অনেক সময়ে আমাদের ত্বকে বেশ কিছু সমস্যা হয়। আমরা ভাবি না যে কেন হয়েছে। আমরা চিকিৎসকের পরামর্শ নিই। কিন্তু একবার ভেবে দেখি কি যে স্নানের তোয়ালে-তে কত পরিমাণ জীবাণু বাসা বেঁধে রয়েছে? নিয়মিত তোয়ালে না কাচলে কিংবা সময় মতো তোয়ালে না বদলালে নানা রকম সমস্যা হতে পারে। তাই এখন থেকেই অবশ্য়ই তোয়ালে পরিষ্কার রাখা নিয়ে সতর্ক হন (bath towel)।
স্নানের পর তোয়ালে দিয়ে যখন গা মোছেন, তখন আপনিও জানেন না। সেখানে অনেক ক্ষুদ্র জীবাণু রয়ে যায়। খালি চোখে তোয়ালে পরিষ্কার লাগলেও অনেক জীবাণু সেখানে ইতিমধ্যেই বাসা বেঁধেছে। তাই আপনার উচিত স্নানের তোয়ালে পরিষ্কার রাখা। আপনি যদি প্রতিদিন তোয়ালে কাচতে নাও পারেন, সেক্ষেত্রে আপনাকে তোয়ালে রোদে মেলে দিতে হবে। স্নান করে কখনও ভিজে তোয়ালে দলা পাকিয়ে রেখে দেবেন না। এতে জীবাণু আরও শক্তিশালী হবে যা আপনার ত্বকে সমস্যা করতে পারে। তাই প্রতি তিন দিন অন্তর অন্তত আপনাকে স্নানের তোয়ালে (bath towel) ধুয়ে কেচে দিতে হবে। আর তা যদি না হয়, আপনি যদি দিনে একাধিক বার স্নান করেন তবে তিন চার বার স্নান করার পরেই তোয়ালে কেচে (wash your bath towel)দিতে হবে। তোয়ালে নিয়মিত পরিষ্কার করা ও রোদে দেওয়া খুবই প্রয়োজন।
ত্বক ও চুল ভাল ভাবে ধুয়ে নেওয়ার পর যদি আমরা অপরিষ্কার তোয়ালে (bath towel) ব্যবহরা করি সেক্ষেত্রে স্নানের আর কি কোনও অর্থ রইল? ধুতে না পারলেও নিয়মিত রোদে দেবেন। যদি তোয়ালে ধুয়ে দিতে পারেন তবে খুবই ভাল হয়। হালকা গরম জলে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে তোয়ালে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে দিন। এতে তোয়ালেও পরিষ্কার থাকবে ও জীবাণুমুক্ত হবে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!