ADVERTISEMENT
home / Recipes
টক-ঝাল মাছ মাংসের আচার একবার চেখে দেখবেন নাকি?

টক-ঝাল মাছ মাংসের আচার একবার চেখে দেখবেন নাকি?

যদি বলি যে মাছের জন্য বাঙালির এত আদেখলাপনা, সেই মাছ দিয়েও তৈরি করা যায় সুস্বাদু আচার (nonveg pickle recipe fish and chicken)? বা যে মাংস রেঁধে আপনি রবিবারের দুপুরে তারিফ কুড়ন সেটা দিয়েও দিব্যি সুস্বাদু আচার হয়।একদম ঠিক শুনেছেন। মাছ, মাংস দিয়ে তৈরি আচার দু তিন দিন বেশ ভালোই থাকে আর সেটা দিয়ে রুটি থেকে ভাত যে কোনও কিছু খাওয়া যায়। তাই তো বলি আমিষে আচারে আহারে যে কি মজা সেটা যে না খেয়েছে সে বুঝবে না। আমিষে আচারে (nonveg pickle recipe fish and chicken) আহারে স্বাদ আর মজা পাওয়ার জন্য রইল আমিষ আচারের কয়েকটি দারুণ রেসিপি

রুই মাছের সুস্বাদু আচার

উপকরণ: হাফ কেজি রুই মাছ, ৩/৪ কাপ তেল, ২ টেবিল চামচ ভিনিগার, ২ ছোট পেঁয়াজ, ১ চা চামচ সর্ষে, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ রসুন কোয়া, আধ চা চামচ হিং, নুন আন্দাজমতো

পেস্ট তৈরি করতে: হাফ কাপ গরম জল, ৩ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আধ ইঞ্চি আদা, হাফ চা চামচ হিং, হাফ চা চামচ সর্ষে, হাফ চা চামচ জিরে

প্রণালী:

ADVERTISEMENT

এক ইঞ্চি করে মাছ টুকরো করে কেটে নিন।

নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করুন।

মাছ রোদে শুকিয়ে নিন।

হাফ চামচ তেল দিন পাত্রে।

ADVERTISEMENT

এবার শুকনো মাছ তাতে নরম করে ভেজে নিন।

একই তেলে পেঁয়াজ ভাজুন।

বাকি তেল পাত্রে দিয়ে সর্ষে, রসুন, হলুদ ও হিং দিন। দু মিনিট সোঁতে করুন।

এর মধ্যে যে পেস্ট বানিয়েছেন সেটা দিন আর ৫মিনিট হাল্কা আঁচে রাখুন।

ADVERTISEMENT

এক কাপ জল দিন। পাঁচ মিনিট পর আঁচ বন্ধ করুন।

এর মধ্যে মাছ আর পেস্ট দিন।

অন্য পাত্রে ভিনিগার ও নুন দিয়ে গ্যাসে বসিয়ে ফোটান।গ্যাস থেকে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

এবার সেটা মাছে ঢেলে দিন।

ADVERTISEMENT

একটা কাচের পাত্রে ঢেলে রাখুন গোটা আচার (nonveg pickle recipe fish and chicken)।

মুর্গির মাংসের আচার

উপকরণ: ১ কেজি বোনলেস চিকেন, ২৫ গ্রাম আদা বাটা, ২৫ গ্রাম রসুন বাটা, ১ লিটার বাদাম তেল, ১০০ গ্রাম লঙ্কা গুঁড়ো (২৫ গ্রাম দেঘি মিরচি থাকলে ভালো), ১ টেবিল চামচ নুন, ১ চা চামচ রোস্ট করা মেথি, ১০ টা লেবু, ১০ টা রসুনের কোয়া থেঁতো করা।

প্রণালী:

চিকেন ধুয়ে শুকিয়ে নিন। দেখবেন যেন একটুও জল না থাকে। এক ইঞ্চি কিউবে মাংস কেটে নিন।

ADVERTISEMENT

চিকেন, আদা, রসুন দিয়ে মেখে একটা চিনা মাটির পাত্রে রাখুন।

এর মধ্যে নুন দিয়ে তিরিশ মিনিট রেখে দিন।

এবার চিকেন ভালো করে ভাজুন (nonveg pickle recipe fish and chicken)। বেশি কড়া করে ভাজবেন না। ভাজা হয়ে গেলে ঠাণ্ডা হতে দিন।

অন্য একটি পাত্রে (কাচ বা চিনামাটি) রোস্ট করা মেথি ও ১০ টা লেবু চিপে রস বের করুন।

ADVERTISEMENT

আচার তৈরি করার অন্তত তিন ঘণ্টা আগে লেবুর রস বের করে রাখবেন।লেবুর রস রোদ্দুরে রেখে গরম করবেন যাতে এর মধ্যে অতিরিক্ত জল উবে যায়। স্টোভে বসাবেন না।

এর মধ্যে রসুন থেঁতো আর মেথি গুঁড়ো দিন। নুন আর লঙ্কা গুঁড়োও দিতে ভুলবেন না।

এর মধ্যে ভাজা চিকেন দিন। তার আগে চিকেন ভাজার জন্য যে তেল ব্যবহার করেছেন সেটা মাংসের গা থেকে ছেঁকে নেবেন। সেই তেল আচারের (nonveg pickle recipe fish and chicken) তেল হিসেবে মাংসের আচারে মিশিয়ে দিতে পারেন।

সব কিছু ভালো করে মিশে গেলে কাচের বা চিনামাটির পাত্রে ঢেলে রাখুন। দেখবেন যে বাড়তি তেল মাংসের উপরে দিয়েছেন সেটা যেন উপরে ভাসে।    

ADVERTISEMENT

মূল ছবি সৌজন্য – ইনস্টাগ্রাম 

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

23 Apr 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT