ADVERTISEMENT
home / ফ্যাশন
এই বর্ষায় নিজেকে রঙিন ভাবে সাজিয়ে তুলুন

এই বর্ষায় নিজেকে রঙিন ভাবে সাজিয়ে তুলুন

আবহাওয়া দফতর বলছে এবার বর্ষা ঢুকছে তাড়াতাড়ি। মাঝে মাঝে কালো হয়ে আসা আকাশ, হালকা বৃষ্টি আমাদের সেই ইঙ্গিতই দিচ্ছে যদিও। বর্ষাকাল অনেকের প্রিয় ঋতু। তাই এই বর্ষায় কেমন হবে আপনার লুক এক ঝলক দেখে নেওয়া যাক (rainy season fashion tips)

বৃষ্টি ফ্রেন্ডলি পোশাক

বর্ষা মানে কখন কোথায় বৃষ্টি শুরু হয়ে যাবে বুঝতে পারবেন না। তাই এমন পোশাক বাছুন যা ঝট করে শুকিয়ে যাবে। যেমন শিফন, জর্জেট বা রেয়নের পোশাক

পোশাকের রং

বর্ষার রং হয় সবসময় উজ্জ্বল। বর্ষার সাথে নীল রঙের একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক আছে। চেষ্টা করুন বিভিন্ন শেডের নীল, কমলা, হলুদ ইত্যাদি রঙের পোশাক পরতে। এই সময় ডেনিমও দারুণ অপশন। তাড়াতাড়ি শুকিয়েও যায় আবার দেখতেও কুল লাগে। তবে সাদা রং পরার রিস্ক নেবেন না (rainy season fashion tips)

ডিজাইনার ছাতা

বর্ষাকাল মানে ছাতা মাস্ট। আর ছাতা বললেই সেই ‘দাদুর ছাতা’ মনে আসে। কিন্তু এখন ছাতাও অ্যাকসেসরিজের মধ্যে পড়ে তাই প্রচুর ডিজাইনার ছাতা মার্কেটে পাওয়া যায়। উজ্জ্বল রং, দারুণ ডিজাইনের ছাতা বেছে নিন আপনার জন্য

ADVERTISEMENT

জুতো

হিল ঢুকিয়ে ফেলুন বক্সের মধ্যে। বর্ষাকাল কাটলে আবার বের করবেন। ফিতে দেওয়া জুতোও অ্যাভয়েড করে চলুন। বেস্ট হয় যদি রবারের ফ্লিপ জুতো পরতে পারেন। (rainy season fashion tips)

বর্ষায় চুলের স্টাইল

বৃষ্টি পড়ছে বলে তো আর মানুষ ঘরে বসে থাকবে না তাকে বেরোতে হবে। বিয়ের সিজনও থাকে এই সময় তাই চুল নিয়ে বর্ষাকালে কি স্টাইল করা যায় বুঝে ওঠা যায় না। বর্ষাকালে চুল খোলার কথা ভুলেও ভাববেন না। সবথেকে ভাল হয় যদি চুল ছোট করে কেটে ফেলেন। না হলে বিভিন্ন খোঁপা বা টপ নট স্টাইল ট্রাই করুন। ব্লো ড্রায়ার জাতীয় যন্ত্রপাতি ব্যবহার করা আর না করা একই ব্যাপার হয় কারণ বাইরে বেরোলে এমনিই হিউমিডিটির জন্য চুল নেতিয়ে যায়

বর্ষায় মেক আপ

বৃষ্টি মানে প্রেম। আর প্রেম মানে স্পেশাল মানুষের সাথে বেড়াতে যাওয়া। তাই সাজুগুজু খুবই ইম্পর্ট্যান্ট। বর্ষাকালের মেক আপ হল নো মেক আপ লুক। যত হালকা সাজবেন তত উজ্জ্বল দেখাবে আপনাকে। চোখে কাজল আর আই লাইনার শুধু আর কিচ্ছু নয়। লিপস্টিক খুব চড়া রঙের পরবেন না৷ পোশাক একদম রঙিন পরুন আর মেক আপ হালকা। যা মেক আপই ব্যবহার করভেন সব যেন ওয়াটার প্রুফ হয়। আর মিষ্টি গন্ধের পারফিউম কিন্তু মাস্ট

ADVERTISEMENT

ব্যাগ

ব্যাগ তো ক্যারি করতেই হবে। ফোন থেকে ল্যাপটপ সব কিছুর আলাদা কভার নেবেন৷ আর এক্সট্রা প্লাস্টিক যেটাতে ভিযে ছাতা রাখতে পারবেন। আর হ্যাঁ ব্যাগে ম্যান্ডেটরি জলের বোতল রাখবেন। বর্ষাকালে যেখানে সেখানে জল খাওয়া ঠিক নয়।

বর্ষা উপভোগ করুন৷ দারুণ ভাবে সেজে উঠুন এই বর্ষায়..

POPxo এখন চারটে ভাষায়!ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPx আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!o App

ADVERTISEMENT
17 May 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT