একটু একটু করে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। দিনের বেলায় বেশ গরম থাকলেও রাতের দিকে ও ভোরবেলা কিন্তু শীত করে। যদিও এখনও নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। তবু শীতকালের দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা। এই সময় আপনার ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। আবহাওয়া পরিবর্তনের সময় স্কিনকেয়ার রুটিন কেমন হবে, টিপস (skin care tips) দিচ্ছি আমরা
এক্সফোলিয়েট করুন (skin care tips)
বাতাসে আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। তার প্রভাব পড়ছে ত্বকেও। ত্বক কি জেল্লা হারাচ্ছে? বা ত্বকে নানা রকম সমস্যা হচ্ছে। তবে এবার ত্বককে দিন নতুন জেল্লা। এক্সফোলিয়েট করুন। এক্সফোলিয়েশনের সাহায্য়ে (skin care tips) ত্বকের উপর থেকে মরা কোষের স্তর তুলে ফেলুন। ফলে ত্বক জেল্লা পাবে। ত্বক দেখাবে উজ্জ্বল ও কোমল।
এসপিএফ সেট করুন
আকাশ মেঘলা করে আছে মানেই যে আপনার কোনও সানব্লকের প্রয়োজন নেই, এমন ভাববেন না। আপনার ত্বকের প্রয়োজন সঠিক এসপিএফের। যাতে রোদ থেকে ত্বককে রক্ষা করতে পারেন আপনি। সান ট্য়ান বা সান বার্ন আপনার ত্বকের ক্ষতি না করে। অন্তত ১৫ এসপিএফ সানস্ক্রিন বা ময়শ্চারাইজার ব্যবহার করুন। এই সময় থেকেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া শুরু করুন। এমন সানস্ক্রিন ব্যবহার করুন, যা আপনার ত্বককে ভিটামিন ই ও সি-র যোগান দেবে (skin care tips) । ত্বক থাকবে সুন্দর ও কোমল।
মেকআপ রুটিনে পরিবর্তন আনুন (skin care tips)
কলকাতার আবহাওয়ায় আমাদের মাথায় রাখার প্রয়োজন আমরা কী ধরনের মেকআপ ব্যবহার করব। এখানে বাতাসে আর্দ্রতা বেশি, তার জন্য গরম কালে খুব ঘাম হয়। চেষ্টা করুন, প্রতিদিন প্রাইমার ও ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম লাগিয়ে নেওয়ার (skin care tips) । এতে আপনার মুখের কমপ্লেকশনও ঠিক থাকবে। আপনার মুখের ইভেন টোনও ঢাকা পড়বে।
রাতে ত্বককে হাইড্রেট করুন
ফেস ময়শ্চারাইজার ব্যবহার করুন। এটি আপনার ত্বককে আর্দ্রতা জোগাবে এবং আপনার ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগাবে। রাতে আপনি টোনার লাগিয়ে নিন। তারপর ফেস সিরাম লাগিয়ে আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে নেবেন। এতে আপনার ত্বক পুষ্টি পাবে। এছাড়াও আপনি কোনওরকম নাইট শিট মাস্ক ব্যবহার করতে পারেন। এই ধরনের শিট মাস্ক আপনার ত্বকের আর্দ্রতা বজায় (skin care tips) রাখতে সাহায্য করে। ত্বকের তারুণ্য বজায় রাখে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!