home / রিলেশনশিপ
অ্যারেঞ্জড ম্যারেজ করবেন? প্রথম সাক্ষাতে কীভাবে কনফিডেন্ট থাকবেন জেনে নিন in bengali

অ্যারেঞ্জড ম্যারেজ করবেন? প্রথম সাক্ষাতে কীভাবে কনফিডেন্ট থাকবেন জেনে নিন

বিয়ে ব্যাপারটাই গোলমেলে তো সম্বন্ধ করে বিয়েটা তো আরও জবরদস্ত! একটি পরিবার, যাঁদের আপনি চেনেন না, জানেন না, তাঁদের সামনে নিজেকে পেশ করাটা বেশ সমস্যার কিন্তু! তার উপর মেয়ে দেখতে এসে (rishta meeting tips for arranged marriage) তো কেউ আর আসল চরিত্র প্রকাশ করে না, পাছে সম্বন্ধের বাজারে ছেলের বাড়ির দর কমে যায়! তাই তো সিংহভাগই মুখোশের আড়ালে থাকতেই পছন্দে করেন। এই কারণেই তো অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে সামলে পা ফেলাটা যেমন বুদ্ধিমানের কাজ, তেমনই ছেলের সামনে তো বটেই, এমনকী তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়ও নিজের মতামত সোজাসাপটা ভাবে বলে ফেলতে ভয় পাবেন না যেন! সেই সঙ্গে মাথায় রাখতে হবে আরও কতগুলি বিষয়, যে সম্পর্কে বাকি প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল।

সোজা কথাটা সোজা ভাবেই বলুন

বিয়ের সম্বন্ধ করতে গিয়ে কোনও বিষয় গোপন করবেন না

প্রথম মিটিং-এ তো বটেই, পাত্র যেদিন দেখতে আসবেন, সেদিনও রান্নাবান্না থেকে শুরু করে পোশাকআসাক, নানা বিষয়ে হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে আপনাকে। কিন্তু কোনও ক্ষেত্রেই মিথ্যা বলা চলবে না। বরং ঠান্ডা মাথায় মনের কথা খোলাখুলি বলে ফেলুন। বিশেষ করে আপনার পছন্দের খাবার এবং পোশাক নিয়ে আগে থাকতেই কথা বলে নেওয়াটা একান্ত প্রয়োজন। কারণ, প্রতিটি পরিবারেরই রান্না ধাঁচ আলাদা। কেউ ঝাল বেশি খান, তো কেউ মিষ্টি। উপরন্তু নতুন বউয়ের পোশাক নিয়েও ছেলের বাড়িতে কানাঘুষো কম হয় না। তাই তো এই সব ভুল বোঝাবুঝি এড়াতে প্রথম দিনেই বিড়ালের গলায় ঘন্টিটি বেঁধে দেওয়া উচিত। তাতে ছেলের বাড়ির মানসিকতা সম্পর্কে আঁচ করতে যেমন সময় লাগবে না, তেমনই ছেলেটির চরিত্র সম্পর্কেও জেনে-বুঝে নিতে পারবেন। ফলে গ্রিন সিগনাল দেবেন, না রেড, সে নিয়ে সিদ্ধান্ত নিতে দেখবেন আর কোনও সমস্যাই হবে না।

ADVERTISEMENT

আপনিও প্রশ্ন করুন

ছেলের চাকরি হোক কী, শ্বশুরের পেনশন, কোনও কিছু নিয়ে মনে প্রশ্ন জাগলে, তা খোলাখুলি বলে ফেলতে দ্বিধা করবেন না যেন! ভুলে যাবেন না জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত (rishta meeting tips for arranged marriage) নিতে চলেছেন আপনি। তাই এই নিয়ে মনে কোনও ধোঁয়াশা থাকা ঠিক নয়।

রান্না করতে না পারলেও ক্ষতি নেই

ছেলের বউ রান্না করতে পারে না! এমন খোঁটা শুনলে বেশিরভাগ শাশুড়ি মায়েরই কিন্তু কান গরম হয়ে যায়। তাই রান্না না জানলে সেকথা প্রথম সাক্ষাতেই বলে ফেলা উচিত। তাতে বিয়ের পরে শাশুড়ি-বউয়ে তর্কযুদ্ধ বাঁধার আশঙ্কা একটু কমবে! উপরন্তু আপনার শাশুড়ি ঝগড়াটে, নাকি শান্ত স্বাভাবের, তাও বুঝে যাবেন! তাই তো বলি, চা-সিঙাড়ার পর্ব শেষ হওয়ার আগেই মুখ ফসকে রান্না না জানার কথাটা বলে ফেলতে ভুলবেন না যেন। দেখবেন, এর পরে শাশুড়ি মায়ের স্বভাব সম্পর্কে আপনার মনে আর কোনও প্রশ্ন থাকবে না।

পাত্রকেও কথা বলার সুযোগ দেবেন

আপনার মনের কথা খুলে বলুন, তাতে ক্ষতি নেই! সেই সঙ্গে ছেলেটিকেও খোলাখুলি কথা বলার সুযোগ করে দিন। তাতে একে অপরকে আরও ভাল ভাবে চেনার (rishta meeting tips for arranged marriage) সুযোগ পাবেন। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা আর থাকবে না।

https://bangla.popxo.com/article/are-you-getting-silent-treatment-from-your-partner-in-bengali

মূল ছবি – ঘরে অ্যান্ড বাইরে

ADVERTISEMENT

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

28 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
good points logo

good points text