পুজোয় কি শুধুই পোশাক কিনবেন, ব্রা কিনবেন না? মন পছন্দের ব্রা থাকবে তো আপনার শপিং তালিকায়? কিন্তু আমরা বেশিরভাগ সময় ভুল মাপের ব্রা নিয়ে ফেলি। সঠিক ব্রা খুঁজে পাওয়া (right bra)আর সোনার পাথর বাটি পাওয়া প্রায় একইরকম! গবেষণা জানায়, বিশ্বের অধিকাংশ মেয়েই ভুল ব্রা পরেন। স্তনের গঠন অনুযায়ীও ব্রা’র সাইজ অন্য হয়। আপনি কী করে সঠিক ব্রা বেছে নেবেন? সেই পদ্ধতিগুলোই আজ আলোচনা করব। কয়েকটি বিষয় আমরা লিস্ট ডাউন করেছি, যা আপনাকে সঠিক ব্রা বেছে নিতে সাহায্য করবে। দেখুন তো এই লিস্ট মিলিয়ে আপনার কোনও সুবিধা হয় কি না।
কাপ সাইজ (right bra) নিয়ে ঘাবড়ে যাবেন না – ব্যান্ড সাইজ ও কাপ সাইজ (your right bra)এই দুই খুব গুরুত্ব পূর্ণ। আপনার কোমরের মাপের উপর নির্ভর করে আপনার ব্যান্ড সাইজ। ব্রা’র কাপ সাইজ নির্ভর করে স্তনের মাপের উপর। তাই কাপ সাইজ বেছে নেওয়ার সময় অবশ্য়ই ঘাবড়ে যাবেন না। সি, ডি, বি বা এ (right bra) যে কাপের সাইজ আপনার স্তনে পার্ফেক্ট ভাবে ফিট সেই ব্রা নেবেন। এতে আপনার কাপ সাইজ এক সাইজ বড় লাগতে পারে। আবার ব্য়ান্ড সাইজও ছোট লাগতে পারে। যে ব্রা পরে আপনি কম্ফোর্টবেল সেই ব্রা বেছে নেবেন।
সঠিক ভাবে স্তনের মাপ নেবেন – অনলাইন ব্রা (right bra) কেনার সময় সেখানে সাইজ ক্যালকুলেটর আপনি পেয়ে যাবেন। বা অন্য ওয়েবসাইটেও স্তনের মাপ নেওয়ার জন্য সাইজ চার্ট থাকে। আপনি সেই পরামর্শ মতো আপনার স্তনের মাপ নিয়ে নিন। সেই মাপ অনুযায়ী ব্রা’র সাইজ ডিসাইড করুন। কোম্পানির হেরফেরে সাইজ আলাদা হতে পারে।
রিভিউ পড়ুন মন দিয়ে – যখনই আপনি অনলাইন পার্চেস করবেন, আপনি দেখে নিন সেই প্রোডাক্টের রিভিউ কীরকম। কটা স্টার এই প্রোডাক্ট পেয়েছে? অন্যান্য় কাস্টোমারের রিভিউগুলো পড়ে দেখুন। সেই ব্রা পরে (your right bra)তারা কি কম্ফোর্টবেল ফিল করছেন? পজিটিভ রিভিউ পেলেই একমাত্র এগোন।
একাধিক ব্রা ট্রাই করুন – অনলাইন ব্রা কিনে থাকলে এক সঙ্গে পছন্দের সব কয়েকটি ব্রা অর্ডার করে দিন। এবং ডিপার্টমেন্টাল স্টোর হলে ট্রায়াল রুমে গিয়ে ব্রা ট্রাই করুন। কাপ মেজারমেন্ট এবং ব্যান্ডের মাপ সঠিক থাকার পরেও অনেক সময় কোনও একটি ব্রা আপনার জন্য সঠিক নাও হতে পারে। আপনার হয়তো ফুল কভারড ব্রা প্রয়োজন, কিন্তু আপনি যদি সেই ব্রা না নিয়ে অন্য ব্রা নিয়ে থাকেন তবে আপনার আনকম্ফোর্টেবল বোধ হবেই।
আন্তর্জাতিক সাইজ নিয়ে সতর্ক থাকুন – বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সাইজ কিন্তু আলাদা আলাদা হয়। ব্রিটেনে কিংবা আমেরিকায় ব্রা সাইজ একরকম হয়। আবার ভারতীয় ব্র্যান্ডের সাইজ আলাদা হয়। তাই কেনার সময় অবশ্য়ই তাদের সাইজ চার্ট ফলো করুন। সেই অনুযায়ী ডিসাইড করুন আপনার ৩৪ সি প্রয়োজন না কি ৩৬এ।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!