ADVERTISEMENT
home / লাইফস্টাইল
আরও একবার তিলোত্তমার প্রেমে পড়তে চান নাকি? তা হলে এই উক্তিগুলি পড়ে দেখুন…

আরও একবার তিলোত্তমার প্রেমে পড়তে চান নাকি? তা হলে এই উক্তিগুলি পড়ে দেখুন…

কলকাতা শহরের প্রতিটি অলিতে-গলিতে লুকিয়ে নানা গল্প, নানা কবিতা, যে গল্পের খোঁজ একবার যাঁরা পয়েছেন, তাঁরা বারে বরে ছুটে এসেছেন এই শহরে। কেউ কেউ তো হাজার চোষ্টার পরেও কলকাতাকে ছেড়ে থাকতে পারেননি। তাই কলকাতাকে শুধুমাত্র একটা শহর বললে ভুল হবে। এটা একটা জলজ্যান্ত অনুভূতি, যা এই শহরের মাদকতাকে এখনও শেষ হয়ে যেতে দেয়নি। তবু কিছু নিন্দুকের মনে হয়, কলকাতা নাকি দিনে-দিনে ঝিমিয়ে পড়ছে! বয়স বাড়ছে শহরের। তাই নাকি কালে-কালে কেমন যেন নিষ্প্রভ হয়ে পড়ছে আমাদের তিলোত্তমা। আচ্ছা তাই যদি হয়, তা হলে সাংবাদিক বীর সাংভি থেকে ক্রিকেটার টার্নড সাংসদ গৌতম গম্ভীর, অভিনেত্রী বিদ্যা বালন থেকে সাহিত্যিক ভি এস নইপল, এঁরা কেন এখনও ভুলে উঠতে পারেনি আমাদের শহরকে? একথা ঠিক যে কলকাতার বুকে কলকারখানা নেই, নেই কোনও চাকরি। তাই আম জীবনে হতাশা অনেক। তবুও যে কলকাতার (Kolkata) আত্মা এখনও মরেনি, মরেনি শহরের সৌন্দর্য, তার প্রমাণ মেলে এই Quotes-এর দিকে নজর ফেরালেই। তাই তো বলি বন্ধু, তোমার-আমার শহরের বিরুদ্ধে ওঠা নানা হতাশার স্বরকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার প্রেমে পড়তে যদি আরও একবার মন চায়, তা হলে এই প্রতিবেদনে চোখ রাখতে ভুলবেন না!

প্রকৃত কলকাতার সন্ধান পাবেন এই Quotesগুলি পড়ামাত্র!

১. ১৯৬২ সালে প্রথমবার যখন কলকাতায় যাই, সেই তখন থেকেই শুনে আসছি এই শহর নাকি ধীরে ধীরে মরে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হল এখনও পর্যন্ত শহর কলকাতার মৃত্যু ঘটল না। বরং যেন দিনে দিনে আরও প্রাণচঞ্চল হয়ে উঠছে। ভি এস নইপল

২. সারা বিশ্বের মধ্যে কলকাতাই হল একমাত্র শহর, যেখানে অচেনা কোনও মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প চালিয়ে যাওয়া যায়…. তাহির শাহ

৩. কলকাতা শহরে যে একবার থেকেছে, সে এই শহর ছেড়ে চলে গেলেও কলকাতাকে কোনও দিন ভুলতে পেরেছে বলে তো মনে হয় না। কারণ, আমি কোনও দিন পারেনি। বিশেষ করে দূর্গা পুজোর সময় শহর কলকাতার মাদকতা প্রতিবারই আমাকে গ্রাস করে, যে অনুভূতি কোনও দিন আমি ভুলতে পারবো বলে মনে হয় না…. বীর সাংভি

ADVERTISEMENT

৪. কলকাতা যেন এক অন্য জগত। বিশেষ করে এই শহরের মানুষদের কোনও তুলনাই হয় না। পেনেলোপি ক্রুজ

৫. কলকাতা আমায় দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে। প্রাণ খুলে ভালবেসেছে, যে ভালবাসার প্রতিটি কণা আমি শুষে নিয়েছি। বিদ্যা বালন

৬. কলকাতা এতটাই সুন্দর যে যেখানেই ক্যামেরা বসিয়ে দাও না কেন, সুন্দর ছবি পেয়ে যাবে! প্রদীপ সরকার

৭. কোনও সময় যদি এই শহর ছেড়ে যেতেই হয়, তাহলে চাইবো হে শহর কলকাতা, তুমি এত জোরে আঘাত করো আমার ঠোঁটে, যাতে জীবনের শেষ পর্যন্ত তোমার ছোঁয়া আর গুটিকয়েক শব্দ থেকে যায় আমার সঙ্গে। প্রিতীশ নন্দী

ADVERTISEMENT

৮. দিল্লির লোকেরা জানে কীভাবে ‘পার্টি’ করতে হয়। কিন্তু খুশির উদযাপন কীভাবে করতে হয়, তা কলকাতাবাসীদের থেকে ভাল কেউ জানে না। গৌতম গম্ভীর

৯. পরিষ্কার-পরিচ্ছন্ন শহরে থাকতে মন চাইলে দিল্লি চলে যাও। আর যদি চাও ধনী লোকেদের মাঝে থাকতে, তাহলে মুম্বাইয়ের থেকে সেরা জায়গা আর কিছুই হয় না। তবে কোনও সময় যদি এমন শহরে থাকতে মন চায়, যে শহরের সঙ্গে সেখানকার লোকেদের আত্মার টান রয়েছে, তাহলে কলকাতায় চলে আসতে দেরি করো না যেন! বীর সাংভি

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

ADVERTISEMENT
12 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT