IN PICS: প্যারিস ভ্রমণে ব্যস্ত নিক-প্রিয়ঙ্কা, দেখে নিন এই দম্পতির কিছু মিষ্টি ছবি!
মিস্টার অ্যান্ড মিসেস জোনাস জানেন ‘কাপল গোল’ কাকে বলে!
বুঝলেন না? আরে বাবা আমাদের ‘দেসি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) আর বিদেশি বাবু নিক জোনাসের (Nick Jonas) কথা বলছি। শুধুমাত্র বয়সের তফাৎ রয়েছে বলে তাঁদের বিয়ে নিয়ে কত্ত কথা! কেন বাবা, বয়সের বিস্তর ফারাকে বিয়ে যেন এর আগে কারও আর হয়নি! আগেকার দিনে তো ছোট্ট ছোট্ট মেয়েগুলোর সঙ্গে বুড়োদের বিয়ে হত, আর সেটাও আবার এই বঙ্গদেশেই! আচ্ছা আপনি বলবেন সে প্রথা তো কবেই বন্ধ হয়ে গিয়েছে কিন্তু খোদ বলিউডেই তো আবার স্বামি-স্ত্রীর বয়সের মধ্যে বিস্তর ফারাক রয়েছে এমন উদাহরণ ভুড়ি ভুড়ি পাওয়া যাবে। কিন্তু না কথা তো বলতে হবেই নিক-প্রিয়ঙ্কাকে নিয়েই কারণ এখানে যে ছেলের থেকে মেয়ে বয়সে বড়!
আরে বাবা আপনিও ওঁদের নিন্দে করলেন আর ওঁরাও তা নিয়ে ভাবতে বসে গেলেন – উঁহু! সেটি হচ্ছে না। উল্টে দেখুন নিন্দুকের মুখে ছাই দিয়ে কী সুন্দর ঘুরতে চলে গেছেন এই পাওয়ার কাপল। তাও আবার প্যারিসে আর পরিবারের সঙ্গেই! আমাদের ‘দেসি গার্ল’-এর দেসি সংস্কার দেখেছেন?
আপনি বরং ছবি দেখুন আর… থাক বাকিটা আর বললাম না
যদি একটু চুমু-টুমু (kiss) খানই তাতে দোষ কী বাবা? নিজেরই তো বর! আর চুমু (kiss) খাওয়াটা তো আর কোনও অপরাধ নয়
ভালবেসে ঠোঁটে ঠোঁট রেখেছেন, এঁকে দিয়েছেন স্নেহের চুম্বন (kiss)
ক্যাসুয়াল লুকে প্রিয়ঙ্কা চোপড়াকে ভালই লাগছে দেখতে। তিনি তো আর কোনও শ্যুট করতে যাননি, গেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে।
পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজেই রয়েছেন নিক এবং প্রিয়ঙ্কা
বোটপার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত
দাদা-বৌদির রাস্তাতেই হাঁটছেন জো জোনাস এবং তার বাগদত্তাও
নিক কিন্তু যাই করুন না কেন। খেয়াল করে দেখবেন সব সময়ে বৌয়ের হাত ধরে রাখেন। বৌকে বড্ড বেশি চোখে হারান আমাদের বিদেশি জামাই। এর আগেও কান ফিল্ম ফেস্টিভ্যালেও তার পত্নিপ্রেম দেখে সবার তাক লেগে গিয়েছিল। প্রিওঙ্কাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে ঝিরঝিরে বৃষ্টিতে যাতে প্রিয়ঙ্কা ভিজে না যান সেদিকে খেয়াল রেখেও বৌয়ের মাথায় ঠিক ছাতা ধরেছিলেন। বয়সে ছোট হলে কী হবে, দায়িত্ববোধে তিনি অনেকের থেকে অনেক বড়।
আপনিও দেখুন, কিছু শিখুন!
হাত যখন একবার ধরেছি, আর ছাড়ছি না – খুব সম্ভবত এই প্রতিজ্ঞাই করেছেন নিক। দেখুন ছবিগুলো। একটাতেও প্রিয়ঙ্কার হাত ছাড়েননি কিন্তু!
কীভাবে স্ত্রঈ-কে সবসময়ে আগলে রাখতে হয়, শিখুন। নিন্দুকের কথায় অবশ্য এটা ‘আদিখ্যেতা’, কিন্তু আসলে কিন্তু এটাই প্রেম। আর সবার সামনে যদি ভালবাসা প্রকাশ না-ই করতে পারলেন তাহলে আর কী ভালবাসলেন!
ভাই জো-কেও খুব সম্ভবত সেই উপদেশই দিচ্ছেন নিক জোনাস।
দেখুন কী সুন্দর দাদার উপদেশ মাথায় রেখে অক্ষরে অক্ষরে জো তা মান্য করছেন। বাগদত্তার হাত এবারে তিনিও বেশ কষে ধরেছেন।
শেষ পর্যন্ত একা পাওয়া গেল বিদেশি জামাইকে। কিন্তু তাও বেশিক্ষনের জন্য না। ওই যে বললাম বৌকে তিনি চোখে হারান!
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু