আপনি মেকআপ করতে পছন্দ করুন বা না করুন, যে বস্তুটি আপনার কাছেও নিশ্চয়ই আছে, সেটি হল কাজল পেনসিল (top 6 kajal eyeliner pencil for bengali women)। বাঙালি মহিলার চোখের জাদুতে কবি থেকে শুরু করে বলিউডি স্টার, সক্কলে কাত। সেই কবে জীবননানন্দ লিখে গিয়েছিলেন বনলতা সেনের পাখির নীড়ের মতো চোখের কথা…এই চোখ তো আর ভাই পুরোটা উপরওয়ালার দান নয়, বা অবাঙালিরা যেটা বলে ‘উয়ো তো মছলি খাকে মিলতা হ্যায়’, সেটিও নয়, এই চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে আমরা সকলেই ব্যবহার করি কাজল কিংবা আই পেনসিল কিন্তু কোন আই পেনসিল কিংবা কাজল আমার চোখের জন্য ভাল? যাঁদের চোখ ভাসা-ভাসা তাঁরা যে কাজল ব্যবহার করবেন, যাঁদের চোখ পটোলচেরা, তাঁরাও কি সেটা ব্যবহার করতে পারেন? কোন-কোন রংয়ের আই পেনসিল বাঙালি মেয়েদের চোখে ভাল লাগবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমরা আজ।
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!