ADVERTISEMENT
home / চুলের যত্ন নিয়ে নানা টিপস
চুল রঙ করানোর পর চুলের যত্ন কিন্তু নিতেই হবে

চুল রঙ করানোর পর চুলের যত্ন কিন্তু নিতেই হবে

পুজোর সময় অনেকেই চুল রঙ করান। হাইলাইট করান বা গ্লোবাল হেয়ার কালার করান। কিন্তু চুলে রঙ করালেই কি কাজ শেষ? সেই রঙ যাতে অনেকদিন থাকে, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। হাইলাইট করার পর কিন্তু চুলের বিশেষ যত্নের প্রয়োজন। না হলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। চুল রঙ করার পর যত্ন (color treated hair) কীভাবে নেবেন? রঙ করা চুলের যত্ন নিয়ে বিশেষ টিপস আপনার জন্য।

রঙ করার পর অবশ্যই চুলের যত্ন নিন

চুল রঙ করার পর যত্ন কীভাবে নেবেন?

চুলে রঙ (color treated hair) করানোর আগে থেকেই যত্ন নিতে হবে

হেয়ার কালার করানোর কথা ভাবছেন? তা হলে কিন্তু আগে থেকেই চুলের যত্ন নেওয়া শুরু করতে হবে। কারণ চুলে রং করানোর জন্য চুলের আর্দ্রতা ঠিক থাকা প্রয়োজন। অন্ততপক্ষে ৩-৪ সপ্তাহ আগে চুলে কোনওরকম কেমিক্যাল ট্রিটমেন্ট করানো যাবে না। চুলকে ডিপ কন্ডিশন ও ময়শ্চারাইজ করতে হবে। বাড়িতেই আপনি হেয়ারপ্যাক বানিয়ে ফেলতে পারেন। সমপরিমাণ ডিম, দই, কলা মিশিয়ে একটা প্যাক বানিয়ে ফেলুন। এ বার সেটা চুলে লাগিয়ে ঘণ্টাখানেক রাখুন। এতে চুল পরিপুষ্ট হবে। নরম আর ময়শ্চারাইজড থাকবে (color treated hair) )।

চুলে রং করানোর (color treated hair) ৭২ ঘণ্টা পর পর্যন্ত শ্যাম্পু নয়

চুলে রং করার ৭২ ঘণ্টা পরে চুল ধুতে পারবেন। তার আগে ধুয়ে ফেললে কিন্তু চুলের রং ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কালার করে ফেলার পরে কালার প্রোটেক্ট শ্যাম্পু আর কালার প্রোটেক্ট কন্ডিশনারই ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন, আপনার শ্যাম্পুটা যেন সালফেট ফ্রি হয়।

ঘন ঘন শ্যাম্পু নয়

এই কথা মনে রাখবেন, আপনার চুলের রং কতদিন থাকবে তা সম্পূর্ণই নির্ভর করছে আপনার উপর। প্রতিদিন চুলে শ্যাম্পু করলে আপনার চুলের রং বেশিদিন নাও থাকতে পারে। শুধুমাত্র শ্যাম্পু করলেই হবে না। সঙ্গে আপনার চুলে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে। চুলের আর্দ্রতা যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভাল থাকবে ও চুলের রংও অনেক দিন থাকবে (color treated hair) । রং করা চুলের যত্ন নিতে একটু সতর্ক হতেই হবে।

ADVERTISEMENT

ঠান্ডা জলে চুল ধোবেন (color treated hair)

বিশেষজ্ঞরা গরম জলে চুল (color treated hair) ধুতে এমনিই বারণ করেন। এই ক্ষেত্রেও বিষয়টি একইভাবে প্রযোজ্য। এতে আপনার রং করা চুলের ক্ষতি। গরম জল দিয়ে চুল ধুলে কিউটিকল ওপেন হয়ে যায়, যা রং ধুয়ে যেতে সাহায্য করে। তখন শ্যাম্পু করে কন্ডিশনার লাগালে চুলের রং ধুয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি হবে। সামান্য গরম জলে স্নান করতে পারেন। না হলে সাধারণ জলেই স্নান করুন। কিন্তু গরম জল চুলে লাগাবেন না। কন্ডিশনার লাগানোর পর সাধারণ ঠান্ডা জলে চুল ধুয়ে নেবেন।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!       

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

12 Oct 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT