কখন, কোন জিনিস, কীভাবে কাজে লেগে যায়, কেই বা বলতে পারে বলুন? ধরুন, কোনও খাওয়ার জিনিস আপনি ত্বক বা চুল পরিচর্যার কাজে লাগাতে পারেন। আবার রকমারি রেসিপি তৈরি করে খেতেও কোনও বাধা নেই। রাইস ফ্লাওয়ার কিংবা চালের আটাও তেমনই একটি উপাদান। যা আপনি খেলেও যেমন উপকার, তেমনই ত্বকের পরিচর্যার (skin care benefits and side effects of rice flour) কাজেও লাগে।
ত্বকের যত্নে চালের আটা কি সত্যিই উপকারী?
১। চোখের তলার কালো দাগ অর্থাৎ ডার্ক সার্কল দূর করে রাইস ফ্লাওয়ার। কলা, ক্যস্টর অয়েল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। সেখানে ব্যবহার করুন রাইস ফ্লাওয়ার।
২। রাইস ফ্লাওয়ারের মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন। যা ত্বককে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে।
৩। রাইস ফ্লাওয়ার ত্বকের জন্য খুবই উপকারী (skin care benefits and side effects of rice flour)। প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে। সানবার্ন অর্থাৎ ত্বকের পুড়ে যাওয়া আটকাতে এর জুরি মেলা ভার।
৪। আপনি নিশ্চয়ই ফেস পাউডার ব্যবহার করেন? সেটার দাম যদি খুব বেশি হয়, তাহলে রাইস ফ্লাওয়ার দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন ফেসপাউডার। যার দাম থাকবে সাধ্যের মধ্যে।
৫। রাইস ফ্লাওয়ার দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ভাল স্ক্রাবার (skin care benefits and side effects of rice flour) তৈরি করতে পারেন। খুব সহজেই এটি ত্বকের মরা কোষ তুলে ফেলতে সাহায্য করে।
৬। ত্বকে যদি বলিরেখার সমস্যা থাকে রাইস ফ্লাওয়ারে তৈরি ফেসপ্যাক আপনার জন্য এনে দিতে পারে সহজ সমাধান।
৭। প্রাকৃতিক টোনারের কাজ করে রাইস ফ্লাওয়ার।
৮। ব্রণর সমস্যায় যদি আপনি জেরবার হয়ে থাকেন, তাহলে অন্তত একবার রাইস ফ্লাওয়ার ত্বকে ব্যবহার করতে পারেন। ব্রণর সমস্যায় ম্যাজিকের মতো কাজ হয়।
চালের আটার পার্শ্বপ্রতিক্রিয়া
১| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন।
২| রাইস ফ্লাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স থাকে। সেটা আপনার জন্য় ক্ষতিকর হলে এড়িয়ে চলুন।
৩| খাবারে অর্থাৎ কোনও রেসিপিতে রাইস ফ্লাওয়ার ব্যবহার করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
৪| রাইস ফ্লাওয়ার লিভার ফাংশন ভাল রাখে। কিন্তু আপনার প্রয়োজন কিনা, সেটা জেনে নিন।
৫| রাইস ফ্লাওয়ার ত্বকের জন্য উপকারি। কিন্তু প্রতিদিন ব্যবহার করা উচিত নয়।( skin care benefits and side effects of rice flour)
৬| ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে রাইস ফ্লাওয়ার। তবে আপনার ত্বকের জন্য রাইস ফ্লাওয়ারের কোন প্যাক দরকার সেটা জেনে নিন।
৭| রাইস ফ্লাওয়ার চুলের জন্য উপকারী। কিন্তু কোন ধরনের চুলের ক্ষেত্রে এটি প্রয়োজন সেটা জেনে নিতে হবে।
৮| বাড়িতে তৈরি করতে পারলে ভাল। নাহলে কিনে নিন রাইস ফ্লাওয়ার। কিন্তু তার কোয়ালিটি (skin care benefits and side effects of rice flour) দেখে নেবেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!