ADVERTISEMENT
home / নখের যত্ন নেওয়ার টিপস
আপনি কি নুড শেড পছন্দ করেন? তাহলে POPxo-এর মিন নেল কিটটি আপনার জন্য উপযুক্ত!

আপনি কি নুড শেড পছন্দ করেন? তাহলে POPxo-এর মিন নেল কিটটি আপনার জন্য উপযুক্ত!

আপনি যদি একদম প্রাকৃতিক বা নুড বিউটি লুকও চান, তাহলেও প্রতিটি নখে নেল পলিশ লাগানো (popxo makeup) নিজের প্রতি ভালবাসা ছাড়া আর কিছুই নয়। ক্লে-এর নিউট্রাল ও পিচি টোন খুবই সুন্দর। হালকা গোলাপি রঙও ভারতীয় স্কিন টোনে ভাল দেখায়। সুন্দর নেল পলিশ লাগালে আপনার লুকও মুহূর্তে বদলে যায়।

আপনি এখন ভাবছেন, নুড নেলপলিশের উপযুক্ত শেড কীভাবে বাছব। কোন নেল পলিশটি কেনা ঠিক হবে। তাহলে আপনি POPxo মেকআপ কালেকশনের দিকে নজর দিতে পারেন। POPxo মেকআপ কালেকশনের মিনি নেল কিট ট্রাই করতে পারেন। তারা নখের জন্য সঠিক নুড শেডের অফার দেয়। আই প্যালেট থেকে ফেস কিট, কিংবা লিপ কিট ও নেল কিট, POPxo মেকআপ (popxo makeup) কালেকশনে আপনি সব কিছুই পাবেন।

আমি আজ POPxo মেকআপ কালেকশনের মিনি নেল কিট-এর Chillin’ কিটটি বেছে নিয়েছি। আমার প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে এই নেল কিট।

এটি কী

পাঁচটি নুড শেডের একটি মিনি নেল কিট এটি। POPxo Makeup Collection Chillin’ Mini Nail Kit-এ আপনি উজ্জ্বল রঙও পাবেন। আবার নিউট্রাল শেডও পাবেন। প্রতিটি স্কিন টোনের সঙ্গেই খুব মানানসই হবে এই শেডগুলি।

ADVERTISEMENT

আমরা কেন এটি ভালোবাসি?

নন-টক্সিক এবং ক্রুয়েল্টি-ফ্রি। এই নেল পলিশ আপনার ত্বকের না নখের কোনও ক্ষতি করবে না। আপনার নখ দেখাবে সুন্দর। এর ফর্মুলা আপনার নখকে একটি হাই-গ্লস এফেক্ট দেবে। এই নেল পলিশ অনেক দিন পর্যন্ত নখে থাকবে। আর আপনি এটি পেয়ে যাচ্ছেন মাত্র ২৪৯ টাকায়। আপনি যদি কম দামে ভাল মানের নেল পলিশ পেতে চান, তবে অবশ্যই এটি বেছে নিন।

রেটিং

রং – ১০/১০

প্যাকেজিং – ৯/১০

ফর্মুলা – ১০/১০

ADVERTISEMENT

কীভাবে ব্যবহার করবেন (popxo makeup)

প্রথমে আপনার নখ কেটে নিন। শেপ করে নিন। তারপর এক কোট নেল পলিশ লাগিয়ে নিন। প্রথম কোট শুকিয়ে গেলে দ্বিতীয় কোট যোগ করুন। আপনি একটি কোটও দিতে পারেন। তাতেও আপনার নখ যথেষ্ট সুন্দর লাগবে। আপনি যদি জেল ম্যানিকিওরের মতো সুন্দর নখ চান, তবে প্রথমে একটি বেস কোট যোগ করুন নেল পলিশ লাগানোর আগে। তারপর নেল পলিশ লাগান।

এটি কেমন দেখতে?

একটি গোলাপি রঙের বাক্সে এই নেল পলিশগুলি আসে। বাক্সটিও মিষ্টি দেখতে এবং নেল পলিশগুলিও।

আর এক সেকেন্ডও অপেক্ষা করবেন না। MyGlamm-এর ওয়েবসাইটে গিয়ে আপনি লিপস্টিক কার্টে যোগ করুন।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!                

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

08 Oct 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT