যে কোনও রকমের উৎসব হোক বা পার্টি, শাড়ির মতো কোনও পোশাক নেই। যে কোনও অনুষ্ঠানের জন্যই শাড়ি হল সবচেয়ে ট্রেন্ডি আর সুন্দর পোশাক। শাড়ির সৌন্দর্য আরও দশগুণ বেড়ে যায় যখন তার সঙ্গে মানানসই ব্লাউজ থাকে। পার্টিতে যে শাড়ি পরে যাচ্ছেন তার সঙ্গে ব্লাউজ একটু আলাদা হলেই ভালো। আর যখনই নানা রকমের ব্লাউজের কথা ওঠে তখনই মনে পড়ে যায় হিন্দি ভাষায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনান্দানির (Anita Hasnandani) নানা ডিজাইনের ব্লাউজের (Blouse Designs) কথা। এত রকমের ডিজাইনের ব্লাউজ (Blouse) অন্য কোনও অভিনেত্রী পরেছেন কিনা আমাদের জানা নেই। ধারাবাহিকে তো অনিতা শাড়ির সঙ্গে নানা রকমের ব্লাউজ পরেনই। পর্দার বাইরেও তাকে সুন্দর শাড়ি আর নানা ডিজাইনের ব্লাউজে (Shagun Blouse Designs) দেখা যায়। আর সেইজন্যই আমরা আজ অনিতা হাসনান্দানির ৬১টি বোল্ড (Bold) আর স্টাইলিশ (Stylish) ব্লাউজ ডিজাইন (Blouse Designs) নিয়ে হাজির হয়েছি। আমরা নিশ্চিত এর মধ্যে একটা না একটা ডিজাইন আপনার ঠিক পছন্দ হবেই।
আরো পড়ুনঃ সেরা বাঙালি নায়িকাদের তালিকা
অনিতা শাড়ি পরতে ভালোবাসেন। আর তাই সব রকমের অনুষ্ঠান আর ঝলমলে পার্টিতেও তিনি শাড়ি পরে যান। ওনার শাড়ি তো নজরকাড়া হয়ই, আকর্ষণীয় হয় ব্লাউজও। বোঝাই যায় ব্লাউজের ডিজাইন (Anita Hassanandani Blouse Design) নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনিতা ভালোবাসেন।
আমরা নিশ্চিত অনিতা হাসনান্দানির এই পার্টি লুক আপনার ভালো লেগেছে। লাগারই কথা, কারণ অনিতাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনিও পার্টিতে বা বিয়েবাড়িতে এই অফ শোলডার ব্লাউজ পরতে পারেন।
সকালবেলা কোনও কাজে বেরোলে এমন পোশাক পরা উচিৎ যা বেশি ভারী নয়। প্লেন শাড়ির সঙ্গে আপনি এরকম ব্লাউজ পরতে পারেন। একদম পারফেক্ট চয়েস!
অনিতার প্রশংসা না করে পারা যায় না। কোথা থেকে যে এত সুন্দর ব্লাউজ ডিজাইন উনি খুঁজে বের করেন কে জানে। স্লিভলেস বলে এই ব্লাউজের সৌন্দর্য আরও বেড়েছে। শীতকালে যদিও এই ব্লাউজ পরা যাবে না তবে গরমকালে খুব আরামদায়ক।
অনিতার এই ব্লাউজ দেখে বোঝা যাচ্ছে সিম্পল ব্লাউজও স্টাইলিশ হতে পারে। দোকান থেকে গোল্ডেন টিস্যু কিনে নিয়ে দর্জিকে দিয়ে বলুন গোল গলার হাফ হাতা ব্লাউজ তৈরি করতে। এই ব্লাউজের ব্যাকে থাকবে বোতাম।
নেট কীরকম জাদু করতে পারে দেখেছেন? এই ব্লাউজ সবাইকেই মানায়। এই ব্লাউজ সব রকম শাড়ির সঙ্গে মানানসই হবে। সরু বর্ডার দেওয়া সাদামাটা শাড়ির সঙ্গে এই ব্লাউজ ভালো লাগবে।
অনিতার এই ব্লাউজ লা জবাব! এত সুন্দর ব্লাউজ আমরা আগে দেখিনি। এর স্পেশালিটি হল এর নেক পোরশান খুব স্টাইলিশ। আপনিও এরকম ব্লাউজ তৈরি করে নিতে পারেন। সাদা ছাড়াও অন্য হাল্কা রঙে এটি ভালো লাগবে।
এমনিতে এই ব্লাউজ সাদামাটা হলেও এর কাপড়, এমব্রয়ডারি আর শাড়ি একসঙ্গে দারুণ কম্বিনেশান তৈরি করেছে। এত সুন্দর এমব্রয়ডারি হলে সাদামাটা ব্লাউজও ভালো দেখায়।
এই ব্লাউজ যদি আপনি পরেন, আপনাকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যাবে শহরে। এমনিতে এই ব্লাউজ দেখতে খুবই সাধারণ। কিন্তু এর উপরে এই পাতার মোটিফ একে অন্য রকম বানিয়েছে। যেহেতু এই ব্লাউজে গোল্ডেন বর্ডার আছে তাই আপনি যে কোনও শাড়ির সঙ্গে এটি পরতে পারবেন।
সত্যি কি সুন্দর এই ব্লাউজটা তাই না? কোল্ড শোলডার আর লেসের যুগলবন্দীর এই ব্লাউজ আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে দর্জিকে এমন লেস এনে দিন যেরকমটা আপনার শাড়িতে লাগানো আছে।
অনিতার প্রত্যেকটা ব্লাউজ ডিজাইন খুব সুন্দর। গ্রে রঙের এই ব্লাউজ খুব ভালো লাগছে। ট্রান্সপারেন্ট গ্রে শাড়ির সঙ্গে চমৎকার মানানসই হয়েছে। আপনিও অনিতার মতো এই ব্লাউজ পরতে পারেন। পার্টিতে এই ব্লাউজ আপনাকে আসরের মধ্যমণি করে রাখবে।
সিল্কের ফ্যাব্রিক দিয়ে তৈরি অনিতার এই ব্লাউজ যথেষ্ট স্পেশাল। শোলডার কাটে কলার দেওয়া এই ব্লাউজ আপনার পুরো লুকটাই পাল্টে দেবে। এরকম ব্লাউজ কনট্রাস্ট রঙের অন্য কোনও সিল্কের শাড়ির সঙ্গেও পরা যাবে।
এই ব্লাউজ দেখে অনিতার সুন্দর রুচির পরিচয় পাওয়া যাচ্ছে। স্টাইলিশ এই ব্লাউজ আপনিও ট্রাই করবেন।
পার্টি হোক, কোনও উৎসব হোক বা বিয়েবাড়ি, সিকুইনের কাজ করা ব্লাউজের কোনও জবাব নেই। একবার তৈরি করে নিলে যে কোনও সময় পরতে পারবেন।
এই ব্লাউজের জন্য অনিতা বেছে নিয়েছেন ডেনিম আর তার উপরে করেছেন হাল্কা মিরর ওয়ার্ক। এর রাউন্ড নেক আর পিছনে বোতাম থাকার জন্য দারুণ স্মার্ট দেখাবে।
এই ব্লাউজের ইউএসপি হল এর হাতা। এর অফ শোলডার নেক আর তার উপর গোল্ডেন ডট খুব সুন্দর। স্লিভলেস হলেও এই ব্লাউজের যে দিকটা খোলা থাকবে সেখানে জর্জেটের হাল্কা ফ্যাব্রিক দেওয়া হয়েছে।
যদি পার্টিতে নিজেকে স্টাইলিশ দেখাতে চান তাহলে অনিতার এই ব্লাউজের ডিজাইন বেছে নিন। এর নেক আর কাট একে স্পেশাল বানিয়েছে। যে কোনও ফ্যাব্রিকেই এই ব্লাউজ ভালো লাগবে কিন্তু কালোতে বেশি ভালো লাগবে।
এই ডিজাইন একদম আলাদা।শীতকালে খুব ভালো লাগবে। নেক আর স্লিভসে নেটের ব্যবহার একে আরও সুন্দর করে তুলেছে।
শীতকালে ছোটখাট পার্টির জন্য এও ব্লাউজ আদর্শ। কোল্ড শোলডার আর হাল্কা সিকুইনের কাজ একে স্পেশাল করে তুলেছে।
এই ব্লাউজ নিয়ে এসেছে উৎসব লুক। শাড়ি আর ব্লাউজের কালার একদম স্পেশ্যাল। বর্ডার দেওয়া যে কোনও শাড়ির সঙ্গে এই ব্লাউজ পরা যায়। বর্ডারের সঙ্গে ম্যাচ করে ব্লাউজের নেকেও দেওয়া হয়েছে। এটা স্লিভলেস বা স্লিভ দিয়েও পরতে পারেন।
একটু অন্যরকমের ব্লাউজ ডিজাইন। হয়তো এক নজরে সবার পছন্দ হবে না। কিন্তু একবার পরলে দেখবেন দারুণ লাগছে। এর হাতা বেল স্লিভের আরেক রূপ। দর্জিকে এই ছবি দেখিয়ে বলতে পারেন এরকম বানিয়ে দিতে।
এই স্পেশাল ব্লাউজের এই স্লিভকে বলে হাফ বেলুন স্লিভ বলে। আর এটাই এই ব্লাউজকে আরও স্টাইলিশ করে তুলেছে।
সব রকমের শাড়ির সঙ্গে মানানসই এই ব্লাউজ। গরমকালের জন্য পারফেক্ট তো বটেই শীতকালেও পার্টিতে পরতে পারবেন।
অফ শোলডার এই ব্লাউজে রিভার্স বেল স্লিভ খুব সুন্দর লাগছে। ব্লাউজের ব্যাক খুব সুন্দর। যে কেউ এই ডিজাইন দেখে কপি করতে চাইবে।
এটি সিম্পল কোল্ড শোলডার ব্লাউজ হলেও দেখতে এতটাই স্টাইলিশ যে আলাদা মাত্রা এনে দিয়েছে লুকে। যে কোনও পার্টিতে পরতে পারবেন এই ব্লাউজ।
এই ব্লাউজ দেখতে সিম্পল কিন্তু এর কাট স্লিভ একে স্পেশ্যাল বানিয়েছে। যে কোনও শাড়ির সঙ্গে মানানসই হবে এই ব্লাউজ।
এমনিতে এটা স্ট্র্যাপলেস ব্লাউজ, কিন্তু এখানে শাড়ির বর্ডারের মতো স্ট্র্যাপ ক্রস করা হয়েছে। ডবল ক্রস স্টাইল শাড়ির সঙ্গে এটা ভালো লাগছে।
এমনিতে ব্লাউজ সাদামাটা কিন্তু গলার কাছে বন্ধগলা ডিজাইনে স্টাইলিশ স্ট্র্যাপ দেওয়া হয়েছে। স্লিভলেস হওয়ায় এর সৌন্দর্য বেড়েছে।
এই সোনালি শাড়ি আর ব্লাউজ অনিতাকে খুব মানিয়ে গেছে। শিমারি ফ্যাব্রিকের এই ব্লাউজের অফশোলডার স্টাইল আর ব্লাউজের হাতার কাজ দারুণ।
এই অফশোলডার ওয়ান সাইড ব্লাউজ সাদামাটা শাড়ির সঙ্গে পরা হয়েছে। এর বোতাম পিছনে লাগানো।
এই ব্লাউজের ব্যাকে বেশি সুন্দর। বন্ধগলার সঙ্গে সামনে একটা ছোট্ট কাট রয়েছে। শীতকালে এই ধরণের ফুলস্লিভ ব্লাউজ পরা যায়।
বন্ধগলা ব্লাউজ এখন খুব জনপ্রিয় হয়েছে। শীতকালে এই ব্লাউজ ঠাণ্ডা থেকে বাঁচায়। ডেইলি ওয়্যার শাড়ির সঙ্গেও আকর্ষণীয় লাগে এই ব্লাউজ।
এই সাদামাটা ব্লাউজে প্রাণের ছোঁয়া এনে দিয়েছে গোটা পট্টি স্টাইল। গোল গলা আর সামনে গোটা পট্টির কাজ একে স্টাইলিশ করে তুলেছে।
যে কোনও স্ট্রাইপ শাড়ির সঙ্গে মানানসই হবে ওয়ান সাইড স্ত্র্যাপলেস ব্লাউজ।
নেটের শাড়ির সঙ্গে এই স্পেশাল ডিজাইনের কাট স্লিভ ব্লাউজ ভালো লাগবে।
ব্রাইট রঙে এই ব্লাউজ ভালো লাগবে বেশি। গলার কাছে নেটের ফ্রিল আছে, এর ফ্যাব্রিক হল কটন সিল্ক বা সিল্ক।
সিম্পল ব্লাউজে নেটের হাতা এই ব্লাউজের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে।
যে কোনও ব্লাউজের নেক পোরশান হল তার ইউএসপি, তাই যে কোনও সাদামাটা ব্লাউজে যদি ব্রড নেক রাখা যায় তাহলে দেখতে ভালো লাগবে।
এই ব্লাউজ খুব স্টাইলিশ তো বটেই আর এর ডিজাইনও আলাদা। এখানে কলার দেওয়া হয়েছে এবং ওয়ান সাইড স্ত্র্যাপলেস রাখা হয়েছে।
এই ব্লাউজের কোল্ড শোলডার আর রাউন্ড নেক আছে তেমনি ব্লাউজের হাতাও খুব সুন্দর। শিফন বা জর্জেটে শাড়ির সঙ্গে ভালো লাগবে এই ব্লাউজ।
যদিও সিম্পল কাটওয়ার্ক ছাড়া এই ব্লাউজে কিছু নেই, তবু খুব কিউট লাগছে দেখতে।
গলার কাছে কীভাবে নেট দিয়ে ডিজাইন করতে হয় অনিতার কাছে শেখা উচিৎ। অদ্ভুত সুন্দর এই ব্লাউজ।
বোল্ড আর বিউটিফুল লুকের জন্য এইরকম স্ত্র্যাপলেস ব্লাউজ খুব ভালো লাগবে।
গোল বা চৌকোগলা করতে পারেনে এই ব্লাউজে কিন্তু এর ব্যাক জাস্ট লাজবাব! আর এই ব্লাউজের নেটের হাতাও চমৎকার।
এই ব্লাউজের ফ্যাব্রিক অন্যরকমের এবং বিয়ের দিন একজন কনে তার লেহেঙ্গার সঙ্গে এটা অনায়াসে পরতে পারে।
এই ধরণের হাইনেক ব্লাউজ দেখতে খুব স্মার্ট লাগে। রোজের ব্যবহারের জন্যও আপনি এটা পরতে পারেন।
এই ব্লাউজের সৌন্দর্য লুকিয়ে আছে এর নেক, সুন্দর ফ্যাব্রিক আর হাতায়। সুন্দর লেস কিনে নিয়ে এসে এই ব্লাউজ তৈরি করে নিন।
অনিতার বেশিরভাগ কাটওয়ার্কের ব্লাউজ কালো রঙের, কারণ কালো রঙে এটা বেশি ভালো মানায়।
এই ব্লাউজ দেখে বোঝা যাচ্ছে উনি এটা নাগিন ধারাবাহিকে পরেছিলেন। এর শিমারি ফ্যাব্রিক আর হাতায় ঝালর একে আরও সেক্সি করে তুলেছে।
ওয়ান সাইড হলেও এর কলার এই ব্লাউজকে অন্য মাত্রা দিয়েছে। যারা স্ত্র্যাপলেস পরতে অস্বস্তি বোধ করেন তাদের জন্য এটা ভালো। কারণ যেদিকে স্ত্র্যাপ নেই সেদিকে শাড়ির আঁচল থাকবে।
এই ব্লাউজের অন্যতম দিক হল এর হাতায় লম্বা ঝালর আর নেক অঞ্চলে লাগানো সোনালি লেস।
মাস্টার্ড কালারের এই ব্লাউজ এত আকর্ষণীয় হয়ে উঠেছে তার কাটওয়ার্কের জন্য।
এই ছবিতে একটাতে সালওয়ার স্যুটে দেখা যাচ্ছে অনিতাকে। আমরা নীল ব্লাউজের কথা বলছি। এই স্মার্ট ব্লাউজের স্পেশালিটি হল এর ডিপ কাট।
এমনিতে সিম্পল কাট স্লিভের এই ব্লাউজে সিকুইনের কাজ একে একদম পার্টি স্পেশাল বানিয়ে দিয়েছে।
এই ব্লাউজের হাতা বাঙালি বেলুন হাতা টাইপের। তাই এই ব্লাউজের সঙ্গে শাড়িও এথনিক হওয়া দরকার।
অনিতা হাসনান্দানির এই ব্লাউজের হাতায় সিকুইনের কাজ করা আছে। এই চোলি কাট ব্লাউজের ফিটিংও খুব সুন্দর।
কিউট আর স্টাইলিশ এই ব্লাউজের ছোট গোল গলা আর বড় কাট স্লিভ খুবই সুন্দর।
যেহেতু এই ছবিটি সাদা কালো তাই বোঝা যাচ্ছে না যে এই ব্লাউজ সোনালি না রুপোলী। কিন্তু এর ফ্যাব্রিক এত সুন্দর যে দুটো রঙেই ভালো লাগবে।
অফিসে পরে যাওয়ার জন্য এই ব্লাউজ খুব ভালো মানাবে। এর ফ্যাব্রিকে এমব্রয়ডারি আর স্লিভলেস হওয়ায় আরও সুন্দর লাগছে।
এমনিতে দেখতে সাধারণ ব্লাউজ হলেও এর নেট ফ্যাব্রিক চোখে পড়ার মতো।
অনিতার এই সাদামাটা ব্লাউজ অন্যরকম দেখাচ্ছে কারণ এই ব্লাউজে খুব সুন্দর করে লেস লাগানো হয়েছে।
এই ব্লাউজের স্পেশালিটি হল এর গোল্ডেন টিস্যু ফ্যাব্রিক যা বিশেষভাবে তৈরি করা হয়েছে।
POPxo এখন ৬টা ভাষায়! ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি আর বাংলাতেও!