প্রতিটি মা-বাবাই নিজেদের সন্তানকে ভালবাসেন। তাঁদের সাধ্যমত সন্তানের সব আশা-আকাঙ্খাই পূরণ করার চেষ্টাও করেন। সন্তানের যাতে কোনওরকম কষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখেন। কিন্তু এত কিছুর মধ্যে আসল কাজটা করতেই ভুলে যান অনেক মা-বাবা। সন্তানকে আত্মনির্ভর (tips to make your child self dependent) হতে শেখানো।
সন্তানকে আত্মনির্ভর হতে শেখানো খুব জরুরি, আর এই কাজটা যত তাড়াতাড়ি শেখানো যায় তত ভাল। আত্মনির্ভর অর্থাৎ, নিজের কাজ নিজে করতে পারা, অন্য কারও মুখাপেক্ষী হয়ে না থাকা। ভবিষ্যতে আপনার সন্তান উচ্চশিক্ষা বা চাকরি অথবা অন্য যে-কোনও কারণে বাড়ির বাইরে যেতে পারে। সেখানে তো আর তাকে হাতে হাতে সব এগিয়ে দেওয়ার জন্য আপনি যাবেন না। তখন যাতে তার অসুবিধে না হয়, সেজন্য ছোট্টবেলা থেকেই তাকে নিজের কাজ নিজে করানো শেখান। এতে তার যেমন সুবিধে, আপনারও লাভ। নিজের জন্য কিছুটা হলেও সময় পাবেন। কিন্তু সন্তানকে আত্মনির্ভর হতে শেখাবেন (tips to make your child self dependent) কীভাবে!
সন্তানকে নিজের সিদ্ধান্ত নিতে দিন মাঝে মাঝে
সব সময়ে সন্তানের হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন না
না, জীবনের বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বয়স আপনার সন্তানের এখনও হয়নি, তা আমিও জানি। তবে কোনও না কোনও দিন তো তাকে জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো একাই নিতে হবে। সেই দিনটার কথা ভেবে, আজ থেকেই আপাত ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন আপনার সন্তানকে।
যেমন ধরুন, তাকে তার পছন্দমত পোশাক পরার বা রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবার খাওয়ার বা অবসর সময়ে বই পড়া বা কার্টুন দেখার সিদ্ধান্ত নিতে দিন। তবে হ্যাঁ, সব সময়ে তার মত অনুযায়ী যে চলা যাবে না, সে বিষয়েও তাকে বোঝাবেন।
দু’জনের জন্যই একটি রুটিন তৈরি করুন
আপনার সন্তানের জন্য একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলার কথা বলুন। আগে বাচ্চারা স্কুলে যেত, ফলে একটি বাধাধরা নিয়মে চলার সুযোগ ছিল। কিন্তু এখন যেহেতু স্কুলে যাওয়া হচ্ছে না, কাজেই অনেক নিয়মেই শিথিলতা এসেছে। সকালে স্নান করে ব্রেকফাস্ট করে অনলাইন ক্লাস করতে বসান, পড়ার, রিল্যাক্স করার বা টিভি দেখার নির্দিষ্ট সময় বেঁধে দিন। এতে আপনার সন্তান ডিসিপ্লিন শিখবে (tips to make your child self dependent), যা জীবনে ভাল থাকার জন্য অত্যন্ত জরুরি।
টুকটাক ঘরের কাজ করান
আপনার সন্তান যাতে ভবিষ্যতে কোনও রকম সমস্যায় না পড়ে, সেজন্য বেসিল লাইফ স্কিল জানা ও শেখা খুব জরুরি। আজও আমাদের সমাজে মেয়েরা রান্না করে আর ছেলেরা বাইরের কাজ সামলায় – এধরণের বোকা বোকা কনসেপ্টের চল অনেক বাড়িতেই আছে। কিন্তু রান্না জানা বা বাড়িঘর পরিস্কার রাখা, পোশাক কেচে ইস্ত্রি করতে জানা – এগুলো বেসিক লাইফ স্কিল। প্রতিটি মানুষেরই এগুলো শিখে রাখা দরকার। কাজেই আপনার সন্তানকেও ছোট বয়সেই এই কাজগুলো শেখান।
খাবার টেবিলে ম্যাট পাতা বা জলের গ্লাস ভরা, সপ্তাহে একদিন করে তার পড়ার টেবিল পরিস্কার করা, নিজের জামা-কাপড় নিজে ভাঁজ করে আলমারিতে তুলে রাখা – এগুলো দিয়ে শুরু করুন। দেখবেন ধীরে ধীরে শিশুর মধ্যে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা – দুটোই তৈরি হয়ে গিয়েছে।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!