ADVERTISEMENT
home / ফ্যাশন
বাজেটের মধ্যেই কিনুন লঁজারি, রইল কলকাতার সেরা দোকানগুলোর ঠিকানা in bengali

বাজেটের মধ্যেই কিনুন লঁজারি, রইল কলকাতার সেরা দোকানগুলোর ঠিকানা

কথায় বলে প্রদীপের নীচে অন্ধকার। কেন বলুন তো এই কথাটা বললাম? শাড়ি, গয়না, ড্রেস, জুতো এইসব নিয়ে আমরা যতটা মাথা ঘামাই, ততটা গুরুত্ব অন্তর্বাস বা লঁজারিকে দিইনা। তখন বলি ওটা একটা হলেই হল! শাড়ি বা জুতোর দাম আমাদের বাজেট ছাপিয়ে গেলে আমাদের গায়ে লাগে না। কিন্তু ব্রা বা প্যানটি একটু দামী হলেই মনে হয় ইস কি বাজে খরচ! আর বাজে খরচ করতে হবে না। রইল বাজেটের মধ্যে কলকাতার সেরা চারটি লঁজারির (top budget friendly lingerie shops in kolkata) দোকানের সন্ধান।

নেসেসিটি

ছবি – পেক্সেলস ডট কম

কী সুন্দর এই নামটা তাই না? সত্যিই তো অন্তর্বাস আমাদের কত প্রয়োজনীয় সেটা আর আলাদা করে বলতে হবে না। ডিজাইনার স্বাতী গৌতম বোঝেন কীরকম শেপে কীরকম অন্তর্বাস (top budget friendly lingerie shops in kolkata) পরা উচিৎ। তাই তো কলেজ পড়ুয়া তরুণী থেকে শুরু করে সদ্য মা হওয়া যুবতী সবার ভরসা তিনি।

ADVERTISEMENT

ঠিকানা: ক) নেসেসিটি গড়িয়াহাট

৯, গ্রাউন্ড ফ্লোর, ঢাকুরিয়া, হিন্দুস্থান পার্ক, কলকাতা ২৯ (বাসন্তী দেবী কলেজের উল্টো দিকে যে রাস্তা গেছে সেখান থেকে একটু এগিয়ে ক্রিস্টাল চপস্টিক রেস্তরাঁ থেকে একটু এগিয়ে ডানদিকে)   

ফোন নম্বর: ২৪৬৫ ৯৫৪৪

ঠিকানা: খ)  নেসেসিটি ফুলবাগান

ADVERTISEMENT

পার্বতী অ্যাপার্টমেন্ট, ৯৯/১, ফুলবাগান, নারকেলডাঙা মেন রোড, কলকাতা ৫৪  

ফোন নম্বর: ৯৭৪২৭ ৭৬৬০৩

মার্কস অ্যান্ড স্পেনসরস

এই আন্তর্জাতিক ব্র্যান্ডের যে কি মহিমা সেটা আর আলাদা করে কি বলব আপনাদের। এখানে যে অন্তর্বাস (top budget friendly lingerie shops in kolkata) পাওয়া যায়, তার রঙ, ফ্যাব্রিক, প্রিন্ট সব কিছুই অনন্য। এরা প্রত্যেক ঋতুতে একটি করে কালেকশান লঞ্চ করে। যেমন স্প্রিং কালেকশান, সামার কালেকশান ইত্যাদি। বুঝতেই পারছেন, প্রতি দু তিন মাস অন্তর আপনাকে এখানে ঢুঁ মারতেই হবে।

ঠিকানা: প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মল

ADVERTISEMENT

ফোন নম্বর: ৪০০৬ ০৯৪৬

লা লঁজারি

সুমন নাথওয়ানি একজন জনপ্রিয় ইনটিমেট ওয়্যার ডিজাইনার। সুমনের লা লঁজারি কলকাতার অন্যতম জনপ্রিয় লঁজারি (top budget friendly lingerie shops in kolkata) শপ। ব্রাইডাল কালেকশানের সঙ্গে এখানে পাওয়া যায় সুইমওয়্যার ও বিচওয়্যারও।

ঠিকানা: ক) এস অ্যান্ড ডি ফ্যাশনস, ৫ সর্দার শঙ্কর রোড, লেক মার্কেটের কাছে   

ফোন নম্বর: (০৩৩) ৩২৪৭৬৩৪১

ADVERTISEMENT

ঠিকানা: খ) ১০/৩, এলগিন রোড, ফোরাম মল    

ফোন নম্বর: (০৩৩) ৪০০৩২৬৭৯

ঠিকানা: গ) সিটি সেন্টার, সল্ট লেক    

ফোন নম্বর: (০৩৩) ২৩৫৮০৬৩৪

ADVERTISEMENT

নটি

ছবি – পেক্সেলস ডট কম

সব বয়সের মহিলাদের জন্য আদর্শ এই দোকান। এখানে বিভিন্ন ব্র্যান্ডের অন্তর্বাস তো আছেই, তাছাড়া পেয়ে যাবেন নটির নিজস্ব ব্র্যান্ডের অন্তর্বাস (top budget friendly lingerie shops in kolkata)। যা দেখতে যেমন সুন্দর,তেমনি টেকসই।

ঠিকানা: ক) ২৫ এ, ক্যামাক স্ট্রিট, কলকাতা ১৬

ADVERTISEMENT

ফোন নম্বর: (০৩৩) ৩০২২ ১৩৯০ / (০৩৩) ৪০৬৪ ৩৫৫৬

ঠিকানা: খ) ১/এ, রমণী চ্যাটার্জি রোড, ডোভার টেরেস, বালিগঞ্জ, কলকাতা ১৯

ফোন নম্বর: (০৩৩) ৪০৬১ ৯৪১২  

https://bangla.popxo.com/article/tolly-celeb-approved-5-summer-fashion-look-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!   

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন! 

30 Apr 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT