আজি হতে শতবর্ষ পরে
Table of Contents
- রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কিছু ভালোবাসার উক্তি (Rabindranath Tagore Love Quotes In Bengali)
- ১০টি সেরা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)
- বন্ধুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Friendship)
- দেশ-কাল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Bangla Bani of Rabindranath Tagore)
- জীবনদর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Life)
- সামাজিক বিষয়ে সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বানী (Rabindranath Tagore Thoughts on Society)
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি
কৌতূহলভরে—
বলা যেতে পারে তিনি ছিলেন দূরদর্শী, তা না হলে এমন কবিতা কি কেউ লিখতে পারেন? তাও এমন অবলীলায়! আসলে বলা হয় যে তিনি ছিলেন একজন অসম্ভব দূরদর্শী মানুষ। ২৫শে বৈশাখ এই মানুষটির জন্মদিনে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা রবীন্দ্রভক্তরা মেতে উঠি তাঁকে শ্রদ্ধা জানাতে। আমরাও বাদ যাইনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে রইল তারই বলে যাওয়া সেরার সেরা উক্তির সংকলন (Rabindranath Tagore Quotes In Bengali) যেখানে ভালবাসার উক্তি থেকে শুরু করে বন্ধুত্ব নিয়ে উক্তি, দেশ-কাল ও অন্যান্য বিষয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের বানী রয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা কিছু ভালোবাসার উক্তি (Rabindranath Tagore Love Quotes In Bengali)
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি নিয়ে কথা বলতে গেলে সারা দিন কেটে যাবে, তার চেয়ে বরং সেরা ২০টি ভালবাসার উক্তি পড়ে নিন –
১| আজকাল সবাই যেটাকে ভালবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যামো – হঠাৎ চিড়িক মেরে আসে, তারপর ছেড়ে যেতেও তোর সয় না
২| অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। এবার হৃদয়মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না
৩| ক্ষমাই যদি করতে না পার তবে তাকে ভালবাস কেন?
৪| প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না (Rabindranath Tagore Love Quotes In Bengali)।
৫| আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায় – একটি হচ্ছে জ্যান, অন্যটি হচ্ছে প্রেম
৬| পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই, প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময়ে অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়।
৭| প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন (রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি)।
৮| ভালবাসা কথাটা বিবাহ কথার চেয়ে অধিক বেশি জ্যান্ত।
৯| আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি। এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি (Rabindranath Thakur Bani)। বছরের পর বছর, সর্বদা, সব সময়ে।
১০| তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা; কেমন করে কাটে আমার এমন বাদলবেলা
১১| সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ।
১২| ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য জা জেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।
১৩| তবু মনে রেখো। যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেমজালে।
১৪| পৃথিবীর সবচেয়ে বড় দুরত্ব কোনটি জানো? না (Rabindranath Tagore Love Quotes In Bengali), জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সচেয়ে বড় দুরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।
১৫| ভাবছি তোমাকে পাওয়া হয়ে গেলে কি হত। হয়ত তোমাকে দেখতে দেখতে মনটা ভরে যেত, নীল শাড়িতে একটি নীল পরী আমার চারপাশে ঘুর ঘুর করত, বুকের ভেতর তুমিহীনতার টনটন ব্যাথাটা আর থাকত না।
১৬| সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কামরিচের মতো (রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবাসার উক্তি)।
১৭| কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও। মনের মতো কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে? সে তো রয়েছে মনে।
১৮| লোকে ভুলে যায়, দাম্পত্যটা একটা আর্ট (Rabindranath Tagore Love Quotes In Bengali), প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।
১৯| ভালোবাসা হল একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হল একটি চিরন্তন সত্য জা জেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।
২০| বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়, তব প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয়।
আরও পড়ুনঃ বিখ্যাত বাংলা প্রেমের উপন্যাস
১০টি সেরা রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)
১| কেবলমাত্র সামনে দাঁড়িয়ে থাকলে বা জলের দিকে তাকিয়ে থাকলে সমুদ্র পার হওয়া সম্ভব নয় (Rabindranath Thakur Bani)।
২| মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
৩| মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)…মানুষের এক জন্ম আপনাকে নিয়ে আর এক জন্ম সকলকে নিয়ে।
৪| সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)।
৫| অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না।
৬| যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।
৭| সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন (রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি)।
৮| পৃথিবীতে সকলের চেয়ে বড় জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যে পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য চুকাইতে হয় না বলিয়াই জিনিসটা যে কত বড় তাজা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারিনা।
৯| ভুল করার সকল দরজা যদি বন্ধ করে দাও, তা হলে ঠিক করার রাস্তাও বন্ধ হয়ে যায় (Famous Quotes of Rabindranath Tagore In Bengali)।
১০| নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
বন্ধুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Friendship)
রবীন্দ্রনাথ ঠাকুরের বানী নিয়ে কথা বলতে গেলে সারা দিন কেটে যাবে, তার চেয়ে বরং সেরা ১০টি বন্ধুত্ব নিয়ে উক্তি (Rabindranath Tagore Quotes on Friendship) পড়ে নিন –
১| গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ
২| আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই
৩| মানুষ পণ করে, পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিবার জন্য
৪| কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে, সে তো আজকে নয় সে আজকে নয় (রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু নিয়ে উক্তি)। ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে— সে তো আজকে নয় সে আজকে নয় (Bangla Quotes Of Rabindranath Tagore)।
৫| শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ো
৬| মোর জীবনের গোপন বিজন ঘরে, একেলা রয়েছ নীরব শয়ন ‘পরে; প্রিয়তম হে, জাগো জাগো জাগো
৭| ধীরে বন্ধু, ধীরে ধীরে চলো তোমার বিজনমন্দিরে। জানি নে পথ, নাই যে আলো, ভিতর-বাহির কালোয় কালো; তোমার চরণশব্দ বরণ করেছি আজ এই অরণ্যগভীরে
৮| আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি (রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু নিয়ে উক্তি)। বাহিরপানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাইনি…
৯| আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব (Rabindranath Tagore Quotes In Bengali)।
১০| ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে…
দেশ-কাল সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Bangla Bani of Rabindranath Tagore)
১| নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,/ ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।/ নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;/ কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
২| ধর্মের বেশে মোহ যারে এসে ধরে/ অন্ধ সে জন মারে আর শুধু মরে।
৩| কাঁচা আমের রসটা অম্লরস— কাঁচা সমালোচনাও গালিগালাজ। অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া উঠে।
৪| প্রত্যেক দেশের যুবকদের উপর ভার রয়েছে সংসারের সত্যকে নূতন করে যাচাই করে নেওয়া, সংসারকে নূতন পথে বহন করে নিয়ে যাওয়া, অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। প্রবীণ ও বিজ্ঞ যাঁরা তাঁরা সত্যের নিত্যনবীন বিকাশের অনুকূলতা করতে ভয় পান, কিন্তু যুবকদের প্রতি ভার আছে তারা সত্যকে পরখ করে নেবে।
৫| এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি – রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
৬| এসেছি আমি, আমি সেথাকার, দরিদ্র সন্তান আমি দীন ধরণীর। জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখভার বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে, হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী (Bangla Quotes Of Rabindranath Tagore)। সকলের মুখে অন্ন চাহিস জোগাতে, পারিস নে কত বার — ‘কই অন্ন কই ‘ কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ। জানি মা গো , তোর হাতে অসম্পূর্ণ সুখ
৭| ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা
৮| বল বল বল সবে, শত বীণা-বেনু রবে; ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে
৯| হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসংগত তার একটা জবাব না দিই তবে, মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া।
১০| অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়।
জীবনদর্শন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি (Rabindranath Tagore Quotes on Life)
১| কৃতকার্য হবার মতো শিক্ষা যাদের নেই, যারা কেবলমাত্র দৈবক্রমেই কৃতকার্য হয়ে ওঠে, তাদের সেই কৃতকার্যতাটা একটা বিষম বালাই।
২| বিদ্যা যে দেবে এবং বিদ্যা যে নেবে তাদের উভয়ের মাঝখানে যে সেতু সেই সেতুটি হচ্ছে ভক্তিস্নেহের সম্বন্ধ (Rabindranath Tagore Quotes on Life)। সেই আত্মীয়তার সম্বন্ধ না থেকে যদি কেবল শুষ্ক কর্তব্য বা ব্যবসায়ের সম্বন্ধই থাকে তা হলে যারা পায় তারা হতভাগ্য, যারা দেয় তারাও হতভাগ্য।
৩| সুশিক্ষার লক্ষণ এই যে, তাহা মানুষকে অভিভূত করে না, তাহা মানুষকে মুক্তিদান করে (রবীন্দ্রনাথ ঠাকুরের বানী)।
৪| যে শিক্ষা স্বজাতির নানা লোকের নানা চেষ্টার দ্বারা নানা ভাবে চালিত হইতেছে তাহাকেই জাতীয় বলিতে পারি। স্বজাতীয়ের শাসনেই হউক আর বিজাতীয়ের শাসনে হউক, যখন কোনো একটা বিশেষ শিক্ষাবিধি সমস্ত দেশকে একটা কোনো ধ্রুব আদর্শে বাঁধিয়া ফেলিতে চায় (Bangla Bani of Rabindranath) তখন তাহা জাতীয় বলিতে পারি না—তাহা সাম্প্রদায়িক, অতএব জাতির পক্ষে তাহা সাংঘাতিক।
৫| শিশুবয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ংকর ভার আর কিছুই নাই; তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি।
আরও পড়ুনঃ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসের তালিকা
সামাজিক বিষয়ে সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বানী (Rabindranath Tagore Thoughts on Society)
১| তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য।
২| যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করে না (Rabindranath Tagore Thoughts)।
৩| স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয়, যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে (Bangla Bani of Rabindranath)।
৪| সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,/ রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
৫| দেশ কেবল ভৌগলিক নয়, দেশ মানসিক।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
Image Source: Instagram
২০২০ শুরু করুন আমাদের দারুণ দারুণ প্ল্যানার আর স্টেটমেন্ট সোয়েটশার্ট দিয়ে। এগুলো সবকটাই আপনারই মতো একশ শতাংশ মজার এবং অসাধারণ! ওহ হ্যাঁ, শুধুমাত্র আপনার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থাও। দেরি কিসের আর, এখনই POPxo.com/shop থেকে কেনাকাটা সেরে ফেলুন আর নিজেকে আরেকটু পপ আপ করে ফেলুন!