ত্বকের এমন কিছু সমস্যা থাকে, যার কি বা গরম কি বা ঠান্ডা। রোদে বের হলে যে মুখে সান ট্যান পড়বেই। ত্বক শুষ্ক হয়ে যাবে। কিংবা ত্বকে বয়সের ছাপ পড়বেই। তাই এইসব সমস্যাগুলোর জন্য়েও একটি সমাধান প্রয়োজন। আমাদের হাতের কাছেই আসলে তার সমাধান রয়েছে। মানে, সমস্যা হাজার হলেও সমাধান করতে পারবেন দুধের সর (milk cream) দিয়েই।
বিশেষজ্ঞদের মতে, সরে (milk cream) রয়েছে স্যাচুরেটেড ফ্যাট। যা ত্বকের জেল্লা বাড়ায়। আবার ত্বকের ক্ষতও সারিয়ে তোলে। ত্বকে দুধের সর লাগাতে পারেন। দুধের সর (milk cream) ত্বকের কোন সমস্যার সমাধান করতে পারে,বলে দিচ্ছি আমরাই।
স্ক্রাবার (milk cream) হিসেবে ব্যবহার করুন
ত্বকের মৃত কোষ কিন্তু আমাদের ত্বকের জেল্লা অনেকটাই কমিয়ে দেয়। তার জন্যই আমাদের মুখে ক্লিনিংয়ের প্রয়োজন হয়। নিয়মিত স্ক্রাব করে ত্বকের মৃত কোষ সরিয়ে দিলেই ত্বক তার আসল জেল্লা ফিরে পায়। আপনি স্ক্রাবার হিসেবে দুধের সরও ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি ওটস মিহি করে গুঁড়িয়ে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন দুধের সর। আপনার পরিমাণ মতোই বানাবেন। সেটি মুখে ভাল করে লাগিয়ে হালকা মাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত দুবার এইভাবেই স্ক্রাবিং করুন।
ত্বক থাকবে নরম ও কোমল
এক চামচ দুধের সর নিন, তার সঙ্গে মিশিয়ে নিন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটি পেস্ট তৈরি করে তা ভাল করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট ওভাবেই রাখুন। তারপর ঠান্ডা জলে ভাল ভাবে মুখ ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত তিনদিন এভাবেই মুখের যত্ন নিন। এর ফলে আপনার ত্বকের ভিতরে অ্যান্টি অক্সিড্যান্টস এবং উপকারী ফ্যাট সহ একাধিক উপকারী উপাদানের মাত্রা বাড়ে। তাই অল্প সময়েই ত্বক হয়ে ওঠে কোমল ও নরম। হলুদের কারণে আপনার ত্বকের জেল্লাও বাড়ে, দাগ-ছোপ ধীরে ধীরে মলিন হয়ে যায়।
সান ট্যান দূর করে
শীত হোক বা গরম, সান ট্য়ান পড়বেই। আর এই বাজে সান ট্যানে যেন আমাদের ত্বক আসল জেল্লাই হারিয়ে ফেলে। কিন্তু দুধের সর যদি আপনি নিয়মিত লাগাতে পারেন, আপনাকে ত্বকের জেল্লা নিয়ে কোনও চিন্তাই করতে হবে না। দুই চা চামচ দুধের সর নিন। তার সঙ্গে এক চামচ বেসন মিশিয়ে নিন। একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্ট সারা মুখে লাগিয়ে নেবেন। সার্কুলার মোশনে মিনিট পাঁচেক মাসাজ করুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অবশ্যই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে তিন বার এই পেস্ট মুখে লাগান। আপনার মুখের দাগ- ছোপ মলিন হবেই (milk cream) , সঙ্গে ট্যানও দূর হবে। ত্বক থাকবে জেল্লাদার।
ত্বক আর্দ্র থাকে (milk cream)
নানারকম রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করার পরেও ত্বক আর্দ্র রাখা সম্ভব হয় না। কিন্তু দুধ প্রাকৃতিক ময়শ্চারাইজার। তাই ত্বক আর্দ্র রাখতে আপনি দুধের সর লাগাতে পারেন। খুব ভাল হয় যদি দুধের সরের (milk cream) সঙ্গে মধু মিশিয়ে আপনি ত্বকে লাগিয়ে নেন। তাহলে ত্বক আর্দ্র থাকে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!