কেউ যদি কখনও এই প্রবাদবাক্য বলে থাকে যে কুর্তি পরার কোনও সিজন হয় না, তা হলে বলতে বাধ্য হচ্ছি যে, তাঁর মতো বুদ্ধিমান মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। যে-কোনও সময়, যে-কোনও অনুষ্ঠানে কুর্তি পরা যায়, এটা দামেও সস্তা। তবে একটা ছোট্ট সমস্যা আছে। কাকে যে কোন কুর্তিটা পরলে বেশি ভাল লাগে, সেটা একটু বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। আপনার ইচ্ছে হলে আপনি যে-কোনও কুর্তি পরতে পারেন। তবে যেটা পরলে আপনাকে সেরা লাগবে আর যে কুর্তি আপনার উপর ময়ূরের পেখমের মতো খুলবে, সেটাই তো বেছে নেওয়া উচিত, তাই না? আমরা আপনাদের গাইড করছি যাতে আপনি নিজের বডি (body) শেপ (shapes) অনুযায়ী সঠিক কুর্তি (kurti) বেছে (select) নিতে পারেন।
আপনি বেছে নিন ডায়গনাল স্ট্রাইপ এবং অ্যানিম্যাল প্রিন্টের কুর্তি। আপনার বডি শেপ অনুযায়ী কুর্তি হবে এ-লাইন। যাতে আপনার চেহারার মধ্যে সামঞ্জস্য আসে।
যেটা করবেন না: হাই নেক কুর্তি কিনবেন না।
যেটা করবেন: ডিপ ভি নেক কুর্তি কিনবেন।
আমাদের পছন্দ: ব্ল্যাক ও বেজ অ্যানিম্যাল প্রিন্ট কুর্তি
যেহেতু আপনার কোমর ও নিতম্ব ভারী, তাই কোমর থেকে ঘের দেওয়া কুর্তি আপনার জন্য সেরা হবে। যে কুর্তির বেস কালার একরঙা এবং উপরে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করা কুর্তি আপনাকে ভাল মানাবে।
যেটা করবেন: কলার দেওয়া কুর্তি আপনাকে ভাল মানাবে। ভাল লাগবে বোট নেকও।
যেটা করবেন না: কোমরের কাছে টাইট, এরকম কুর্তি কিনবেন না।
আমাদের পছন্দ: গ্রে অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট কুর্তি
এই জাতীয় বডি শেপ হলে সেখানে কোনও কার্ভ থাকে না। তাই আপনি কটন, ব্রোকেড, টিস্যু আর অরগ্যাঞ্জা জাতীয় ফ্যাব্রিক বেছে নিন। এগুলো আপনার বডিকে কার্ভি দেখাবে। যদি আপনার অ্যাথলেটিক বডি শেপ হয়, কিন্তু উচ্চতা কম হয়, তা হলে ছোট ছোট প্রিন্টের ভি নেক বা বোট নেক কুর্তি বেছে নিন।
যেটা করবেন: ডিপ নেক কুর্তি বেছে নিন।
যেটা করবেন না: খুব টাইট বা লুজ কিছু পরবেন না।
আমাদের পছন্দ: লাল রঙের ভি নেক লং কুর্তি
এটা হল আদর্শ বডি শেপ। আপনি যে-কোনও কুর্তি পরুন, তবে পালাজো দিয়ে পরুন। কারণ, এই জাতীয় বডি শেপে কোমর খুব সরু হয়। যে-কোনও প্রিন্টের কুর্তি আপনাকে ভাল লাগবে।
যেটা করবেন: ডিপ নেক কুর্তি পরুন।
যেটা করবেন না: ঢিলেঢালা কুর্তি পরবেন না।
আমাদের পছন্দ: ডিজিটাল প্রিন্ট কুর্তি পালাজোসহ
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Main Images courtsey: fabistafashion.com, faridagupta.com, theloom.in
আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার এই বছরটা POPup করে ফেলুন!