিউম খুব কাজে দেয়। স্প্রে করার পর ফল আর বুনো লতাপাতার গন্ধ পেলেও পরে আপনি পাবেন সুন্দর ফুলের সুবাস।
এই পারফিউমটি কিনতে হলে এখানে ক্লিক করুন
বিভিন্ন দুর্লভ ফুলের সমারোহ যদি পেতে চান এই পারফিউম সংগ্রহে রাখতেই হবে।
এই পারফিউম কিনতে হলে এখানে ক্লিক করুন
ফল ও ফুলের সুবাসের সঠিক মিশ্রণ পাবেন এখানে। রয়েছে পিঙ্ক গ্রেপফ্রুট, ওয়াইল্ড বেরি, জুঁই ফুলের মতো উপাদান।
বেশ ফুরফুরে সুবাস এই পারফিউমের। আর দামেও সস্তা। বেস নোটে রয়েছে ক্লেয়ার ফ্লাওয়ার আর ফ্রেসিয়ার গন্ধ আবার মিডল নোটে পাবেন তঙ্কা বিন ও সিডার উডের বুনো গন্ধ।
এই পারফিউম কিনতে হলে এখানে ক্লিক করুন
এই পারফিউমের দাম একটু বেশি। তবে স্পেশ্যাল অনুষ্ঠানের জন্য এটা কেনাই যায়। এতে আছে গ্রিন টি ও জুঁই ফুলের নির্যাস। তাছাড়াও পাবেন গোলাপ ও নানা রকম অর্কিডের সুগন্ধে।
এর সুগন্ধে আপনি পাবেন আধুনিকতা ও ফেমিনিন ছোঁয়া। কিছু বিশেষ ফুল ও ফল দিয়ে এর বেস নোট বা মুল সুগন্ধ তৈরি করা হয়। জুঁই, কমলালেবুর ফুল আর ওয়াটার লিলির সুবাসে পাবেন এই পারফিউম।
পারফিউমটি কিনতে হলে ক্লিক করুন এখানে
আমরা সকলেই ডেইজি ফুল পছন্দ করি। পূর্ণ বসন্তে প্রান্তর জুড়ে ডেইজির সমারোহ মন ভালো করে দেয়। এই পারফিউমেও আপনি পাবেন একই রকম সতেজ অনুভূতি।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!