সে আপনারা যাই বলুন, যতই সোনার গয়না আর হিরের গয়নার দোহাই দিন, জাঙ্ক জুয়েলারি (top 5 places in kolkata to shop junk jewellery in budget) ইজ জাঙ্ক জুয়েলারি। আর এই জাঙ্ক জুয়েলারির প্রতি মেয়েদের আকর্ষণ চিরন্তন। দাম কম, দেখতে সুন্দর এবং সব রকমের পোশাক, সে পশ্চিমিই হোক বা ভারতীয়, সব কিছুর সঙ্গে মানানসই এই জাঙ্ক জুয়েলারি। অনেকের তো রীতিমতো নেশা আছে এইসব গয়না কেনার। আর যাঁদের এই নেশা আছে, মানে রাস্তা দিয়ে চলার সময় বা বাসে জানলার পাশে বসে জাঙ্ক জুয়েলারির কোনও স্টল দেখতে পেলেই যাঁরা নিজেকে মোটেও সামলে রাখতে পারেন না, তাঁদের একটু বাজেটের কথা ভাবতেই হয়। আর তাই তো আমরা নিয়ে এসেছি এমন কয়েকটা দোকানের তালিকা, যেখানে আপনি পেয়ে যাবেন বাজেটের মধ্যে দুর্দান্ত জাঙ্ক জুয়েলারির (top 5 places in kolkata to shop junk jewellery in budget) সন্ধান। আসুন দেখে নেওয়া যাক।
করিশমা’জ
এই দোকানে গয়নার দাম সবচেয়ে কম। হাতফুল, বাজুবন্ধ আর দেব-দেবীর ছবি বসানো কানের দুল এঁদের স্পেশ্যালিটি।
ঠিকানা: শপ নম্বর এফ ৫৪, ধর্মতলা, নিউ মার্কেট, কলকাতা ৮৭ (নাহুমস কেকের দোকানের বিপরীতে)
ফোন: ৯৩৩০০ ৩৪৩৫১
গয়নার দাম শুরু ৫০ টাকা থেকে
এশিয়ান আর্ট
এখানকার রুপোর গয়না খুব বিখ্যাত। বিশেষ করে এখানকার চোকার, কান পাশা, আংটি আর বালা জুয়েলারির (top 5 places in kolkata to shop junk jewellery in budget)দেখলে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন না!
ঠিকানা: এফ ৬১, ধর্মতলা, লিন্ডসে স্ট্রিট, কলকাতা ৮৭
ফোন: ৯৮৩০৯ ৮৩৫৬৬ / ৯০৮৮২ ৪১২৭৫
গয়নার দাম শুরু ১০০ টাকা থেকে
সোমবার থেকে শনিবার দোকান খোলা থাকে সকাল সাড়ে ১১টা থেকে আটটা পর্যন্ত
ভয়লা
ভয়লা প্রথম অনলাইনেই তাদের ব্যবসা শুরু করেছিল। বর্তমানে অ্যাক্রোপলিস ও লেক মলে এদের দুটো দোকান আছে। ভয়লার জাঙ্ক জুয়েলারি অসম্ভব আকর্ষণীয়। আর এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও এর দাম খুব একটা বেশি নয়। গর্জাস জাঙ্ক জুয়েলারি, যা আপনি বিয়ে বা অন্য অনুষ্ঠানে পরতে পারবেন, তার সম্ভার বিশাল এখানে।
ঠিকানা: শপ নম্বর কে এফ ০২, সেকেন্ড ফ্লোর, অ্যাক্রোপলিস মল, ১৮৫৮/১, রাজডাঙ্গা মেন রোড, কলকাতা ৭০০১০৭
দোকান প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত ন’টা পর্যন্ত
ফোন: ০৭৬৭৬১ ১১০২২
গয়নার দাম শুরু ৩০০ টাকা থেকে
চাম্বা লামা
জার্মান সিলভার জুয়েলারির জন্য বিখ্যাত এই দোকান। যাঁরা বছরে অন্তত দুবার দার্জিলিং যান, তাঁরা সেখানকার ম্যালেও এই দোকানের ব্রাঞ্চ দেখে থাকবেন। মিনাকারি গয়নার জুয়েলারির (top 5 places in kolkata to shop junk jewellery in budget) জন্য বিশেষ খ্যাতি আছে এই দোকানের।
ঠিকানা: ৫৮, ৫৯, ৬০ নিউ মার্কেট, কলকাতা ৮৭
ফোন: ৯৯০৩৪ ৯০৯৬৮
গয়নার দাম শুরু ২০০ টাকা থেকে
সোমবার থেকে শনিবার দোকান খোলা থাকে পৌনে ১০টা থেকে সাড়ে আটটা পর্যন্ত
দিপা
কস্টিউম জুয়েলারির নেশা আছে যাঁদের, তাঁরা অবশ্যই এখানে একবার আসবেন। দোকানটির ছোট্ট কলেবর দেখে মোটেও ঘাবড়ে যাবেন না। আপনি ভাবতেও পারবেন না, এঁদের কালেকশানের রেঞ্জ! সারা ভারত থেকে খুঁজে-খুঁজে জাঙ্ক জুয়েলারি নিয়ে আসেন এঁরা। বিশেষ করে পাথর সেটিং করা গয়নার জন্য বিখ্যাত এই দোকান।
ঠিকানা: শপ নম্বর ই (এন) ৬-৭, নিউ মার্কেট
রবিবার ছাড়া প্রতিদিন দোকান খোলা থাকে এগারোটা থেকে আটটা পর্যন্ত
গয়নার দাম শুরু ১০০ টাকা থেকে
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!