ফ্যাশন (fashion) আর স্টাইল। আপনি যদি সাজতে ভালবাসেন, এই দুটো শব্দের অর্থ আপনার কাছে পরিষ্কার। ফ্যাশন তো অনেক কিছুই হতে পারে। কিন্তু স্টাইল এক্কেবারে আপনার নিজস্ব। ২০১৯ (2019) শেষের পথে। এই বছরও ফ্যাশনের দুনিয়া ছিল জমজমাট। বলিউডে একে অন্যকে টেক্কা দিয়ে ফ্যাশন সেন্সে মাতিয়ে দিয়েছেন সেলেবরা। এক নজরে দেখে নেওয়া যাক বলিউডে (bollywood) এই বছরের ট্রেন্ডি (trend) ফ্যাশন লিস্টে কী কী ছিল। এর মধ্যে আপনার কোনটা পছন্দ, শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, ফ্যাশনেবল হতে গিয়ে স্টাইলিস্ট হতে ভুলে যাবেন না যেন। কারণ সেটাই আপনার নিজস্বতার পরিচয়।
১) নিয়ন রং
২০১৯-এ ব্রাইট কালার বলিউডে রাজত্ব করেছে। আরও নির্দিষ্ট করে বললে নিয়ন রং। কানের রেড কার্পেটে দীপিকা পাড়ুকোনের গাউন হোক বা জাহ্নবী কপূরের স্ট্রিট ওয়্যার ইন্সপায়ার্ড লুক। নিয়ন শেড নিঃসন্দেহে বোল্ড ফ্যাশন চয়েস। বিশেষত যখন মাথা থেকে পা পর্যন্ত সবটাই নিয়ন রঙের পোশাকে ঢাকা থাকে, তা একেবারেই অন্যরকম লুক দেয়। যে কোনও রং এর সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন। অন্তত বলি সেলেবরা তো ২০১৯-এ সেই ট্রেন্ডই সেট করলেন।
২) সিকুইন শাড়ি
ট্রেন্ড মানেই সব সময় নতুন কিছু তা নয় কিন্তু। অনেক সময় পুরনো কোনও ফ্যাশন স্টেটমেন্টও ট্রেন্ড হিসেবে ফিরে আসে। সিকুইন শাড়ি তেমন ভাবেই ২০১৯-এ ফ্যাশন ট্রেন্ড হিসেবে ফিরে এসেছে। ফেস্টিভ সিজনে তো বহু সেলেব মজেছিলেন সিকুইন শাড়ির প্রেমে। জাহ্নবী কপূর, করিশ্মা কপূর, কৃতী শ্যানন, ভূমি পেডেনকরের মতো বহু তারকা এই বছর ধরা দিয়েছেন সিকুইন ফ্যাশনে।
৩) প্যান্ট স্যুট
প্যান্ট স্যুটের মতো প্রতিদিনের পোশাকও ২০১৯-এ ফ্যাশন ট্রেন্ডে রেখেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকারা। অনুষ্কা শর্মা বা দীপিকা পাড়ুকোনের রেট্রো টুইস্ট দেখে তাঁদের এক কথায় বস লেডি হিসেবে মেনে নিতে রাজি বলি পাড়া। এক নজরে দেখে নেওয়া যাক এই পাওয়ার ড্রেসিংয়ের তালিকায় কোন কোন সেলেব রয়েছেন।
৪) স্টেটমেন্ট সিলভস্
২০১৯-এ জামার হাতা নিয়ে রকমারি ফ্যাশন করেছেন বি টাউন সেলেবরা। ড্রেসের হাতাও এতটা পাওয়ারফুল হতে পারে, আগে জানতেন? কখনও কোল্ড শোল্ডার, কখনও এক্সট্রা লং, কখনও বা বেলুন হাতা। সেটাই সেলেব লুক বদলে দিয়েছে। তৈরি করেছে আলাদা স্টাইল স্টেটমেন্ট। বছর শেষের পার্টি সিজনে এই ট্রেন্ড ফলো করতে পারেন আপনিও।
৫) প্রিন্ট টু প্রিন্ট
প্রিন্ট অন প্রিন্ট ট্রেন্ড বলিউডি ফ্যাশনে ২০১৯-এ ইন ছিল। আসলে এই ট্রেন্ড ফলো করলে ড্রেসের সঙ্গে আলাদা করে অ্যাকসেসেরিজের প্রয়োজন হয় না। পোশাকের প্রিন্টই অ্যাকসেসেরিজের কাজ করে। ধরুন একটা পোলকা ডট দেওয়া জরি শাড়ির সঙ্গে প্রিন্টেড ব্লাউজ, অথবা ফ্লোরাল স্কার্টের সঙ্গে স্ট্রিপজ ব্লাউজ সাজটাই বদলে দিতে পারে। একই সঙ্গে ট্রেন্ডি এবং স্যাসি স্টাইল স্টেটমেন্ট। দেখুন, বলিউড এই বছর প্রিন্টকে কীভাবে ফ্যাশনেবল করে তুলেছে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
এই দশকটি আমরা শেষ করতে চলেছি #POPxoLucky2020-র মাধ্যমে। যেখানে আপনারা প্রতিদিন পাবেন নতুন-নতুন সারপ্রাইজ। আমাদের এক্কেবারে নতুন POPxo Zodiac Collection মিস করবেন না যেন! এতে আছে নতুন সব নোটবুক, ফোন কভার এবং কফি মাগ, যেগুলো দারুণ ঝকঝকে তো বটেই, আর একেবারে আপনার কথা ভেবেই তৈরি করা হয়েছে। হুমম…আরও একটা এক্সাইটিং ব্যাপার হল, এখন আপনি পাবেন ২০% বাড়তি ছাড়ও। দেরি কীসের, এখনই POPxo.com/shopzodiac-এ যান আর আপনার আগামী বছরটা POPup করে ফেলুন!