ADVERTISEMENT
home / Bridal Makeup
বাঙালি কনের makeup guide

বাঙালি কনের makeup guide

ফাল্গুন মাস প্রায় শেষের পথে। এবার শুরু হবে চৈত্রের রুখু হাওয়া। চৈত্র সেল নিয়ে বাঙালিদের মধ্যে মাতামাতি থাকলেও ওই মাসে কিন্তু বিয়ে হয়না। কারণ হিন্দু মতে চৈত্র হল মল মাস। কিন্তু দেখতে দেখতে হুস করে চৈত্র পার হলেই চলে আসবে বৈশাখ। আর তখন আবার জোর কদমে শুরু হয়ে যাবে বিয়ের মরশুম। যাদের এবারের বৈশাখে চার হাত এক হওয়ার কথা তাদের কথা ভেবেই আমরা আগেভাগে বিয়ের সাজগোজের (makeup) এই গাইড (guide) নিয়ে হাজির হয়েছি। হাতে এখনও বেশ খানিকটা সময় আছে আর তাই এখন থেকেই ঠিকঠাক গাইড (guide) পেলে বিয়ের দিন পারফেক্ট ব্রাইডাল লুক (makeup guide) পেতে কেউ আটকাতে পারবে না। আপনি যদি বাঙালি কনে হন তাহলে অবশ্যই কাজে আসবে এই ব্রাইডাল মেকআপ গাইড (makeup guide)।

আরো পড়ুনঃ কমপ্লিট দুর্গা পুজা মেকআপ গাইড ও প্রোডাক্টস

ব্রাইডাল মেকআপ গাইড

bong bride 3 ed again

আপনার প্রয়োজন

ভালো ফেসওয়াশ ও ক্লিনজার
ময়েশ্চারাইজার
প্রাইমার
ফাউনডেশান
কনসিলার
আইশ্যাডো
আইলাইনার
কাজল
মাস্কারা
লিপলাইনার
লিপগ্লস
লিপস্টিক
ব্লাশার

POPxo Recommends Bridal Kit

ADVERTISEMENT

দরকারি টিপস

bong bride 4 ed

মেকআপ করার সময় সনাতনী ধারা ও আধুনিক ধারার মেলবন্ধন রাখতে হবে।

চোখ আর ঠোঁটে ড্রামাটিক লুক আনলে গালে একগাদা ব্লাশার ঘষার দরকার নেই।

বিয়ের আগে থেকেই ত্বকের যত্ন নিতে হবে। যাতে বিয়ের দিন ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় থাকে।

ADVERTISEMENT

যে মেকআপ ব্র্যান্ড আপনি ব্যবহার করে এসেছেন সেটাই বিয়ের দিন বেছে নেবেন। এক্সপেরিমেন্ট করতে যাবেন না। অজানা অচেনা ব্র্যান্ড ব্যবহার করলে অ্যালার্জি হতে পারে।

হাতে সময় থাকলে একবার ট্রায়াল মেকআপ দিয়ে দেখে নিতে পারেন।

যদি একই মেকআপ আর্টিস্ট আপনার বিয়ে ও বউভাতের মেকআপ করেন তাহলে তাকে বলবেন দুদিনের লুক যেন দু’রকমের হয়।

মেকআপ গাইড স্টেপ বাই স্টেপ

bong bride 5

ADVERTISEMENT

#স্টেপ ১

চন্দন পরা

কীভাবেঃ সাধারণত সাদা চন্দন এবং লাল টিপেই বেশিরভাগ ডিজাইন হয়ে থাকে। আপনি একটু অন্যরকম কিছু করতে চাইলে গ্লিটার ও স্টোন ব্যবহার করতে পারেন।

# স্টেপ ২

গ্লিটারি ও ড্রামাটিক চোখের জাদু

একজন কনের জন্য রেড লিপ আর গ্লিটারি চোখের এই মেলবন্ধন ম্যাজিক করতে পারে। চোখের মেকআপে ঔজ্জ্বল্য আনতে ডাল গোল্ড বা মেটালিক শেডের গ্লিটার ব্যবহার করতে পারেন। তবে বাঙালি কনের জন্য সবচেয়ে ভালো হয় স্মোকি লুক। সঙ্গে নকল আইল্যাশ লাগালে আরও সুন্দর লাগবে।

# স্টেপ ৩

হাইলাইটেড কন্ট্যুর করা গাল

কীভাবেঃ গোল্ড হাইলাইটার বুলিয়ে দিন গালে আর বেশি কিছু করবেন না। কন্ট্যুরিং করলে চিকবোন সুন্দর দেখায় ঠিকই কিন্তু সেটা বাড়াবাড়ির পর্যায় নিয়ে যাবেন না।

# স্টেপ ৪

লাল ঠোঁট

ঘন লাল বোল্ড লিপস্টিক বেছে নিন। ম্যাট টাইপের লিপস্টিক হলে লিপগ্লস ব্যবহার করতে পারেন। আমরা সাজেস্ট করছি কোরাল রেড লিপস্টিক। যদি ঠোঁটের রঙকে হাইলাইট করতে চান তাহলে অন্যান্য রঙকে একটু হাল্কা টোনে রাখতে হবে।

ADVERTISEMENT

# স্টেপ ৫

নিজের স্বাভাবিক লুক বজায় রাখুন

একগাদা মেকআপ করে কনে সাজার দিন চলে গেছে। এখন কনেরা চাইছেন প্রায় নো মেকআপ লুক। আপনার কমপ্লেকশানের সঙ্গে তাল মিলিয়ে ফাউনডেশান বাছুন আর সেটা ত্বকের সঙ্গে এমনভাবে মিশিয়ে দিন যেন সেটাই আপনার স্বাভাবিক রঙ। ফাউনডেশান যদি ঠিক ভাবে না বসে তাহলে ফ্লেকি হয়ে থাকবে আর তার প্রভাব পড়বে মেকআপে।

Picture Courtsey: The Wedding Canvas, RIG Photography, Ujjwal Debnath

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এগুলোও আপনি পড়তে পারেন

ADVERTISEMENT

২৫টিরও বেশি সুন্দর সুন্দর মেহেন্দি এর ডিজাইন

বিয়ের পর বউভাতের অনুষ্ঠানে বর ও কনের পোশাক

07 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT