ADVERTISEMENT
home / বিনোদন
শ্বেতার মেয়ে পলক এবার মুখ খুললেন, নিজেই জানালেন সৎ বাবা অভিনব ঠিক কী করতেন তাঁর সঙ্গে

শ্বেতার মেয়ে পলক এবার মুখ খুললেন, নিজেই জানালেন সৎ বাবা অভিনব ঠিক কী করতেন তাঁর সঙ্গে

শ্বেতা তিওয়ারি যখন বর্তমান স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে অভিযোগ এনে থানায় গেলেন আর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিনবকে পুলিশি হেফাজতে রাখল, তখনই বোঝা গিয়েছিল, কাদা ছোড়াছুড়িটা এবার শুরু হল বলে! আর যথারীতি তাই! গতকাল অভিনবকে আদালতে তোলে পুলিশ। যদিও তিনি বেল পেয়ে গিয়েছেন, কিন্তু তারপর থেকেই অভিনবর আত্মীয়স্বজনেরা এবং বন্ধুবান্ধবরা শ্বেতার বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আবার অন্যদিকে শ্বেতার হয়ে মাঠে নেমেছেন তাঁর দিকের লোকজনেরা। এমনকী, শ্বেতার মেয়ে পলক (Palak), যাঁকে নিয়ে এত কাণ্ডকারখানা, তিনিও কাল রাতে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় (social media) পোস্ট করেছেন তাঁর সৎ বাবাকে নিয়ে! ঘোলা জলে শ্বেতার (Shweta) প্রাক্তন স্বামী রাজা চৌধুরীও নেমে পড়লেন বলে! তিনি মাঝে-সাঝেই চিঁ-চিঁ করেন বটে শ্বেতা ভারী চালাক মহিলা বলে, কিন্তু বাজারে রাজার এত বদনাম যে, সেই চিৎকারে এখনও কেউ পাত্তা দেয়নি! তবে অভিনবও যদি তাঁর সঙ্গে জুড়ে যান, তা হলে ভবিষ্যতে কী হবে, কিচ্ছুটি বলা যায় না!

এবার দেখা যাক, বাজারে কী-কী রটছে! সবই রটনা, কারণ, পুরো ব্যাপারটাই তথ্যপ্রমাণসাপেক্ষ। হিন্দি সিনেমা-সিরিয়ালই আমাদের শিখিয়েছে সাবুদের জোর কতটা! তাই প্রমাণ ছাড়া আমরাও কিচ্ছুটি মানব না, শুধু হালহকিকত বলব মাত্র! ছেলে পুলিশি হেফাজত থেকে জামিনে ছাড়া পেতেই সবচেয়ে প্রথমে মুখ খুলেছেন অভিনবের মা। বউমা শ্বেতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পরিষ্কার বলেছেন, এসবই নাকি শ্বেতার চক্রান্ত! অভিনবের কেরিয়ার ঝিমিয়ে পড়েছে বলেই নাকি শ্বেতা এখন তাঁর কাছ থেকে নিজের পিছু ছাড়াতে চাইছেন। সেটা অভিনব নাকি একেবারেই চান না। আর তাই শ্বেতা এসব অভিযোগ এনে তাঁকে ফাঁসাতে চাইছেন যাতে ডিভোর্স পাওয়া সহজ হয়! তাঁর ছেলে পলককে নিজের মেয়ের মতোই দেখেছে বরাবর। পলক যখন ছোট ছিল, তখন তাকে স্কুলের জন্য তৈরি করা, তার পেরেন্টস-টিচার মিটিংয়ে যাওয়া…সবকিছুই নাকি নিষ্ঠাবান বাবার মতোই করেছেন অভিনব…বুঝুন!

এদিকে শ্বেতার হয়ে মুখ খুলেছেন তাঁর মেয়ে পলক। তা-ও আবার সোশ্যাল মিডিয়ায়…মা সামনে না থাকলে অভিনব যে তাঁর সঙ্গে কীরকম অশালীন আচরণ (harrasment) করতেন, তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি…নীচে দেখুন সেই পোস্ট…

কেটে-কেটে, পরিষ্কার ভাষায় নিজের বক্তব্য বুঝিয়ে দিয়েছেন পলক। এই নিয়ে কারও আর কিছু বলার থাকতে পারে না। কিন্তু নেটিজেনরা তো আর চুপ করে বসে থাকার পাত্র নন! তাঁরা মুখ খুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন, বারবার একই ঘটনা কেন ঘটে শ্বেতার সঙ্গে? কেউ-কেউ বলছেন, যদি অভিনব গায়ে হাত তোলেননি, অশালীন আচরণ বলে ঠিক কী করেছেন, তা বোঝা যাচ্ছে না, তা হলে হাপুস নয়নে কাঁদতে-কাঁদতে শ্বেতা আচমকা থানায় ছুটলেন কেন! দাল মেঁ কুছ কালা জরুর হ্যায়!

ADVERTISEMENT

তা বাপু, আজকাল দাল মেঁ এত কালো কাঁকড় থাকে যে, ডালটা আর ডাল বলে চেনারই উপায় থাকে না! এই যেমন, শ্বেতার ইনস্টা অ্যাকাউন্টে অভিনবর ছবি প্রায় নেই-ই। পলকের ইনস্টাতেও তাই। কিন্তু অভিনবর অ্যাকাউন্টে পলকের গুচ্ছখানেক ছবি! মেয়েকে নিয়ে যথেষ্ট আদিখ্যেতাও করেছেন তিনি। সেরকমই একটা প্রমাণ দিই আগে… 

গন্ধটা একটু সন্দেহজনক লাগছে না কি? ডালেও মনে হচ্ছে, বেশ অনেকগুলোই কাঁকড়! আমরা কিছু বলছি না এখনই, কারণ, ওই যে, তথ্যপ্রমাণ সঙ্গে নেই! আপনারাই বরং দুয়ে-দুয়ে চার করার চেষ্টা করুন।

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

আপনি যদি রংচঙে, মিষ্টি জিনিস কিনতে পছন্দ করেন, তা হলে POPxo Shop-এর কালেকশনে ঢুঁ মারুন। এখানে পাবেন মজার-মজার সব কফি মগ, মোবাইল কভার, কুশন, ল্যাপটপ স্লিভ ও আরও অনেক কিছু!

ADVERTISEMENT
14 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT