ADVERTISEMENT
home / Planning
বিয়ে বা যে-কোনও শুভ অনুষ্ঠান আয়োজনের জন্য কলকাতার সেরা ১২টি ব্যাঙ্কোয়েট হলের হদিশ

বিয়ে বা যে-কোনও শুভ অনুষ্ঠান আয়োজনের জন্য কলকাতার সেরা ১২টি ব্যাঙ্কোয়েট হলের হদিশ

শীতকাল চলে এসেছে, আর শীতকাল মানে কিন্তু বিয়ের মরসুম। আপনাদের অনেকেরই হয়ত বাড়িতে ইতিমধ্যে বিয়েবাড়ির নিমন্ত্রণপত্রও আসতে শুরু করেছে। তবে বিয়েবাড়ি মানে কিন্তু হাজার একটা কাজ। কথায় বলে না, “লাখ কথা না হলে বিয়ে হয় না!” আগেকার দিনে বাড়িতেই ম্যারাপ বেঁধে এবং প্যান্ডেল করে বিয়ার মণ্ডপ, বর-কনের বসার জায়গা, অতিথিদের বসার জায়গা, ভোজের জায়গা – সবই করা হত। তবে এখন পরিবারের সঙ্গে সঙ্গে যেহেতু বাড়ির আয়তনও দু’কামরায় এসে ঠেকেছে, কাজেই বাড়িতে প্যান্ডেল বা ম্যারাপ বেঁধে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা প্রায় অসম্ভব! কাজেই বিয়ের অনুষ্ঠান হোক বা অন্য যে-কোনোও অনুষ্ঠান, ব্যাঙ্কোয়েট হল (Banquet Halls) ভাড়া নিতেই হয়। তবে বিয়ের অনুষ্ঠানের জন্য যখন ব্যাঙ্কোয়েট ভাড়া (Best Banquet Halls In Kolkata) নেবেন তার আগে কিন্তু বেশ অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়।

বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট হল বুকিং করার আগে মাথায় রাখুন কয়েকটি বিষয় (Tips For Booking A Banquet Hall)

বিয়ের (Wedding) তোড়জোড় কিন্তু চাট্টিখানি কথা নয়। বর-কনের বিয়ের কেনাকাটা থেকে শুরু করে অতিথিদেরকে কী খাওয়ানো হবে – সবকিছুই ভাবতে হয় এবং তার জোগাড়যন্ত্রও করতে হয়। আর এই প্রতিটি বিষয় যাতে ঠিকঠাকভাবে হয় সেদিকে নজর রাখাটাও কিন্তু বেশ একটা ঝক্কির ব্যাপার। মাঝখান থেকে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ভোগায় সেটা হল বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল (Banquet Hall For Wedding) ঠিক করা। বেশ কিছু বিষয় মাথায় না রাখলে বিয়ের দিন কিন্তু মুশকিল হতে পারে।

বিয়ের ভোজে তাক লাগাতে রইল কলকাতার সেরার সেরা ২০টি কেটারারের হদিশ!

ADVERTISEMENT

১। বাজেট (Budget)

একটা বিয়ের অনুষ্ঠান মানে কিন্তু বিশাল খরচের ব্যাপার। প্রতিটি আলাদা খাতের জন্য আলাদা আলাদা করে বাজেট ঠিক করাটা তাই দরকার। বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট হল বুকিং করার আগে তাই এর জন্যও একটা মোটামুটি বাজেট ঠিক করে ফেলুন। এবারে সেই বাজেট অনুযায়ী চেষ্টা করুন যাতে ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে পারেন। ধরুন আপনার এমন একটা ব্যাঙ্কোয়েট হল পছন্দ হল, যেটি আপনার বাজেটের অনেকটা বাইরে, সেক্ষেত্রে অনশ্যই অন্যান্য অপশন দেখতে হবে। আবার ধরুন আপনার বাজেট অনুযায়ী ব্যাঙ্কোয়েট হল পেলেন কিন্তু তাতে আরও বাকি সুযোগ-সুবিধে রয়েছে কিনা সেটাও দেখতে হবে, তবেই বুকিং করতে পারবেন!

২। লোকেশন (Location)

ব্যাঙ্কোয়েট হল বুকিং করার আগে দেখে নিন যে বিয়েবাড়িটি ঠিক কোন জায়গায়। যেহেতু ব্যাঙ্কোয়েট হলে শুধুমাত্র বর-কনে এবং তাঁদের পরিবারের লোকজনই আসবেন না, নানা জায়গা থেকে নিমন্ত্রিত অতিথিরাও আসবেন, কাজেই বিয়েবাড়িতে পৌঁছনো যাতে সবার জন্যই সুবিধেজনক হয় সেদিকেও নজর দিতে হবে। এমন জায়গায় ব্যাঙ্কোয়েট হল বুকিং করুন (Banquet Hall For Wedding) যেখানে যান-বাহনের সমস্যা নেই, অর্থাৎ সব জায়গা থেকেই সেই নির্দিষ্ট লোকেশনে সহজে পৌছনো যায়। যদি আপনি অবশ্য ডেস্টিনেশন ওয়েডিং করতে চান সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ নিমন্ত্রিত অতিথিরা আপনার ঠিক করা ব্যাঙ্কোয়েট হলের কাছাকাছিই বিয়ের কয়েকদিন থাকবেন!

৩। সুযোগ-সুবিধে (Facilities)

ব্যাঙ্কোয়েট হল বুকিং করার সময়ে আরও যে বিষয়টা দেখে নেবেন, তা হল ভাড়া করা বিয়েবাড়িতে ঠিক কী কী সুযোগ-সুবিধে আপনি পাচ্ছেন। এখন বেশিরভাগ ব্যাঙ্কোয়েট হলেই কেটারিং-এরও ব্যবস্থা থাকে। যদি আপনার বুক করা বিয়েবারিতেও সেরকম কোনও ব্যবস্থা থাকে তাহলে আগে থেকেই জেনে নিন যে মেনু কাস্টমাইজড করা যায় নাকি সেট মেনুতেই কাজ চালাতে হবে। কেটারিং-এর জন্য আলাদা টাকা পয়সা দিতে হবে নাকি ব্যাঙ্কোয়েট হলের ভাড়ার মধ্যেই তা ধরা হবে।

এছাড়াও, ব্যাঙ্কোয়েট হলে অতিরিক্ত কোনও ঘর পাওয়া যাবে কিনা, যেখানে অতিথিরা প্রয়োজনে বিশ্রাম নিতে পারেন। অথবা কোনও অতিথির সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তা হলে সে যাতে ঘুমোতে পারে সেজন্য খেয়াল রাখবেন যে অন্তত দু’টি অতিরিক্ত ঘর থাকবে কি না সে ব্যাপারেও জেনে নেবেন। বিয়েবাড়িতে কটা ওয়াশরুম আছে (Banquet Hall For Wedding) সেটা জেনে নেবেন। এমন যেন না হয় যে অতিথিদের ওয়াশরুমের লাইনেই দাঁড়িয়ে থাকতে হল!

ADVERTISEMENT

৪। সময় (Time)

সময় থাকতে ব্যাঙ্কোয়েট হল বুকিং করাটা খুব জরুরি। বেশিরভাগ সময়েই দেখা যায় যেহেতু একটি দিনে অনেকগুলো বিয়ের অনুষ্ঠান থাকে, কাজেই ব্যাঙ্কোয়েট হল পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। বিয়ের অন্তত ছয় মাস আগে থেকে যদি ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে পারেন তাহলে অনেক সমস্যা এড়ানো যায়। এমন যেন না হয় যে বর-কনে-অতিথিরা সবাই তৈরি, কিন্তু বিয়েবাড়ি পাওয়া গেল না!

কলকাতার সেরা ১২টি ব্যাঙ্কোয়েট হল (Top Banquet Halls In Kolkata)

বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হল ভাড়া নেওয়ার আগে কী কী বিষয় মাথায় রাখবেন সে ব্যাপারে তো না হয় কিছুটা হলেও আইডিয়া হল, কিন্তু কোন ব্যাঙ্কোয়েট হল বুকিং করবেন সে ব্যাপারেও তো একটু ধারণা থাকা দরকার তাই না? যতই হোক, বিয়ে তো একবারই করবেন!

বলা হয়, স্বামী-স্ত্রী সাত পাকে বাঁধা, কিন্তু বিয়ের এই সাতটি পাকের মাহাত্ম্য জানা আছে কি?

ADVERTISEMENT

১। পি সি চন্দ্র গার্ডেন (PC Chandra Garden)

Instagram

পি সি চন্দ্র গার্ডেন, কলকাতার অন্যতম বিয়েবাড়ির ভেনুগুলির মধ্যে একটি। তবে শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানের জন্যই নয় (Banquet Hall For Wedding), জন্মদিন থেকে শুরু করে কর্পোরেট ইভেন্ট – নানা অনুষ্ঠানেই এঁরা ব্যাঙ্কোয়েট হল ভাড়া দেন।

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ডেকোরেশনের ব্যবস্থা রয়েছে।

ADVERTISEMENT

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – নেই

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে রয়েছে, তবে চাইলে আপনি বাইরে থেকেও ডিজে আনতে পারেন। তবে তার জন্য আগে থেকে কথা বলে রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে।

ADVERTISEMENT

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের তিনটি ব্যাঙ্কোয়েট হল রয়েছে। এক নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ ৫০০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ৭০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন; দুই নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ ১৫০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ৩০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন। এছাড়াও বাইরে একটি বড় লন রয়েছে যেখানে একসঙ্গে ২৫০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ৩০০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ঠিকানা – ১৪৪, ই এম বাইপাস, কলকাতা – ৭০০১০৫ (সায়েন্স সিটির ঠিক উল্টো দিকে)

ফোন নম্বর – ৯৬৭৪১০০০৫৯

ADVERTISEMENT

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

২। ইব্রা ব্যাঙ্কোয়েট (Ibrah Banquet)

মধ্য কলকাতার প্রথম সারির ব্যাঙ্কোয়েট হলগুলির মধ্যে অন্যতম হল ইব্রা ব্যাঙ্কোয়েট (Top Banquet Halls In Kolkata)। বিয়েবাড়ির অনুষ্ঠান সহ আশীর্বাদ, স্বাদ, বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন – নানা শুভ অনুষ্ঠানে এই ইব্রা ব্যাঙ্কোয়েট ভাড়া দেওয়া হয়।

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

ADVERTISEMENT

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – কনের সাজার জন্য একটি ঘর ভাড়া দেওয়া হয়, তবে অন্য কোনও অতিরিক্ত ঘর নেই।

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে রয়েছে, তবে চাইলে আপনি বাইরে থেকেও ডিজে আনতে পারেন। তবে তার জন্য আগে থেকে কথা বলে রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের দুটি ব্যাঙ্কোয়েট হল রয়েছে। এক নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ ৩২০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ৪০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন; দুই নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ ১০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ১৫০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন।

ADVERTISEMENT

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – আপনি চাইলে যে-কোনও একটি ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে পারেন আবার প্রয়োজন হলে দুটোই বুকিং করতে পারেন।

ঠিকানা – ৮৩ এ, ইলিয়ট রোড, তালতলা, কলকাতা – ৭০০০১৬

ফোন নম্বর – ৭০০৩১১৯৭২৫

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ADVERTISEMENT

 

৩। হোটেল হাজারদুয়ারি (Hotel Hazarduari)

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

কেটারিং পলিসি – ইন হাউজ কেটারার  

অ্যালকোহল পলিসি – এঁদের কোনও ইন-হাউজ ব্যবস্থা নেই, তবে বাইরে থেকে আনিয়ে নিতে পারেন।

ADVERTISEMENT

অতিরিক্ত ঘর – মোট ১২টি ঘর আছে

ডিজে পলিসি – ইন-হাউজ বা বাইরের – যে-কোনও ডিজে অ্যালাউ করেন এঁরা।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটি ব্যাঙ্কোয়েট হল রয়েছে যেখানে একসঙ্গে ১৯০ জন নিমন্ত্রিত অতিথি বসতে পারেন এবং ৩৫০ জন আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ADVERTISEMENT

ঠিকানা – ২৩৮, ২২, যশোর রোড, বিরাটি, কলকাতা – ৭০০০৮১  

ফোন নম্বর – ৯০৭৩২৬৪৯৩৭

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

৪। দ্য ব্যাঙ্কোয়েট (The Banquet)

দক্ষিণ কলকাতার জমজমাট এলাকায় অবস্থিত এই ব্যাঙ্কোয়েট হলটি (Best Banquet Halls In Kolkata) কিন্তু বেশ আগে থেকে বুকিং না করলে পাওয়া মুশকিল।

ADVERTISEMENT

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – নেই

ADVERTISEMENT

ডিজে পলিসি – এঁদের কোনও ইন-হাউজ ডিজে নেই, তবে চাইলে আপনি বাইরে থেকেও ডিজে আনতে পারেন। তবে তার জন্য আগে থেকে কথা বলে রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটি ব্যাঙ্কোয়েট হল এবং একটি লন রয়েছে।  ব্যাঙ্কোয়েট হল-এ ৪০০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ৮০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন; লনে ১০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ২০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – আপনি চাইলে যে-কোনও একটি ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে পারেন আবার প্রয়োজন হলে দুটোই বুকিং করতে পারেন।

ঠিকানা – ৭৭ সি, রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা – ৭০০০২৬

ADVERTISEMENT

ফোন নম্বর – ৯৮৩১৮২৪৭২৭

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

৫। কাসা ব্রডওয়ে (Hotel Casa Broadway)

উত্তরপূর্ব কলকাতা বা শহরতলির অথবা সল্টলেকের দিকে কোনও শুভ অনুষ্ঠানের জন্য যদি ব্যাঙ্কোয়েট হলের সন্ধান করেন তাহলে কাসা ব্রডওয়ে কিন্তু বেশ ভাল একটি অপশন।

ডেকোরেশন পলিসি – বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নিলে বাইরে থেকে লোক দিয়ে ডেকরেশন করাতে পারেন।

ADVERTISEMENT

কেটারিং পলিসি – এঁদের ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা রয়েছে এবং ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে গেলে এখানকার কেটারিং-ই নিতে হবে। বাইরের কোনও কেটারার এঁরা অ্যালাউ করেন না।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ বার-এর ব্যবস্থা নেই তবে বললে বাইরের থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – এখানে মোট ৩৫টি ঘর রয়েছে। তবে ব্যাঙ্কোয়েট হল ভাড়া (Top Banquet Halls In Kolkata) নিলে কটি ঘর দেওয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়াটা ভাল।

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ডিজে নেই, চাইলে আপনি বাইরে থেকে ডিজে আনতে পারেন।

ADVERTISEMENT

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটিই ব্যাঙ্কোয়েট হল রয়েছে। এখানে একসঙ্গে ১৪০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ২৪০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – ইন্ডোর

ঠিকানা – এ ই ব্লক, সেক্টর ১, বিধাননগর, সল্ট লেক  

ফোন নম্বর – ৯৮৩১২২১০৬১

ADVERTISEMENT

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

Shutterstock

৬। জে এম এস ভিলা অ্যান্ড গার্ডেন (JMS Villa & Gardens)

বাইপাসের ধারে সবুজে ঘেরা এই দারুণ ব্যাঙ্কোয়েট হলটি বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য সব রকম শুভ কাজের জন্য বুকিং করা যেতে পারে।

ADVERTISEMENT

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

কেটারিং পলিসি – বাইরের কোনও কেটারার দেকে আপনি খাবারের ব্যবস্থা করাতে পারেন।

অ্যালকোহল পলিসি – এঁদের কোনও ইন-হাউজ ব্যবস্থা নেই, তবে বাইরে থেকে আনিয়ে নিতে পারেন।

অতিরিক্ত ঘর – নেই

ADVERTISEMENT

ডিজে পলিসি – ইন-হাউজ বা বাইরের – যে-কোনও ডিজে অ্যালাউ করেন এঁরা।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটি ব্যাঙ্কোয়েট হল রয়েছে যেখানে একসঙ্গে ৮০ জন নিমন্ত্রিত অতিথি বসতে পারেন এবং ১৫০ জন আসতে পারেন। এছাড়া একটি বড় লন রয়েছে যেখানে ৬০০ জনের বসার জায়গা আছে এবং একসঙ্গে ৮০০ জন আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ঠিকানা – ৪৫৬, আনন্দপুর হাই রোড, মধুরদহ, হুসেনপুর, কলকাতা – ৭০০১০৭

ADVERTISEMENT

ফোন নম্বর – ৭৭৬৭০০১০০০

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

৭। দ্য কেনিলওর্থ হোটেল (Kenilworth Hotel Kolkata)

বলা যেতে পারে একেবারে ‘হার্ট অফ দ্য সিটি’-তে অবস্থিত এই ব্যাঙ্কোয়েট হলটি (Top Banquet Halls In Kolkata)। বিয়েবাড়ির অনুষ্ঠানে আগৎ অতিথিদের থাকার ব্যবস্থাও এখানে করা যেতে পারে।

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

ADVERTISEMENT

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। বাইরের কোনও কেটারার এঁরা অ্যালাউ করেন না।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ বার রয়েছে এবং এখান থেকেই লিকার সার্ভ করা হয়।

অতিরিক্ত ঘর – নেই।

ডিজে পলিসি – এঁদের ব্যাঙ্কোয়েটে ডিজে অ্যালাউ করা হয় না।

ADVERTISEMENT

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটিই বড় ব্যাঙ্কোয়েট হল যেখানে একসঙ্গে ৫০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং একসঙ্গে ৮০০ জন অতিথি আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – চাইলে ইন্ডোর ও আউটডোর দুটো জায়গাই বুকিং করতে পারেন।  

ঠিকানা – ১ ও ২ লিটল রাসেল স্ট্রিট, পার্ক স্ট্রিট, কলকাতা  

ফোন নম্বর – ০৩৩-২২৮২৩৯৩৯

ADVERTISEMENT

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

বিয়েবাড়িতে পরার মতো পাঁচটি দারুণ কানের দুলের ডিজাইন, কোনটা পছন্দ আপনার?

৮। হোটেল রয়্যাল গার্ডেন (Hotel Royal Garden)

বলা যেতে পারে একেবারে ‘হার্ট অফ দ্য সিটি’-তে অবস্থিত এই ব্যাঙ্কোয়েট হলটি। বিয়েবাড়ির অনুষ্ঠানে আগৎ অতিথিদের থাকার ব্যবস্থাও এখানে করা যেতে পারে।

ডেকোরেশন পলিসি – এঁদের ইন-হাউজ ক্যাটালগ রয়েছে, সেখান থেকে পছন্দ করে আপনি ডিজাইন দিতে পারেন।

ADVERTISEMENT

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। বাইরের কোনও কেটারার এঁরা অ্যালাউ করেন না।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ বার রয়েছে এবং এখান থেকেই লিকার সার্ভ করা হয়।

অতিরিক্ত ঘর – এঁদের মোট ৪৫টি ঘর রয়েছে, আপনি বিয়ের অনুষ্ঠান, অতিথিদের থাকার জন্য যতগুলো প্রয়োজন ঘর বুকিং করতে পারেন।

ডিজে পলিসি – এঁদের ব্যাঙ্কোয়েটে ডিজে অ্যালাউ করা হয় না।

ADVERTISEMENT

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটিই বড় ব্যাঙ্কোয়েট হল যেখানে একসঙ্গে ৪২০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং একসঙ্গে ৭০০ জন অতিথি আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – এঁদের একটিই ব্যাঙ্কোয়েট হল।

ঠিকানা – ১৬৩ এ, পার্ক স্ট্রিট মেইন রোড, কলকাতা – ৭০০০১৭

ফোন নম্বর – ০১১-৪০১৩৯৬৮০

ADVERTISEMENT

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

৯। রাজকুটির, স্বভূমি (Raajkutir Swabhumi)

ডেকোরেশন পলিসি – চাইলে বাইরে থেকে লোক দিয়ে ডেকরেশনের ব্যবস্থা করতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন।

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

ADVERTISEMENT

অতিরিক্ত ঘর – এখানে মোট ৩৩টি ঘর রয়েছে। অনুষ্ঠানের জন্য কোন কোন ঘর ভাড়া দেওয়া হয় সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়া ভাল।

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে নেই, তবে চাইলে বাইরে থেকে ডিজে ভাড়া করতে পারেন।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের তিনটি ইন্ডোর ব্যাঙ্কোয়েট হল (Best Banquet Halls In Kolkata) রয়েছে এবং দুটি আউটডোর ব্যাঙ্কোয়েট হল রয়েছে। এক নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ অর্থাৎ রঙমঞ্চে ২৫০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ৪০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন; দুই নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ অর্থাৎ রাস মঞ্চ ১-এ ২০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ২৫০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন; তিন নম্বর ব্যাঙ্কোয়েট হল-এ অর্থাৎ রাস মঞ্চ ২-এ ২৫০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ৩০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন। এছাড়াও বাইরে দুটি ওপেন ব্যাঙ্কোয়েট রয়েছে।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ADVERTISEMENT

ঠিকানা – রাজকুটির, স্বভূমি, নারকেলডাঙ্গা মেইন রোড, কাদাপাড়া, কলকাতা

ফোন নম্বর – ০৩৩-৪০৮৪৪৮৪৮

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

১০। দ্য কনক্লেভ ক্লাব ভারডে ভিস্তা (The Conclave Club Verde Vista)

খোলামেলা জায়গায় যদি বিয়ের অনুষ্ঠান করতে চান তাহলে দক্ষিণ শহরতলির গড়িয়ার দ্য কনক্লেভ ক্লাব ভারডে ভিস্তা কিন্তু বেশ ভাল অপশন (Top Banquet Halls In Kolkata)!

ADVERTISEMENT

ডেকোরেশন পলিসি – চাইলে বাইরে থেকে লোক দিয়ে ডেকরেশনের ব্যবস্থা করতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন।

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – এঁদের মোট চারটি ঘর রয়েছে, তবে বিয়ের জন্য বা অন্য কোনও অনুষ্ঠানে ব্যাঙ্কোয়েট হলের সঙ্গে অতিরিক্ত কটি ঘর দেন, সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকে কথা বলে নেওয়াটা ভাল।

ADVERTISEMENT

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে নেই, তবে চাইলে বাইরে থেকে ডিজে ভাড়া করতে পারেন।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটিই বড় ব্যাঙ্কোয়েট হল যেখানে একসঙ্গে ১০০০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং একসঙ্গে ১২০০ জন অতিথি আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়াটা ভাল

ঠিকানা – দ্য কনক্লেভ ক্লাব ভারডে ভিস্তা, ২০৫২, পঞ্চসায়র, চক গড়িয়া, কলকাতা – ৭০০০৯৪

ADVERTISEMENT

ফোন নম্বর – ০৩৩-২৪২৩৯৯০০

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

১১। ক্লাব ইকো ভিস্তা (Club Eco Vista)

বিয়ের অনুষ্ঠান হোক অথবা অন্য যে-কোনও শুভ অনুষ্ঠান, ছোট হোক বা বড় – সব রকম কাজের জন্যই ক্লাব ইকো ভিস্তা ব্যাঙ্কোয়েট হল (Best Banquet Halls In Kolkata) ভাড়া পাওয়া যায়।

ডেকোরেশন পলিসি – চাইলে বাইরে থেকে লোক দিয়ে ডেকরেশনের ব্যবস্থা করতে পারেন, তবে সেক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন।

ADVERTISEMENT

কেটারিং পলিসি – এঁরা ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা করেন। তবে যদি কেউ চান সেক্ষেত্রে বাইরের কেটারারকেও অর্ডার দিতে পারেন। বাইরে থেকে কোনও কেটারার এলে আগে থেকে ব্যাঙ্কোয়েট হলের কর্তৃপক্ষের সঙ্গে বুকিং-এর সময়ে কথা বলে নেওয়াটা ভাল।

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ কোনও ব্যবস্থা নেই, তবে বললে এঁরা বাইরে থেকে ব্যবস্থা করে দেন।

অতিরিক্ত ঘর – নেই

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে রয়েছেন, তাঁর সঙ্গেও আপনি কন্ট্রাক্ট করতে পারেন, আবার চাইলে বাইরে থেকেও ডিজে ভাড়া করতে পারেন।

ADVERTISEMENT

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – ইন্ডোর এবং আউটডোর এরিয়া মিলে একসঙ্গে ২৭৫ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং একসঙ্গে ৪০০ জন অতিথি আসতে পারেন।

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – গোটা ব্যাঙ্কোয়েট হলটাই আপনাকে বুকিং করতে হবে।

ঠিকানা – ক্লাব ইকো ভিস্তা ব্যাঙ্কোয়েট হল, অ্যাকশন এরিয়া ২, নিউ টাইন, কলকাতা – ৭০০১৬০

ফোন নম্বর – ০১১-৪০১৩১৬৫১

ADVERTISEMENT

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

১২। দ্য সার্কেল ক্লাব (The Circle Club)

উত্তরপূর্ব কলকাতা ও শহরতলির কোনও শুভ অনুষ্ঠানের জন্য যদি ব্যাঙ্কোয়েট হলের সন্ধান করেন তাহলে দ্য সার্কেল ক্লাব কিন্তু বেশ ভাল একটি অপশন।

ডেকোরেশন পলিসি – বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নিলে বাইরে থেকে লোক দিয়ে ডেকরেশন করাতে পারেন।

কেটারিং পলিসি – এঁদের ইন-হাউজ কেটারিং-এর ব্যবস্থা রয়েছে এবং ব্যাঙ্কোয়েট হল বুকিং করতে গেলে এখানকার কেটারিং-ই নিতে হবে। বাইরের কোনও কেটারার এঁরা অ্যালাউ করেন না।

ADVERTISEMENT

অ্যালকোহল পলিসি – এঁদের ইন-হাউজ বার-এর ব্যবস্থা রয়েছে। বাইরের কোনও লিকার এঁরা অ্যালাউ করেন না।

অতিরিক্ত ঘর – এখানে মোট ২৮টি ঘর রয়েছে। তবে ব্যাঙ্কোয়েট হল ভাড়া নিলে কটি ঘর দেওয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেওয়াটা ভাল।

ডিজে পলিসি – এঁদের ইন-হাউজ ডিজে রয়েছে, বাইরের কোনও ডিজে এঁরা অ্যালাউ করেন না।

কত অতিথি একসঙ্গে আসতে পারেন – এঁদের একটিই ব্যাঙ্কোয়েট হল (Top Banquet Halls In Kolkata) রয়েছে। এখানে একসঙ্গে ১৫০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে এবং ২৫০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন। বাইরে লন এবং পুল সাইড এরিয়াতে ৩৫০ জন অতিথি একসঙ্গে বসতে পারেন এবং ৫০০ জন অতিথি একসঙ্গে আসতে পারেন।

ADVERTISEMENT

ব্যাংকোয়েট হলের কতটা পাওয়া যাবে – ইন্ডোর, আউটডোর বা পুল সাইড – যে-কোনোও জায়গাই ভাড়া নিতে পারেন।

ঠিকানা – দ্য সার্কেল ক্লাব, ভি আই পি রোড, তেঘরিয়া, কলকাতা – ৭০০০৫৩

ফোন নম্বর – ০৩৩-২৫৭৩৮২৪২

প্রাইস রেঞ্জ – কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এ’বিষয়ে।

ADVERTISEMENT

POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!

এসে গেল #POPxoEverydayBeauty – POPxo-র স্কিন, বাথ, বডি এবং হেয়ার প্রোডাক্টস নিয়ে, যা ব্যবহার করা ১০০% সহজ, ব্যবহার করতে মজাও লাগবে আবার উপকারও পাবেন! এই নতুন লঞ্চ সেলিব্রেট করতে প্রি অর্ডারের উপর এখন পাবেন ২৫% ছাড়ও। সুতরাং দেরি না করে শিগগিরই ক্লিক করুন POPxo.com/beautyshop-এ এবার আপনার রোজকার বিউটি রুটিন POP আপ করুন এক ধাক্কায়…।

20 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT