আপনি কোনও এক মডেলের হাতে একটা নির্দিষ্ট রঙের নেলপলিশ (top 5 nail polish for dusky skin tone) দেখলেন এবং সেই রং-টি আপনার খুব পছন্দ হল। কিন্তু সেই নেলপলিশটি পরে দেখলেন যে আপনাকে ওই রং-টি একদম মানাচ্ছে না। তার কারণ হয়তো আপনার এবং সেই মডেলের স্কিনটোন আলাদা। আবার অনেকসময়ে এরকমও হয় যে হয়তো আপনার স্কিনটোন শ্যামলা, তাই উজ্জ্বল রং আপনি পরতে চান না। কিন্তু আপনি কি জানেন যে শ্যামলা স্কিনটোনের মেয়েদেরকে প্যস্টেল শেডের জায়গায় উজ্জ্বল রং-গুলোই বেশি মানায়? এখানে কয়েকটা দারুণ নেলপলিশের শেডের কথা জানাচ্ছি যেগুলো অবশ্যই আপনার ট্রাই করা উচিত।
১। নিওন পিঙ্ক
গোলাপি রঙ পছন্দ? তাহলে প্যাস্টেল বা বেবি পিঙ্কের বদলে ট্রাই করুন হট পিঙ্ক নেলপলিশ। Myglamm-এর LIT Nail Enamel রেঞ্জের Babe শেডটি (top 5 nail polish for dusky skin tone) ট্রাই করতে পারেন। বাইরে থেকে মিষ্টি ভিতর থেকে দুষ্টু – আপনিও যদি এমনি হন তাহলে এই শেডটি আপনারই জন্য
উপকারিতা
- প্রত্যেক স্ট্রোকে ফ্রেশ ম্যানিকিওর
- দারুণ টেক্সচার
- বহুদিন পর্যন্ত টেকসই
- সুপার সলিড কালার পে-অফ
- লাগানো সহজ
২। নিওন লাইল্যাক
আপনার যদি গায়ের রং শ্যামলা হয় তাহলে এই রং-টি পরতে দ্বিধা করবেন না, ভালই মানাবে আপনাকে। Myglamm-এর LIT Nail Enamel রেঞ্জের Bold Digger শেডটি ট্রাই করতে পারেন।
উপকারিতা
- প্রত্যেক স্ট্রোকে ফ্রেশ ম্যানিকিওর
- দারুণ টেক্সচার
- বহুদিন পর্যন্ত টেকসই
- সুপার সলিড কালার পে-অফ
- লাগানো সহজ
৩। স্কারলেট
বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন বা বাড়িতেই পার্টির আয়জন করেছেন? তাহলে ট্রাই করতে পারেন Myglamm-এর LIT Nail Enamel রেঞ্জের Thirsty শেডটি (top 5 nail polish for dusky skin tone)। স্কারলেট আর কমলার মিশ্রণে তৈরি এই শেডটি শ্যামলা মেয়েদের জন্য পারফেক্ট
উপকারিতা
- প্রত্যেক স্ট্রোকে ফ্রেশ ম্যানিকিওর
- দারুণ টেক্সচার
- বহুদিন পর্যন্ত টেকসই
- সুপার সলিড কালার পে-অফ
- লাগানো সহজ
৪। জেট ব্ল্যাক
কালো রঙের নেলপলিশ শ্যামলা বা যাদের স্কিনটোন গমের মতো তাদেরকে খুব ভালো মানায়। আপনি চাইলে কালো নেলপলিশের ওপরে অন্য কোনও রঙ দিয়ে স্টাইলিশ নেল আর্টও তৈরি করে নিতে পারেন। Myglamm-এর Wanderlust Chrome Matte Nail Polish রেঞ্জের Havelock শেডটি।
উপকারিতা
- প্রত্যেক স্ট্রোকে ফ্রেশ ম্যানিকিওর
- দারুণ টেক্সচার
- বহুদিন পর্যন্ত টেকসই
- সুপার সলিড কালার পে-অফ
- লাগানো সহজ
৫। পার্পল
আপনি যদি বেগুনি শেড (top 5 nail polish for dusky skin tone) পছন্দ করেন তাহলে এই গ্রেপ পার্পল শেডের নেলপলিশ ট্রাই করে দেখতে পারেন। Myglamm-এর Wanderlust Chrome Matte Nail Polish রেঞ্জের Bermuda শেডটি একটা শাইনি মেটালিক লুক দেবে আপনাকে।
উপকারিতা
- প্রত্যেক স্ট্রোকে ফ্রেশ ম্যানিকিওর
- দারুণ টেক্সচার
- বহুদিন পর্যন্ত টেকসই
- সুপার সলিড কালার পে-অফ
- লাগানো সহজ
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!