সাজগোজ (beauty) করতে কার না ভালো লাগে? সারা দিন অফিস বাড়ি সামলে এক আধদিন পার্লারে (parlour) গিয়ে একটু রিল্যাক্স করতে ইচ্ছে করে। হাতে সময় থাকলেও পয়সা খরচ হওয়ার ভয়ে অনেকেই পিছিয়ে যান। ভাবেন মধ্যবিত্তের সংসার, তার মধ্যে আবার এসব বিলাসিতা করলে মাসের শেষে টানাটানি না হয়। আপনার কাঁধের উপর যেখানে এত দায়িত্ব সেখানে একটু আধটু বিলাসিতা করলে ক্ষতি কোথায়? আর সেই বিলাসিতাটুকু যদি বাজেটের (budget friendly) মধ্যে হয় তাহলে তো আর মনের মধ্যে কোনও দ্বিধা থাকবে না। আর সেইসব কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি বাজেটের মধ্যে (budget friendly) কলকাতার সেরা ১৫টি পার্লারের (parlour) সন্ধান।
১) স্যাটিন রোজ
এই পার্লারের কর্ত্রী জলি চন্দ মনে করেন নিজেকে সুন্দর রাখার অধিকার সবার আছে। এই পার্লারের ফুট স্পা বেশ ভালো। এছাড়াও বডি স্পা ও মাসাজের সুবিধাও আছে। শুধুমাত্র হেয়ারস্টাইল পাল্টে আপনি পেয়ে যেতে পারেন একদম নতুন লুক। কনে সাজানোর ব্যবস্থাও আছে।
ঠিকানা এফই- ৪২৬, সেক্টর ৩, সল্ট লেক সিটি, কলকাতা
ফোন নম্বর (০৩৩) ২৩৩২১২১৬২
খরচ ৮০ টাকা থেকে শুরু
২) কাট অ্যান্ড ট্রিম
ছেলে মেয়ে দুজনের জন্যই রয়েছে আলাদা ব্যবস্থা। এখানকার বেস্ট সার্ভিস হল হ্যান্ড স্পা যা শুরু হয় মাত্র ৩০০ টাকা থেকে। এদের ডিট্যানিং ট্রিটমেন্ট বেশ ভালো।
ঠিকানা সিএফ ২১৩ সল্ট লেক
ফোন ২৩৩ ৪১১৫৮
খরচ ১০০ টাকা থেকে শুরু
৩) স্টাইলস অ্যান্ড স্মাইলস
খুব যত্ন নিয়ে প্রতিটি সার্ভিস দেওয়া হয় এখানে। ফেসিয়াল থেকে স্পা সব কিছুর সুবিধা আছে।
ঠিকানা ডিবি ৭ সেক্টর ১, সল্ট লেক
ফোন নম্বরঃ ৯০০৭৭৭৯২৯৮
৪) হ্যাভ অ্যা লুক
ঘরোয়া পরিবেশে আইব্রোমি প্লাক থেকে যে কোনও বিয়েবাড়ি বা পার্টির জন্য আপনাকে যত্ন নিয়ে সাজিয়ে দেবে এরা। সবচেয়ে ভালো পরিষেবা পাওয়া যাবে হেয়ার কাটের ক্ষেত্রে।
ঠিকানা ৪৩৮ সন্তোষপুর এভিনিউ, মিনি বাস স্ট্যান্ড আদিপল্লি, কলকাতা ৭৫
ফোন ৯৮০৪০০৮৫৭০
খরচ ৫০০ টাকা থেকে শুরু
৫) অ্যালিওর
অ্যালিওরে একবার হেয়ার স্পা বা অক্সিজেন ফেসিয়াল করলে আপনার অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না। বেশ শান্তিপূর্ণ পরিবেশ এবং কর্মীদের হাসিমুখ তারিফ করার মতো।
ঠিকানা
২৭/বি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কলকাতা ৩২
ফোন নম্বর ৬৫৪০ ৬২৫৬
খরচ ৫০০ টাকা থেকে শুরু
৬) রোজ বিউটি স্যালুন
খুবই ছোট পার্লার। কিন্তু তার মধ্যেই এদের পরিষেবা তারিফ করার মতো। বিশেষ করে এদের ব্রাইডাল মেহেন্দি সার্ভিস এবং চুলের সব ট্রিটমেন্ট বেশ ভালো।
ঠিকানা সিএফ ৩০, সেক্টর ১, সল্ট লেক সিটি
ফোন ৭০০৩৯৩৩৫৯৪
খরচ পরিষেবা শুরু ৫০ টাকা থেকে
৭) পিঙ্ক ট্রি
আইটিসি হোটেলের খুব কাছে ইস্টার্ন বাইপাসের এই পার্লার হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট। আপনার পছন্দের তারকাদের মতো চুল কেটে দিতে পারে এরা।
ঠিকানা সেকেন্ড ফ্লোর, পিএস মায়েস্ত্র বিল্ডিং , ১১৩-ডি মাথেস্বরতলা রোড, ট্যাংরা, কলকাতা
ফোন ৯৮৩৬৩০৫৩৫৫
খরচ ৮০০ টাকা থেকে শুরু
৮)মোনালিসা বিউটি পার্লার
গড়িয়াহাট অঞ্চলের বেশ জনপ্রিয় এবং পুরনো পার্লার। পাওয়া যাবে সব রকমের পরিষেবা।
ঠিকানা ১৮/১, গড়িয়াহাট রোড, বালিগঞ্জ গার্ডেন, ঢাকুরিয়া, কলকাতা ১৯
ফোন ৯৮৩৬৯৭২৫২১
খরচ ২০০ টাকা থেকে শুরু
৯) দা প্রিন্স ইউনিসেক্স বিউটি পার্লার
গড়িয়াহাটের আরও একটি পরিচিত পার্লার। এখন বেশ বহরে বেড়েছে এটি। তবে পরিষেবা এখনও আগের মতোই ভালো আছে।
ঠিকানা গড়িয়াহাট রোড, হিন্দুস্থান পার্ক, কলকাতা ২৯
ফোন (০৩৩) ২৪৬৩ ২০৫৫
খরচ শুরু ৫০০ টাকা থেকে
১০) ফনটানা লেডিজ বিউটি পার্লার
ঘরোয়া পরিবেশে প্রত্যেকের আলাদা করে যত্ন নেওয়া হয়। এখানে প্রশিক্ষণও দেওয়া হয় তারাই পড়ে কাজে নিযুক্ত হন।
ঠিকানা লেক গার্ডেনস, কলকাতা ৪৫
ফোন (০৩৩) ২৪২২ ০২৫৮
খরচ শুরু ৩০০ টাকা থেকে
১১) নিউ রূপ লেডিজ বিউটি পার্লার
২৫ বছরের পুরনো পার্লার। বাড়িতে গিয়েও পরিষেবা দেন এরা। অনেক জনপ্রিয় তারকার বিয়েতে মেহেন্দি করার দায়িত্বও পালন করেছেন।
ঠিকানা ৪০, গিরিশ মুখার্জি রোড, পদ্মপুকুর ভবানীপুর, কলকাতা ২৫
ফোন ৯৮৩০১ ৫১২২৮
খরচ শুরু ৩৫০ টাকা থেকে
১২)সানফ্লাওয়ার
হেয়ার স্পা আর হেয়ার স্টাইল করার জন্য বিখ্যাত এই পার্লার।
ঠিকানা ২, আনন্দিলাল পোদ্দার স্মরনি, রাসেল স্ট্রিট, পার্ক স্ট্রিট, কলকাতা
ফোন (০৩৩) ২২২৬২৭২৪
খরচ শুরু ৬৫০ টাকা থেকে
১৩) মৌমিতাজ লেডিজ সেলুন
অভিজ্ঞ শাড়ি ড্রেপিস্ট ও হেয়ার স্টাইলিস্ট মৌমিতা ঘোষ এর কর্ণধার। হেয়ার স্পা, হেয়ার স্টাইল ও স্কিন ট্রিটমেন্ট সব হয়। মাত্র ২০০০ এ পাওয়া যায় মেকআপ, শাড়ি ড্রেপিং ও হেয়ার স্টাইল করার সুযোগ।
ঠিকানা এএ ২৩৪, সেক্টর ১, সল্ট লেক
কলকাতা ৯৮৩৬৯৩৭৮৩২
খরচ শুরু ৪০ টাকা থেকে
১৪) কোয়না লেডিজ বিউটি পার্লার
কম খরচে সব রকমের পরিষেবা পাবেন। এদের ব্রাইডাল মেকআপ সার্ভিস জাস্ট কেয়া বাত!
ঠিকানা ৪৪/৮, পার্ক রোড, বিধান কলোনি, সন্তোষপুর, কলকাতা ৭৫
ফোন (০৩৩) ২৪৭২ ৭৩৯৮
খরচ শুরু ৪০০ টাকা থেকে
১৫) তানিশা বিউটি পার্লার
কম খরচে সুন্দর পরিষেবা দেন এরা। হেয়ার স্মুদনিং ও চুলের অন্যান্য যত্ন বেশ ভালো।
ঠিকানা ১১১, সাউদার্ন এভিনিউ, অশোকা বিল্ডিং, লেক কালী বাড়ির কাছে, কলকাতা ২৯
ফোন (০৩৩) ২৪৬৪ ৮৩৪৮
খরচ শুরু ৫০০ টাকা থেকে ।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!
Picture Courtesy: Pexels.Com