ADVERTISEMENT
home / Our World
প্রতিটি মেয়ের হ্যান্ড ব্যাগে এই জিনিসগুলো রাখতেই হবে

প্রতিটি মেয়ের হ্যান্ড ব্যাগে এই জিনিসগুলো রাখতেই হবে

সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং ছিল। এখনও অনেকেই এইরকম ভিডিয়ো পোস্ট করে থাকেন। “আমার হ্যান্ড ব্যাগে কী আছে?” অনেকের মনেই এই প্রশ্নটা থাকে, একজন মহিলার হ্যান্ড ব্যাগে সত্য়ি কী কী থাকে। একটা লম্বা লিস্ট হতে পারে কি? আসলে সেটা নির্ভর করে প্রতিটি মহিলার উপর। তিনি (handbag) হ্যান্ডব্যাগে কী কী রাখবেন। আসুন আজ সেই নিয়েই একটু আলোচনা করা যাক। প্রতিটি মেয়ের হ্য়ান্ড ব্যাগে ঠিক কী কী রাখা উচিত।

তার আগে আরও কয়েকটি কথা বলে নিই।

আপনার হ্যান্ডব্যাগে কী কী থাকে

ADVERTISEMENT
  • হ্যান্ড ব্যাগে সব জিনিসের জন্য় আলাদা পকেট কিংবা আলাদা জায়গা রাখবেন।
  • একটা দিকে যদি মোবাই, ওয়ালেটের মতো দরকারি জিনিস রাখেন, সেখানে এমন কোনও জিনিস রাখবেন না যার জন্য আপনার ওয়ালেট সময় মতো খুঁজে পেতে অসুবিধা হয়।
  • হ্যান্ড ব্যাগ গোছানো থাকলেই ভাল হয়।
  • হ্যান্ড ব্যাগ সময় মতো কেচে দেবেন। কিংবা রোদে দেবেন। অর্থাৎ হ্যান্ড ব্যাগ পরিষ্কার রাখা প্রয়োজন।
  • এমন কয়েকটি হ্যান্ড ব্যাগ কালেকশনে রাখবেন, যা আপনি একাধিক পোশাকের সঙ্গেই নিতে পারেন।

 

প্রয়োজনীয় জিনিস ভুলবেন না

হ্যান্ড ব্যাগে কী কী থাকবে

মোবাইল, ওয়ালেট, ওষুধ সহ অন্যান্য দরকারী জিনিস

ADVERTISEMENT

আপনার হ্যান্ড ব্যাগে সবার আগে দরকারী জিনিসগুলো রাখবেন। সেটাই আপনার প্রথম প্রয়োজন। একটি সঠিক চেনের মধ্যে এই জিনিসগুলো রাখবেন। অনেকের এমার্জেন্সি মেডিসিন সঙ্গে নিয়ে ঘুরতে হয়। সেটা এই মোবাইল ও ওয়ালেটের সঙ্গে রাখতে পারেন।

চিরুণি, হেয়ারব্যান্ড

আপনার হ্যান্ড ব্যাগে অবশ্যই এই দুটো জিনিস থাকবে। কারণ আপনি কোথাও বের হলে কিংবা অফিসে গেলে আপনার চুল ঠিক রাখা প্রয়োজন। তার জন্য চুল আঁচড়ে ঠিক করে বেঁধে রাখা প্রয়োজন আপনারও।

মেকআপ

ADVERTISEMENT

আপনি অফিসে গেলে মাঝেমধ্যে মেকআপে টাচ আপ দিয়ে নেওয়ার প্রয়োজন হয় আপনারও। তাই এটা অবশ্যই নেবেন। অর্থাৎ, লিপস্টিক, কমপ্যাক্ট ও কাজলের মতো ছোটো জিনিস অবশ্যই রাখবেন।

স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পোন বা মেনস্ট্রুয়াল কাপ

আপনি পিরিয়ডের সময় যা ব্যবহার করেন, তা আপনি ব্যাগে অবশ্যই রাখবেন। তার সঙ্গে সব সময় ব্যাগে স্যানিটারি ন্য়াপকিন রাখার চেষ্টা করুন। কারণ আপনার যদি প্রয়োজন নাও হয় তবে আপনি অন্য কাউকে দিয়ে অবশ্যই সাহায্য করতে পারবেন।

 

ADVERTISEMENT

হ্যান্ডব্যাগ গুছিয়ে রাখেন তো?

সেফটিপিন

সেফটিপিন যে কত প্রয়োজনীয় তা নিশ্চয়ই আপনিও বোঝেন। সেই মতো হিসেবেই ব্যবহার করবেন সেফটিপিন। যে কোনও সময়ে আপনার প্রয়োজন হতে পারে কিংবা আপনি অন্যকে দিয়েও সাহায্য় করতে পারেন।

ADVERTISEMENT

টিসু পেপার

টিসু পেপারের একটি ছোট প্যাকেট সব সময়ই ব্যাগে রাখবেন। কোথাও কোনও দাগ লাগলে কিংবা খেতে গিয়ে কিছু জামায় পড়লে সঙ্গে সঙ্গে আপনি টিসু ব্যবহার করে জামা পরিষ্কার করতে পারবেন।

রুমাল

রুমালের কথা আলাদ করে কাউকে বলে দিতে হয় না। অবশ্যই ব্যাগে রাখবেন রুমাল। এটি আপনার প্রয়োজন।

ADVERTISEMENT

জলের বোতল ও এনার্জি বার

ব্যাগে সব সময় জলের বোতল রাখবেন। রাস্তায় দোকানের উপর ভরসা করার থেকে ভাল হয় ব্যাগে জলের বোতল রাখা। তার সঙ্গে আপনি এনার্জি বারও রাখতে পারেন। কিংবা বিস্কুটের প্যাকেটও রাখতে পারেন আপনি।

পারফিউম

গরম হোক বা শীত ব্যাগে পারফিউম যেন অবশ্যই থাকে।

ADVERTISEMENT

 

পিপার স্প্রে বা লঙ্কার গুঁড়ো

আত্মরক্ষার স্বার্থে এই জিনিসগুলো আপনার হ্যান্ডব্যাগে অবশ্যই রাখবেন।

স্যানিটাইজার ও মাস্ক

ADVERTISEMENT

করোনা আবহে এখন নতুন নিত্য প্রয়োজনীয় জিনিসই হল এই স্য়ানিটাইজার ও মাস্ক। যা আপনার ব্যাগে অবশ্যই রাখবেন।

https://bangla.popxo.com/article/wash-your-bath-towel-to-prevent-skin-problems-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

19 Apr 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT