ময়শ্চারাইজার এবং ফাউন্ডেশন লাগানোর পরেও কি আপনার ত্বক শুষ্ক দেখায়? হতে পারে আপনার ত্বক শুষ্ক প্রকৃতির, যে কারণে আপনার ত্বকে এরকম সমস্য়া হচ্ছে। আপনার ত্বকে আর্দ্রতার পরিমাণ কম। হয়তো গরম জলে মুখ ধুচ্ছেন। ভুল সাবান ব্যবহার করছেন। দূষণ ও সূর্যরশ্মির কারণেও ত্বকের সমস্য়া হতে পারে। এই জন্য় আপনার ত্বক রুক্ষ ও জেল্লাহীন হয়ে উঠতে পারে। তাই আপনার রুক্ষ, শুষ্ক ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। আপনি অর্গানিক স্কিনকেয়ার রুটিন (skincare regime ) মেনে চলতে পারেন।
আপনি অর্গানিক হার্ভেস্টের ফ্রেশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। এটি একটি জেল-বেসড ফেস ওয়াশ। এটি অর্গানিক গ্রিন টি দিয়ে তৈরি। যা আপনার ত্বকের দাগছোপ কমাতে সাহায্য় করে। আপনার ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। গ্রিন টি-এ আছে প্রচুর পরিমাণ ভিটামিন। ভিটামিন ই আপনার ত্বকে পুষ্টি জোগায় এবং আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি আপনার ত্বককে পরিষ্কার করে, ত্বকের দূষিত পদার্থ বের করে দেয়। আপনার ত্বকে প্রাকৃতিক তেলের ক্ষরণ ঠিক রাখে। আপনার ত্বককে দেয় প্রাকৃতিক জেল্লা।
দৈনন্দিন ফেস মাস্কের থেকে কিন্তু শিট মাস্ক অনেকটাই আলাদা(skincare regime )। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে ও ত্বককে আর্দ্র করে তুলতে কিন্তু এর বিকল্প নেই। তবে শিটমাস্ক ব্য়বহারের সময় অনেকেই অনেক ভুল করে থাকেন। সেই ভুলগুলি ভাঙার জন্য কয়েকটি বিষয়ে আলোচনা করে নেওয়া প্রয়োজন। তবে শিট মাস্ক ব্যবহারের আগে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। অর্গানিক হার্ভেস্টের এই শিট মাস্ক ব্যবহার করুন।
ত্বকের পিএইচ ভারসাম্য় ঠিক রাখার জন্য় টোনার ব্যবহার করা প্রয়োজন। মুখ ধোওয়ার পরে অবশ্য়ই টোনার ব্যবহার করবেন। অর্গানিক হার্ভেস্টের গ্রিন কিউকাম্বার টোনার আপনার ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য় করে। এছাড়াও এই টোনারে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা আপনার ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে।
মুখ ধুয়ে টোনার লাগানোর পরে ময়শ্চারাইজার লাগানো গুরুত্বপূর্ণ। আপনার ত্বকের প্রকৃতি অনুযায়ী ময়শ্চারাইজার বেছে নিন। মাইগ্ল্যামের এই ময়শ্চারাইজারটি আপনি ব্যবহার করতে পারেন। মাইগ্ল্যামের এই ময়শ্চারাইজার জেল বেসড(skincare regime )। আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে। আপনার ত্বক থাকে সুন্দর।
শীত হোক বা গ্রীষ্ম, সকালে বাইরে বের হলে কিংবা ঘরে থাকলেও আপনার সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। ত্বককে ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে বাঁচানোর জন্য়ে আপনি এই এসপিএফ ৩০ ব্যবহার করতে পারেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!