ADVERTISEMENT
home / Planning
করোনা পরিস্থিতিতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন? রইল টিপস

করোনা পরিস্থিতিতে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন? রইল টিপস

গত বছর করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের কারণে অনেক বিয়েই পিছিয়েছে। তাঁরা অনেকেই এই বছর বিয়ের তারিখ ঠিক করেছেন। আবার অনেক যুগল এই বছরই বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণেও বিভিন্ন অনুষ্ঠানে বিধি নিষেধ আরোপ করেছে রাজ্য। এই মুহূর্তে কোনওরকম বিবাহ অনুষ্ঠানে ৫০জনের বেশি কাউকে নিমন্ত্রণ করা যাবে না। এইরকমই নিষেধাজ্ঞা জারি করেছে। সামনেই কোভিডের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই সাবধানে থাকতে হবে আমাদের। এর মধ্য়েই যাঁরা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদেরও যথেষ্ট সাবধান হতে হবে। বেশ কিছু নিয়ম মেনে বিয়ের প্ল্যান করতে হবে। করোনা পরিস্থিতিতে বিয়ে (wedding during covid pandemic)করলে কীভাবে সাবধানতা অবলম্বন করবেন, সেই নিয়েই পরামর্শ দিচ্ছি আমরা।

নিমন্ত্রিতের সংখ্যা কমিয়ে ফেলুন

আপাতত রাজ্যের বিধি নিষেধ অনুসারে বিয়ে বাড়িতে ৫০জনের বেশি কাউকে নিমন্ত্রণের তালিকায় রাখা যাবে না। কিন্তু আতঙ্কের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হওয়ার পরে রাজ্য সরকার নিয়ম শিথিল করতে পারে। কিন্তু তাই বলে আপনি কিন্তু অসতর্ক হবেন না। আপনার বিয়ের নিমন্ত্রণের (wedding during covid pandemic)তালিকায় যদি ৪০০জন থাকে, তবে সেই সংখ্যাটা কমিয়ে ফেলুন। উদযাপন জীবনের এক একটি অধ্যায়ে করতে পারেন। কিন্তু সতর্কতা আগে। তাই কয়েকজনের উপস্থিতিতেই বিয়ে সেরে ফেলুন। আপাতত ভিড় এড়িয়ে চলবেন।

পরিচ্ছন্নতা বজায় রাখুন

ADVERTISEMENT

বিয়ের জায়গা তো বটেই, মোবাইল ফোন, গাড়ির চাবির মতো ছোট ছোট জিনিসও খুব ভাল করে পরিষ্কার করা হয়েছে কিনা, সেদিকে ভাল করে নজর দিতে হবে। বিয়ে যে সব কার্পেট ব্যবহার করা হচ্ছে, যে সব আলো লাগানো হচ্ছে, তাও যথাযথ পরিচ্ছন্ন কিনা দেখে নিন(wedding during covid pandemic)। খাওয়ার জায়গার পরিচ্ছনতার দিকেও লক্ষ্য রাখা আপনার দায়িত্ব।

হ্যান্ড স্যানিটাইজার রাখুন

বিয়েবাড়িতে সাধারণত খাওয়ার আগে অতিথিদের হাত ধোওয়ার ব্যবস্থা থাকে। কিন্তু এই পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার মাস্ট। এর জোগান বাড়াতেই হবে। অতিথিরা নিজেদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসবেন, সেই ভরসায় না থেকে হোস্ট হিসেবে আপনিই ব্যবস্থা করে রাখুন। বিয়েবাড়ির বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার রাখুন। যাতে মাঝেমধ্যেই অতিথিরা হাত ধুয়ে নিতে পারেন। এমনকি বরযাত্রী বা কনেযাত্রীকে অভ্যর্থনার সময় আলাদা করে গেটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থাও (wedding during covid pandemic)রাখতে পারেন।

সামাজিক দূরত্ব বজায় রাখুন

ADVERTISEMENT

বিয়ের অনুষ্ঠানে অনেকদিন পরে পরিচিত বন্ধু-বান্ধব এবং আত্মীয়র সঙ্গে দেখা হয়। তখন একে অপরকে জড়িয়ে ধরা বা হাত মেলানোর মতো রীতি আমাদের মধ্যে থাকে। কিন্তু এই পরিস্থিতিতে সেই বিষয়টি এড়িয়ে চলাই ভাল। এর পাশাপাশি বিয়ের ছাদনাতলার পাশে সামাজিক দূরত্ব (wedding during covid pandemic)বজায় রেখেই চেয়ার রাখার ব্যবস্থা করুন। যাতে দূরত্ব বজায় রেখেই সবাই আপনার বিবাহ দেখতে পারে। বর ও কনের বসার জায়গার পাশেও সামাজিক দূরত্ব বজায় রেখেই চেয়ার রাখার ব্যবস্থা করুন। কাউকে এই কাজে নিযুক্ত রাখুন, যিনি বিয়ে বাড়িতে প্রত্যেকের মধ্য়ে সামাজিক দূরত্ব বজায় রয়েছে কি না সেই দিকে লক্ষ্য রাখতে পারবেন।

https://bangla.popxo.com/article/how-to-plan-your-wedding-budget-in-bengali

মূল ছবি – ইনস্টাগ্রাম

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

22 Jul 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT