ADVERTISEMENT
home / বিনোদন
IN PICS: নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ের অদেখা কিছু ছবি

IN PICS: নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ের অদেখা কিছু ছবি

নুসরত জাহান (Nusrat) আর নিখিল জৈনের বিয়ে নিয়ে এর মধ্যেই প্রচুর ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ বেশ প্রশংসা করেছেন, কেউ শুভেচ্ছাবার্তা দিয়েছেন নবদম্পতিকে আবার অনেকেই কিন্তু ‘সাংসদ’ নুসরত জাহানের দায়িত্ব সম্পর্কে নানা প্রশ্ন তুলেছেন।

কিন্তু সেলিব্রেটি বলে কি তিনি মানুষ নন? আর পাঁচটা মেয়ের মতো বিয়ে-সংসার-স্বামী-পরিবার এসব নিয়ে স্বপ্ন দেখা কি বারন? 

জাস্ট কিছুদিন আগে নির্বাচনে জিতেছেন টলি-সুন্দরী নুসরত জাহান, আর তার কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁর বিয়ের খবর। কলকাতার প্রখ্যাত ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে নুসরতের আলাপ একটা বিজ্ঞাপনের শ্যুটিং করতে গিয়ে, তারপর প্রেম এবং বিয়ে। কিন্তু মাঝে নুসরতের রাজনীতিতে প্রবেশ, নির্বাচন নিয়ে প্রচার, নির্বাচনে জিতে সাংসদ পদ লাভ – এসবের মধ্যে তাঁর বিয়ের খবরটা ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে যাই হোক, ভালয় ভালয় বিয়েটা সেরে ফেলেছেন নুসরত-নিখিল। সহকর্মীদের মধ্যে ইস্তানবুলে কেউই যাননি একমাত্র প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বাদে। 

লাল রঙের উজ্জ্বল লেহঙ্গা-চোলিতে নববধূ নুসরতকে ভারী সুন্দর দেখাচ্ছিল। প্রথমে শোনা গিয়েছিল যে, নুসরত নাকি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লেহঙ্গা পরেই বিয়েটা করবেন! তা নিয়েও প্রশ্ন তুলেছিল নিন্দুকে, যাঁর হবু স্বামীর বিখ্যাত পোশাক ব্র্যান্ড ‘রঙ্গোলি’ আছে, তিনি কেন অন্য ডিজাইনারের লেহঙ্গা পরতে যাবেন! শেষ পর্যন্ত দেখা গেল, রঙ্গোলির টুকটুকে লাল লেহঙ্গাই পরলেন নুসরত, যা তাঁর শাশুড়িমা তাঁর জন্য পছন্দ করেছিলেন! আর সুন্দরী নায়িকা ও সাংসদের সঙ্গে দিব্যি পাল্লা দিলেন ব্যবসায়ী নিখিল জৈনও। মাথায় পাগড়ি আর সাদা গোলাপির মিশ্রণে তৈরি শেরওয়ানিতে নতুন বরও সকলের দৃষ্টি আকর্ষণ করছিলেন। বোদরুমের সিক্সথ সেন্স কাপালাঙ্কায়া হোটেল থেকে এই বিয়ের ছবি নতুন বউ নুসরত নিজেই পোস্ট করেছেন তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন “হ্যাপিলি এভার আফটার!”

ADVERTISEMENT

তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক আইবুড়ো ভাতের অনুষ্ঠানের দিন থেকে গায়ে-হলুদ, মেহন্দি, সঙ্গীত এবং বিয়ের কিছু ছবি, ঠিক যেমন আমাদের সবার থাকে বিয়ের অ্যালবম, ঠিক তেমনই! 

বাগদানের প্রথম ছবি

ইনস্টাগ্রাম

আইবুড়োভাতে প্রিয় বন্ধু মিমির বাড়িতে ভুড়িভোজ

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

বিয়ের জন্য তুরস্কে পাড়ি দিলেন নুসরত-নিখিল

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

তুরস্কে পৌছলেন নুসরত

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

গায়ে হলুদ

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

গায়ে হলুদের পর বাবাকে জরিয়ে কেঁদে ফেললেন নুসরত

ইনস্টাগ্রাম

তুরস্কে ওয়েডিং অ্যাফেয়ার

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

নিখিল জৈনও কিন্তু ফ্যাশনে কম যাননা

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

মেহেন্দির অনুষ্ঠান

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

যদিদং হৃদয়ং তব…

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

বধূবেশে নুসরত

ইনস্টাগ্রাম

চোখে চোখেই কথা সারছেন দু’জনে

ADVERTISEMENT

ইনস্টাগ্রাম

তবে পুরো বিষয়টা মধুরেণ সমাপয়েৎ হয়েও হল না। কারণ, নুসরত এবং মিমি দুজনেই এখন দেশের বাইরে। কলকাতায় ডাক্তার বনাম রোগীর যখন ধুন্ধুমার লড়াই চলছে, যখন এই শহরে রাতে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হচ্ছে প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স ঊষসী সেনগুপ্তকে, তাঁরা তখন বিদেশে বিয়ে নিতে মেতে আছেন! এই নিয়ে ট্রোলডও হতে হয়েছে তাঁদের। অনেকেই প্রশ্ন করেছেন যে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অশান্ত পরিবেশ সম্পর্কে তাঁরা আদৌ কিছু জানেন কিনা? কেউ কেউ প্রশ্ন করেছেন, যাঁরা সাংসদ হওয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানেই থাকার প্রয়োজন মনে করেন না তাঁরা দেশের দায়িত্ব কী করে নেবেন? তবে জবাব দেননি কেউই। 

ছবি সৌজন্যে – ইনস্টাগ্রাম

এবার দেখে নিন এই রূপকথার বিয়ের কিছু ভিডিয়ো…

ADVERTISEMENT

 

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

21 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT