রিত্তিকা আর গৌরবের মধ্যে আজ তিনদিন হল কথা বন্ধ। এদিকে রিত্তিকা গৌরবের অফিসে টিফিনও গুছিয়ে দিচ্ছে আবার গৌরবও মাঝরাতে উঠে ওদের ছোট্ট বাচ্চাটাকে (baby) সামলাচ্ছে, কিন্তু কথাবার্তা হচ্ছে না। তার কারন আর কিছুই না, বাচ্চার নাম (name) কি দেওয়া যায়, সেই নিয়ে দু’জনের মনোমালিন্য।
গৌরব কয়েকটা নাম ভেবেছে, সেগুলো বলেওছিল রিত্তিকাকে, কিন্তু ওর নামগুলো পছন্দ হয়নি; আবার রিত্তিকার ভাবা নামগুলো গৌরবের পছন্দ হচ্ছে না। কিন্তু নাম তো কিছু একটা দিতে হবে। সবসময় তো আর ‘পুচকু’ বলে ডাকা যায়না!
এরকম পরিস্থিতিতে অনেক মা-বাবাই পড়েন, বাচ্চার (baby) নাম (name) ঠিক করা তো না, যেন কোন কঠিন ফর্মুলা আবিস্কার করা! কয়েকটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, কাজটা আশা করি সহজ হবে।
বাচ্চার ভালো নামকরণ করা তো আর ছেলেখেলা নয়। আবার যেমন তেমন নাম রেখে দিলেও হয় না। তাই আপনার বাচ্চার নাম রাখার আগে এই জিনিস গুলো অবশ্যই মাথায় রাখবেন যাতে কিনা বড় হলে কোনো সমস্যার সৃষ্টি না হয়।
শুনতে ভাল লাগছে?
ধরুন আপনি অনেক খেটেখুটে আপনার বাচ্চার একটা বেশ গুরুগম্ভীর নাম দিলেন যে নামের অর্থও বেশ ভালো, কিন্তু সেই নামটা কানে শুনতে কেমন লাগছে সেটাও কিন্তু খেয়াল রাখা প্রয়োজন, তা না হলে বড় হয়ে আপনার বাচ্চাই কিন্তু অভিযোগ করবে!
পদবীর সঙ্গে মানানসই?
বাচ্চার নামকরন করার আগে সেটা আপনাদের পদবীর সাথে শুনতে ভালো লাগবে কিনা, সেটাও কিন্তু মাথায় রাখা প্রয়োজন। মনে আছে তো ‘ওম শান্তি ওম’-এর ‘ওম প্রকাশ মাখিজা’র কথা?
নাম কি খুব কমন?
আমার স্কুলে আমারই ক্লাসে ৩ জন মৌমিতা, ৪ জন পূজা, ২ জন শিখা আর ৫ জন অনিল ছিল। আর একজনকে ডাকলে অন্যজন সাড়া দিত। আপনিও নিশ্চই চান না যে আপনার খুদেটির সাথেও এরকম কিছু হোক।
উচ্চারন করা শক্ত নয় তো?
আপনারা বাচ্চার (baby) একটা দারুন নাম রাখলেন, কিন্তু এটা ভেবছেন কি যে বাচ্চা একদিন বড় হবে, স্কুলে যাবে এবং তার নামটা (name) তাকে পরীক্ষার খাতায় লিখতে হবে! আমার তো ছোটবেলাতে নিজের নাম উচ্চারন করতে আর লিখতেই সময় চলে যেত।
বড় হওয়ার পর নাম মানাবে তো?
খুকু কিংবা খোকন নামটা এককালে খুব কমন ছিল। বাবা-মা যখন বাচ্চার নাম রেখেছিলেন, তখন হয়ত ভুলে গেছিলেন যে ছোট্ট খুকু বা খোকন বা পুতুল একদিন বড় হবে এবং নামটা তখন আর মানাবে না তাকে!
রাশি অনুসারে নামের আদ্যক্ষর কী হওয়া উচিত
১| মেষ রাশি (Aries) – অ, আ, ল, ই, এ – এই অক্ষরগুলি (letters) এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
২| বৃষ রাশি (Taurus) – ব, ভ, উ – এই অক্ষরগুলি (letters) এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
৩| মিথুন রাশি (Gemini) – ক, চ – এই অক্ষরগুলি এই রাশির (zodiac) জাতক-জাতিকার জন্য শুভ।
৪| কর্কট রাশি (Cancer) – দ, হ – এই অক্ষরগুলি (letters) এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
৫| সিংহ রাশি (Leo) – ম, ত – এই অক্ষরগুলি (letters) এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
৬| কন্যা রাশি (Virgo) – প, ঠ – এই অক্ষরগুলি এই রাশির (zodiac) জাতক-জাতিকার জন্য শুভ।
৭| তুলা রাশি (Libra) – প, ন – এই অক্ষরগুলি (letters) এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
৮| বৃশ্চিক রাশি (Scorpio) – ন, য – এই অক্ষরগুলি ( এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
৯| ধনু রাশি (Sagittarius) – ভ, ধ – এই অক্ষরগুলি এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
১০| মকর রাশি (Capricorn) – খ, জ – এই অক্ষরগুলি এই রাশির (zodiac) জাতক-জাতিকার জন্য শুভ।
১১| কুম্ভ রাশি (Aquarius) – গ, শ, স – এই অক্ষরগুলি এই রাশির জাতক-জাতিকার জন্য শুভ।
১২| মীন রাশি (Pisces) – দ, চ – এই অক্ষরগুলি এই রাশির (zodiac) জাতক-জাতিকার জন্য শুভ।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!