ডিজনি চ্যানেলের ষ্টার এবং মার্কিন গায়ক নিক জোনাস (Nick Jonas) এবং বলিউডের ডিভা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র বিয়ে নিয়ে উৎসাহ তুঙ্গে ছিল. সমস্ত ফ্যানদের আশা শেষ পর্যন্ত পূর্ণ করে এখন এই কাপল বিবাহ-বন্ধনে আবদ্ধ! সূত্রের খবর অনুযায়ী, আজ তাঁদের খ্রিস্টান মতে বিয়ে হয়েছে. যোধপুরের উমেদ ভবন প্যালেসে (Umed bhawan Palace) এই শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. নিকের বাবা এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন. বরপক্ষে ছিলেন নিকের ভাই যে জোনাস, কেভিন জোনাস এবং প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া.
প্রখ্যাত ডিজাইনার Ralph Lauren তার ইনস্টাগ্রামে নিক এবং প্রিয়াঙ্কার বিয়ে সম্পন্ন হবার পোস্ট করেছেন. তিনিই এদের দুজনের দেখা হবার যোগসূত্র ছিলেন.
আজ বিয়েতে প্রিয়াঙ্কা এবং নিক দুজনেই Ralph Lauren to the wedding ceremony -এর আউটফিট পরেছিলেন. তাঁদের বিয়ের আংটি ডিজাইন করেছেন Chopard .
Ralph Lauren তার এতদিনের ফ্যাশন কেরিয়ারে মাত্র দুটো বিয়ের পোশাক ডিজাইন করেছেন, এটা শুনতে আশ্চর্য লাগলেও সত্যি!
দীপিকা-রণভীরের মতো প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও তাঁদের অফিসিয়াল বিয়ের ছবি এখনো পোস্ট করেননি. তবে আমাদের সূত্রের খবর অনুযায়ী, এই খ্রিস্টান রীতির বিয়ে দিয়ে সবে উৎসব আরম্ভ হয়েছে.
আগামীকাল উমেদ ভবনেই ভারতীয় রীতি অনুযায়ী নিক-প্রিয়াঙ্কার বিয়ে হবে.
বিয়েতে দুই পরিবারের লোকজন তো উপস্থিত আছেনই সাথে নিমন্ত্রিতদের তালিকায় বলিউডের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ, আম্বানি পরিবার এবং ফ্যাশন ডিজাইনার সব্যসাচীও আছেন.
নিক এবং প্রিয়াঙ্কার বিয়ের অফিসিয়াল ছবি আমরা শীঘ্রই দেখতে পাবো বলে আশা করছি.
Also Read About Priyanka Chopra Beauty Tips In English
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!