ADVERTISEMENT
home / লাইফস্টাইল
মজার এই উক্তি ও জোকসের সঙ্গে এগিয়ে যান ২০২২-এ

মজার এই উক্তি ও জোকসের সঙ্গে এগিয়ে যান ২০২২-এ

আমার দাদুর একটা পার্সোনাল লাইব্রেরি ছিল। হ্যাঁ মানে বুকসেলফ নয়, লাইব্রেরি। আর তাতে যে কী বই ছিলনা, সেটা আমি জানি না। আমি অবশ্য কোনওদিনই বইপোকা নই, তবে মনে আছে, রাশি রাশি বইয়ের মধ্যে অনেক মজার জোকসের বইও ছিল। আসলে হয়ত সবসময়েই আমাদের জীবনে হাসি-মজার প্রয়োজন ছিল, এখন আরেকটু বেশি রয়েছে। সেজন্যই দেখবেন আগেকার হাস্য-কৌতুক মঞ্চ এখন স্ট্যান্ড-আপ কমেডি হয়ে গিয়েছে। (top 15 funny bangle quotes and jokes)

সারা বিশ্বে যত তাবড় ব্যক্তিত্ব রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছেন, ‘প্রাণ খুলে হাসুন’। এমনকি, বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানও বলেছেন, “হাসো, মুসকুরাও, কল হো না হো”! সত্যিই তো কাল কী হবে আমরা কেউ জানি না, এই বেলা একটু হেসে নিই বরং। আর আপনার মুখের হাসি চওড়া করতে এই মজার বাংলা জোকস গুলি আপনি পড়ে ফেলুন – 

সেরা দশ মজার উক্তি

১। বহুবছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, ‘নতুন-বছর’ ‘নতুন-বছর’ বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশী টেকেনি – শিবরাম চক্রবর্তী। (top 15 funny bangle quotes and jokes)

২। মজার ব্যাপার হলো, একটা মানুষের যখন ভয় পাওয়ার মতো কিছুই থাকে না, তখন তিনি বিয়ে করে ফেলেন – রবার্ট ফ্রস্ট।

ADVERTISEMENT

৩। ছোটবেলায় সকলেই খুব চালাকচতুর থাকে, কিন্তু যতই বড় হতে থাকে, চারধারের ধাক্কা খেয়েই হয়তো বা, ততই আরও ভোঁতা হয়ে যায় কেমন। নিতান্ত বোকা কিংবা অতিবুদ্ধি হয়ে বুদ্ধিজীবী হয়ে বুদ্ধু হয়ে যায় বোধ হয় – শিবরাম চক্রবর্তী।

৪। টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস। কারণ, এই দুটি জিনিস নির্বোধ লোকদের ব্যস্ত রাখে, ফলে তারা আর দশজনকে বিরক্ত করে না সে সময়টুকুতে – ডগলাস কুপল্যান্ড।

৫। একটা সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটা হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে হয় গবেষণা – ডেরিল ওং।

৬। জীবনে কেবল একটা এক্সারসাইজই করেছি আমি, যেসব বন্ধু এক্সারসাইজ করত তাদের কফিনের পেছনে হাঁটা – পিটার ওটুল।

ADVERTISEMENT

৭। কমিটি হলো কয়েকজন লোকের দল, যারা একা একা কোনো কিছুই করতে পারে না। তবে একসঙ্গে এমন সিদ্ধান্ত নেয়, যাতে আসলে কোনো কিছুই হয় না – ফ্রেড অ্যালেন। (top 15 funny bangle quotes and jokes)

৮। একটি ভালো উপন্যাসে একজন নায়কের সত্য ঘটনা লেখা থাকে। আর বাজে উপন্যাসে লেখা থাকে ঔপন্যাসিকের সত্য ঘটনা – জি কে চেস্টারটন।

৯। কী করে রিলাক্স করা সম্ভব – এই বিষয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু একসময় ঘুমিয়ে পড়লাম আমি – জিম লয়।

১০। আমি ব্যর্থ হইনি। আমি শুধু ব্যর্থ হওয়ার ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি – টমাস আলভা এডিসন।

ADVERTISEMENT

সেরা পাঁচ মজার জোকস

১। মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন—

স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর

স্ত্রী: সাজ্জাদ সাহেব! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!

স্বামী: আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে

ADVERTISEMENT

২। জঙ্গলে এক শিকারী এক বাঘের মুখোমুখি, এদিকে বন্দুকে গুলি শেষ! তখন ছোটবেলার গল্প মনে করে তিনি নিশ্বাস বন্ধ করে মড়ার ভান করে পড়ে রইলেন। বাঘ এল ,শুঁকলো,তারপর এক জোর থাপ্পড় কষিয়ে বলল’ এসব পায়তারা ভাল্লুকের সাথে মারবি’!

৩। একটা পিঁপড়ে হাতির ওপর বসে যাচ্ছিল। এমন সময় সামনে একটা নড়বড়ে সেতু পড়ল। সেটা দেখে পিঁপড়ে হাতিকে বলল: কিরে যেতে পারবি? না আবার নামতে হবে? (top 15 funny bangle quotes and jokes)

৪। এক মহিলা বাসে সিট না পেয়ে বললঃ “যে আমাকে সিটে বসতে দেবেন, তাকে আমি দেখাবো আমার এপেন্ডিসাইটিসের অপারেশানটা কোথায় হয়েছে!”

সাথে সাথে একটি ছেলে সরে গিয়ে সিটে জায়গা করে দিল। মহিলাটি জানালার পাশে বসে আছে।

ADVERTISEMENT

এবার ছেলেটি বললঃ “এখন দেখান আপনার অপারেশানটি কোথায় হয়েছিল?!”

বাসটি একটি হাসপাতালের কাছে এলে মহিলাটি সাথে সাথে বলে উঠলঃ “ঐ তো, ঐ হাসপাতালে হয়েছিল!”

৫। এক পার্টি তে এক ভদ্রলোক বসে আছেন, ঠিক তখন এক অসাধারন সুন্দরী মেয়ে তাকে এসে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’

লোকটি উতফুল্ল হয়ে বলল, অবশ্যই!

ADVERTISEMENT

মেয়েটির জবাব, তাহলে চেয়ার টা একটু ছাড়েন, আমি বসব। 

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

07 Feb 2022

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT