গত কয়েক বছরে উত্তরের সঙ্গে দক্ষিণের লড়াই একেবারে জমে উঠেছে। মণ্ডপের থিম হোক, কী লাইটিং, এমনকী দুর্গা প্রতিমার গড়নের ক্ষেত্রেও উত্তর কলকাতার পুজো মণ্ডপগুলিকে দারুণ লড়াই দিয়ে দক্ষিণ কলকাতার পুজোগুলি। তাই এবছর উত্তরের পাশাপাশি দক্ষিণ কলকাতার (South Kolkata) সেরার সেরা পুজো মণ্ডপগুলিতে (pandal) একবার ঢুঁ না মারলে পুজো পরিক্রমা যে অসমাপ্তই থেকে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হল, যাঁরা কলকাতার নানা প্রান্ত থেকে এসে দক্ষিণে ভিড় জমানোর প্ল্যান করছেন, তাঁরা দক্ষিণ কলকাতার সেরা পুজো (Durga Puja) প্যান্ডেলগুলিতে পৌঁছাবেন কীভাবে, তা জানেন কি? যদি জানা না থাকে, তা হলে POPxo বাংলার সঙ্গী হন!
দক্ষিণ কলকাতার সেরার সেরা পুজো মণ্ডপ
১. সুরুচি সংঘ
ঠিকানা- ব্লক এম ৫০০ এবং ৫০৫, স্টেশন রোড, নিউ আলিপুর, কলকাতা-৭০০০৫৩।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- নিউ আলিপুর পেট্রল পাম্প।
২. চেতলা অগ্রণী ক্লাব
ঠিকানা- ১৪, পেয়ারি মোহন রায় রোড, চেতলা, কলকাতা- ৭০০০২৭।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- চেতলা
৩. ৬৬ পল্লী
ঠিকানা- রাসবিহারী অ্যাভিনিউ, অনামী সংঘ, কালীঘাট, কলকাতা- ৭০০০২৬।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- রাসবিহারী
৪. বাদামতলা আষাঢ় সংঘ
ঠিকানা- ৫, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, কালীঘাট, কলকাতা- ৭০০০২৬।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ-রাসবিহারী।
৫. মুদিয়ালি ক্লাব
ঠিকানা- ৩৭, এসআর দাস রোড, মুদিয়ালি, কলকাতা-৭০০০২৬।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- মুদিয়ালি।
৬. শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব
ঠিকানা-২৫, লেক টেম্পল রোড, লেক রেঞ্জ, কালীঘাট, কলকাতা-৭০০০২৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- শিব মন্দির।
৭. সমাজ সেবী সংঘ
ঠিকানা- হেমন্ত মুখার্জি সরণি, লেক টেরেস, বালিগঞ্জ, কলকাতা- ৭০০০২৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- রাসবিহারী ক্রসিংয়ে নেমে সেখান থেকে লেক ভিউ রোড ধরে মিনিটপনেরো হাঁটলেই এই পুজো মণ্ডপ।
আরও পড়ুন: পুজো পরিক্রমা (পর্ব ৫): থিমের লড়াই জমে উঠেছে দক্ষিণ কলকাতার প্যান্ডেলে
৮. বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
ঠিকানা- ৫৭, যতীন দাস রোড, হেমন্ত মুখার্জি সরণি, লেক টেরেস, বালিগঞ্জ, কলকাতা-৭০০০২৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- ট্রায়াঙ্গুলার পার্ক বাস স্টপে নেমে অনিল রায় রোড ধরে সোজা এসে ডান দিকে বাঁক নিলেই এই প্যান্ডেল।
৯. ত্রিধারা সম্মিলনী
ঠিকানা- ৭৬বি, সত্যেন্দ্রনাথ মজুমদার সরণি, ডোভার টেরেস, কলকাতা-৭০০০২৫। দেশপ্রিয় পার্কের কাছে।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- ট্রায়াঙ্গুলার পার্ক বাস স্টপে নেমে পণ্ডিতিয়া রোড ধরে সোজা এসে বাঁদিকে বাঁক নিয়ে মহানির্বান রোড ধরে একটু এগলেই এই পুজো মণ্ডপ।
১০. দেশপ্রিয় পার্ক
ঠিকানা- ৩৪এ, মনোহর পুকুর রোড, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ, কলকাতা- ৭০০০২৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- দেশপ্রিয় পার্ক।
১১. সিংহী পার্ক সর্বজনীন
ঠিকানা- ১৬, নন্দী স্ট্রিট, ডোভার টেরেস, বালিগঞ্জ, কলকাতা-৭০০০২৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- গড়িয়াহাট।
১২. একডালিয়া এভারগ্রিন ক্লাব
ঠিকানা- ১৫, একডালিয়া রোড, বালিগঞ্জ, কলকাতা-৭০০০১৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- গড়িয়াহাট।
১৩. ফালগুনী সংঘ
ঠিকানা- একডালিয়া রোড, বালিগঞ্জ, কলকাতা-৭০০০১৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- গড়িয়াহাট কালী মন্দির। একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপ থেকে বেরিয়ে মেন রোডের দিকে আসার সময় ডান দিকে বাঁক নিয়ে সোজা মিনিটদশেক এগলেই এই পুজো প্যান্ডেল।
১৪. বালিগঞ্জ ২১ পল্লি
ঠিকানা- ১৭, বন্ডেল রোড, বালিগঞ্জ পার্ক, কলকাতা- ৭০০০১৯। পাঠ ভবন স্কুলের কাছে।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- পাঠ ভবন স্কুল।
১৫. বোসপুকুর শীতলা মন্দির
ঠিকানা- ১/২৭, বোসপুকুর রোড, তাল বাগান, কসবা, কলকাতা-৭০০০৪২।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- বোসপুকুর পেট্রল পাম্প অথবা বোসপুকুর শীতলা মন্দির।
১৬. রাজডাঙ্গা নব উদয়ন সংঘ
ঠিকানা-রাজডাঙ্গা চক্রবর্তী পাড়া, সেক্টর এ, ইস্ট টাউনশিপ, কলকাতা-৭০০০৩৯।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট। বাস স্টপ- কসবা নিউ মার্কেটে নেমে চক্রবর্তী পাড়া রোড ধরে কিছুটা এগিয়ে বাঁদিকে বাঁক নিলেই এই পুজো মণ্ডপ।
১৭. বাবুবাগান ক্লাব
ঠিকানা- ১৯এ, বাবুবাগান লেন, ঢাকুরিয়া, সেলিমপুর, কলকাতা- ৭০০০৩১।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট অথবা রবীন্দ্র সরোবর। বাস স্টপ- ঢাকুরিয়া মৌচাকে নেমে মহারাজা টেগর রোড ধরে কিছুটা এগিয়ে বাঁদিকে বাবুবাগান লেন ধরে এগলেই পৌঁছে যাবেন এই পুজো প্যান্ডেলে।
১৮. সেলিমপুর পল্লী
ঠিকানা- ৩৭/৩এ, সেলিমপুর রোড, ঢাকুরিয়া, কলকাতা-৭০০০৩১।
নিকটবর্তী মেট্রো স্টেশন- কালীঘাট নয়তো রবীন্দ্র সরোবর। বাস স্টপ- কানাড়া ব্যাঙ্ক, কার্মেল হাই স্কুলের কাছে।
১৯. যোধপুর পার্ক
ঠিকানা- ১/ডি, যোধপুর পার্ক, কলকাতা-৭০০০৬৮।
নিকটবর্তী মেট্রো স্টেশন- রবীন্দ্র সরোবর। বাস স্টপ- যাদবপুর পুলিশ স্টেশন।
২০. নাকতলা উদয়ন সংঘ
ঠিকানা- নাকতলা, গড়িয়া, কলকাতা- ৭০০০৪৭।
নিকটবর্তী মেট্রো স্টেশন- মাস্টার দা সূর্য সেন। তবে গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশন থেকেও এই পুজো প্যান্ডেল বেশি দূর নয়। বাস স্টপ- নাকতলা
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এসে গেল #POPxoEverydayBeauty – POPxo Shop-এর স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…