পারফিউম লাগাতে কে না ভালোবাসে? আর সুন্দর গন্ধই বা কার না ভালো লাগে! রোজ রোজ আলাদা আলাদা মনমাতানো গন্ধ – কি দারুন ব্যাপার না? কিন্তু প্রতিদিন দামি পারফিউম লাগানোটাও মুশকিল. কারণ এতো দামি পারফিউম কিনতে থাকলে বাড়ির অন্যান্য খরচ চালানো সম্ভব হবে না. তাহলে উপায়? এরকম যদি হতো, যে আপনার কাছে রোজকার ব্যবহারের জন্য এমন কিছু পারফিউম থাকতো যেগুলোর কোয়ালিটি ভালো এবং দামিও না, কি ভালোই না হতো তাহলে না? আমরা আছি তো সে হদিশ দেওয়ার জন্য! আজকে এমন কিছু মহিলাদের পারফিউমের কথা বলবো, যেগুলো ভালো কোয়ালিটির, সুগন্ধে ভরপুর আর সেই সাথে আপনার পকেটেও টান পড়তে দেবেনা. ১০০০ টাকার নিচে পাওয়া যায়, এরকম কয়েকটা পারফিউমের হদিশ এখানে দেওয়া হলো.
প্লেবয়ের এই পারফিউমের মনমাতানো সুগন্ধ আপনাকে সারাদিন তরতাজা রাখে আর আপনার ত্বকেরও কোনোরকম ক্ষতি করে না.
দাম – ৬৯৫ টাকা. (ডিসকাউন্ট দিয়ে ৫৯০ টাকা) এখান থেকে কিনুন
অফিস হোক বা কলেজ, রোজকার ব্যবহারের জন্য রেভলনের এই পারফিউম একদম পারফেক্ট. ফুলের গন্ধজুকত এই পারফিউম আপনাকে ভিড় থেকে আলাদা রাখে.
দাম – ১২০০ টাকা. (ডিসকাউন্ট দিয়ে ৭৯৯ টাকা) এখান থেকে কিনুন
কস্তূরী আর ভ্যানিলার গন্ধে ভরপুর এই পারফিউম আপনাকে সারাদিন তরতাজা রাখবে. সকালে বাড়ি থেকে বেরোনোর আগে কালার মি পিঙ্কের এই পারফিউম লাগান আর সারাদিন এক মনমাতানো ফ্রেসনেস অনুভব করুন.
দাম – ৯৯৯ টাকা. (ডিসকাউন্ট দিয়ে ৫০৯ টাকা) এখান থেকে কিনুন
ইয়ার্ডলে লন্ডন একটি স্বনামধন্য ব্র্যান্ড. আর এই ব্রান্ডের পারফিউম যদি আপনার বাজেটের মধ্যে পেয়ে যান তাহলে তো কথাই নেই, তাই না? ল্যাভেন্ডারের সুগন্ধযুক্ত এই পারফিউমের একটা আলাদাই আবেদন আছে. ল্যাভেন্ডারের হালকা গন্ধ আপনার মনে সারাদিন একটা প্রশান্তির অনুভূতি জাগিয়ে তোলে.
দাম – ৮৪৯ টাকা. (ডিসকাউন্ট দিয়ে ৬৩০ টাকা) এখান থেকে কিনুন
কোনো পার্টিতে যাবার আগে ব্যাস একবার এই পারফিউম লাগান আর তারপর দেখুন এর জাদু! এর গোলাপ আর জুঁই ফুলের সুগন্ধ আপনার পাশ থেকে কাউকে সরতেই দেবেনা. এটা আপনার জন্য একদম পারফেক্ট আর ডিসকাউন্টের পর তো আপনার বাজেটেও এসে যাবে.
দাম – ১২৯৯ টাকা. (ডিসকাউন্ট দিয়ে ৮৫২ টাকা) এখান থেকে কিনুন