ADVERTISEMENT
home / রূপচর্চা ও বিউটি টিপস
সুন্দর চুল ও জেল্লাদার ত্বক পেতে ব্যবহার করুন জোজোবা অয়েল

সুন্দর চুল ও জেল্লাদার ত্বক পেতে ব্যবহার করুন জোজোবা অয়েল

সুন্দর ত্বক ও চুল পেতে সবাই চান। কিন্তু তার জন্য়েই সঠিক যত্নও প্রয়োজন। ত্বকের সৌন্দর্যের জন্য যেমন ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন, একইভাবে চুলেরও যত্ন নেওয়া প্রয়োজন। চুল ও ত্বকের যত্ন নেওয়ার জন্যে আমরা বিভিন্ন রাসায়নিক সামগ্রী ব্যবহার করে থাকি। কসমেটিক্সের সাহায্য নিই। কিন্তু আমরা এও জানি, প্রাকৃতিক অনেক উপাদানের সাহায্যে কিন্তু চুল ও ত্বকের যত্ন নেওয়া সম্ভব।

তাই রাসায়নিক সামগ্রীর পরিবর্তে আমরা প্রাকৃতিক উপাদানই শুধু ব্যবহার করতে পারি। জোজোবা অয়েল কিন্তু আপনার চুল ও ত্বক দুই’ই ভালো রাখে। অর্থাৎ, এক তেল দিয়েই দুটি কাজ সারা। আপনার চুলও যেমন ভাল থাকে। আপনার ত্বকও ভাল থাকে। তাই জোজোবা অয়েলের সাহায্য নিন। আর আপনিও পান উজ্জ্বল ত্বক (skin benefits of jojoba oil)এবং রেশমের মতো চুল (hair benefits of jojoba oil)।

জোজোবা অয়েল কী

জোজোবা নামের একটি গাছ রয়েছে। সেই গাছের বীজ থেকেই এই তেল পাওয়া যায়। এই গুল্ম জাতীয় গাছ অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোতে পাওয়া যায়। তেলে আছে ফ্যাটি অ্যাসিড(skin benefits of jojoba oil), যা চুল ও ত্বক দুই ভাল রাখে। জোজোবা অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদানও।

ত্বকে জোজোবা অয়েল কীভাবে ব্যবহার করবেন

  • আপনি সরাসরিও জোজোবা অয়েল আপনার মুখে লাগাতে পারেন। হাতে সামান্য পরিমাণে তেল নিয়ে আঙুলে করে মুখে লাগিয়ে নিন। তারপর ভাল করে মাসাজ করে নেবেন।
  • আবার আপনি কোনও তেলের সঙ্গে মিশিয়েও জোজোবা অয়েল(skin benefits of jojoba oil) মুখে লাগাতে পারেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী তেল ব্যবহার করুন।
  • আপনার ফেস প্যাকে জোজোবা অয়েল মিশিয়ে নিতে পারেন। এতে আপনার ত্বক যেমন পুষ্টি পাবে। আবার ত্বক আর্দ্র থাকবে।

ত্বকের যত্নে জোজোবা অয়েল

প্রাকৃতিক ময়শ্চারাইজার

ADVERTISEMENT

ত্বক মসৃণ রাখার জন্য ও ত্বকে আর্দ্রতা জোগানোর (skin benefits of jojoba oil) জন্য আমরা বিভিন্ন রকম ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি। কিন্তু জোজোবা অয়েল হল প্রাকৃতিক ময়শ্চরাইজার। যা ত্বককে ভিতর থেকে আর্দ্রতা জোগায়। জোজোবা অয়েলে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা ময়শ্চারাইজারের কাজ করে। তাই চোখ বন্ধ করে ময়শ্চারাইজারের বদলে আপনি জোজোবা অয়েল ব্যবহার করতে পারেন ।

অ্যাকনের সমস্যা সমাধান করে

যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের ত্বকে নানা রকম সমস্যা লেগেই থাকে। অ্যাকনের মতো সমস্যাও হয়। এইদিকে কোনওরকম প্রোডাক্ট ব্যবহার করেই অ্যাকনে ঠিক করা যায় না। এই জাতীয় ত্বকের জন্য জোজোবা অয়েল কিন্তু খুবই ভাল। কারণ, জোজোবা অয়েলে আছে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান(skin benefits of jojoba oil)। অ্যাকনের প্রধান কারণ ব্যাকটেরিয়া ঘটিত। তাই জোজোবা অয়েল ত্বকে ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায়। অ্যাকনের সমস্যা দূর হয় ।

ত্বকের যে কোনও সংক্রমণ প্রতিরোধ করে

ADVERTISEMENT

জোজোবা অয়েলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। ফলে আপনি যদি ত্বকে জোজোবা অয়েল ব্যবহার করেন, তবে যে কোনওরকম ইনফেকশনের আশঙ্কা অনেকাংশেই কম হয়ে যায়। তাই আপনিও ব্যবহার করতে পারেন জোজোবা অয়েল।

চুলের যত্নে জোজোবা অয়েল

চুলের পুষ্টি

চুলের বিভিন্ন স্টাইলিংয়ের জন্য় আমাদের চুলের সাধারণ অয়েল ব্যালেন্স অনেস সময় নষ্ট হয়ে যায়। তাই চুলও রুক্ষ হয়ে যায়। এই সমস্যা দূর করতে পারে জোজোবা অয়েল। এই তেল দিয়ে আপনি স্ক্যাল্প মাসাজ করতে পারেন। এছাড়াও আপনি হেয়ার মাস্কে এই তেল ব্যবহার করতে পারেন(hair benefits of jojoba oil)। কয়েকদিনেই চুল নরম ও জেল্লাদার হয়ে উঠবে।

চুল পড়া

ADVERTISEMENT

অসময়ে চুল ঝরে গেলে তা সত্য়িই একটি বড় সমস্যা। এর অন্যতম কারণ চুলের গোড়ায় পুষ্টির অভাব। আপনি চুলের গোড়ায় তেল মাসাজ করুন। জোজোবা অয়েল নিয়ে মাসাজ করে নেবেন(hair benefits of jojoba oil)। সপ্তাহে অন্তত দুইদিন মাসাজ করবেন। খুব তাড়াতাড়িই আপনি ফল পাবেন।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

17 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT