ADVERTISEMENT
home / লাইফস্টাইল
ফাদারস ডে-র প্রাক্কালে দেখে নিন টিপিক্যাল কয়েকজন সিনেমা-র বাবাকে in bengali

ফাদারস ডে-র প্রাক্কালে দেখে নিন টিপিক্যাল কয়েকজন সিনেমা-র বাবাকে

আপনার আর আমার বাবার সঙ্গে সিনেমার নকল বাবাদের কী তফাত বলতে পারবেন? আপনার বাবা যেটা একবার বলেন, সিনেমার বাবারা (typical funny dialogues of filmy fathers) সেটা একশো পঁচিশ বার বলেন! আর তার পরেও যুগ-যুগ ধরে সিনেমায় সেই সব সংলাপ গুঁজে দেওয়া হয়। সাহেব বাবাদের কথা অবিশ্যি আলাদা। তাঁরা তো চিবিয়ে ঘাস বলেন না হাঁস বলেন, বোঝার উপায় নেই কো! আমি বলছি আমাদের বাংলা আর হিন্দি সিনেমার বাবাদের কথা। কালই তো ‘বাবা দিবস’ মানে সাহেবরা যাকে বলে ফাদার্স ডে, সেইটা খুব ঘটাপটা করে পালন করা হবে। তার আগে একবার ফিল্মি বাবাদের দর্শন করে নেওয়া যাক। বলা যায় না, এঁদের মধ্যে কারও সঙ্গে আমাদের বাবারও মিল থাকতে পারে, তাই না?

প্রথম সংলাপ

মেয়ের বিয়েতে বাবাই বেশি খরচ করেন, অথচ তিনিই মুখ লুকিয়ে ঘুরে বেড়ান। ফিল্মি বাবা অবশ্য অন্যরকম হন। মেয়ে যখন স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি চলে যায়, তখন তিনি হাপুস নয়নে কেঁদে বলেন…

এইটুকু ছিল যখন হাসপাতাল থেকে ওকে নিয়ে আসি। রাজকুমারীর মতো লালনপালন করেছি মেয়েকে, ও হচ্ছে রাজদুলারি। দেখো বাবা, শ্বশুরবাড়িতে গিয়ে ওর যেন কোনও কষ্ট না হয়!(typical funny dialogues of filmy fathers)

আমাদের টিপ্পনি: আ মোলো যা! ও মেয়ে এইটুকু হয়ে জন্মেছে আর আমরা কি ধেড়ে হয়ে জন্মেছি নাকি!

ADVERTISEMENT

দ্বিতীয় সংলাপ

বড়লোক বাবার একমাত্র মেয়ে থাকে, যারা বলা নেই কওয়া নেই দুম করে রাম গরিব একটি ছেলের প্রেমে পড়ে যায়! কদিন এর বাগানে আর তার গোয়ালে খুব আশনাই করার পর নায়িকার বাবা নায়ককে ডেকে পাঠান আর বলেন…

তুমি যা রোজগার করো, তার চেয়ে বেশি আমার মেয়ের কুকুরের বিস্কুটের খরচ বেশি!!!  

আমাদের টিপ্পনি: মেয়ে না হয় কুকুরের বিস্কুটই খাবে! খেতে তো খারাপ নয় ওটা, আর যথেষ্ট পুষ্টিকরও!

তৃতীয় সংলাপ

এবার পরিস্থিতি উল্টো। বড়লোক নায়ক গরিবস্য গরিব নায়িকা! তবে তার সাজের ঘটা দেখে মনে হয় সারাক্ষণ একটা মিনি পার্লার নিয়ে ঘোরেন! নায়ক স্থির করে একেই বিয়ে করবে। আর নায়কের বাবা (typical funny dialogues of filmy fathers) সবার অজান্তে নায়িকাকে রেস্তরাঁয় ডেকে পাঠিয়ে খুব করে চা-বিস্কুট খাইয়ে এক কাঁড়ি টাকা টেবিলে রেখে বলেন…

ADVERTISEMENT

এই টাকাগুলো নিয়ে আমার ছেলের জীবন থেকে দূরে অ-নে-এ-এ-ক দূরে চলে যাও!

আমাদের টিপ্পনি: চালাক মেয়ে হলে টাকাগুলো নিয়ে ফরেন ট্রিপ করে আসবে। ওখানে নিক জোনাসের মতো কেউ থাকতেও তো পারে!

সংলাপ চার

চূড়ান্ত আবেগে ধেবড়ে, লেবড়ে যাওয়া পরিস্থিতি। ছেলে লায়েক হয়ে গেছে। বিয়ে করে বউ নিয়ে এসে তার কথায় উঠছে আর বসছে। বাবাকে (typical funny dialogues of filmy fathers) বলছে এটা লে আও, সেটা লে আও। আর তাই দেখে বাবা দুঃখে গড়াগড়ি খেয়ে বলছে…

এত কষ্ট করে, আধপেটা খেয়ে তোকে মানুষ করেছিলাম কি আজ এই দিনটা দেখব বলে? ইশ্বর তুমি আমায় কেন বাঁচিয়ে রেখেছ?

ADVERTISEMENT

জেঠু এত দুঃখ কেন?

আমাদের টিপ্পনি: বলি বাড়িতে মুড়ো ঝাঁটা নেই কো জেঠু? ঝেটিয়ে বউমার বিষ নামিয়ে দিন না!

সংলাপ পাঁচ

দুর্দান্ত সংঘাত। বাবা ভার্সাস ছেলে! ছেলে লক্কা পায়রা হয়ে গানবাজনা করে। আর বাবা হেব্বি পরিশ্রমী একজন বিজনেসম্যান। বাবা বলছেন ফ্যাক্টরির দায়িত্ব নাও আর ছেলে বলছে না আমি এখন ‘সাড্ডা হক এত্থে রাখ গাইব!” ব্যস বাবা বললেন…

ADVERTISEMENT

বেরিয়ে যাও বাড়ি থেকে। আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। এই জন্মে কোনও দিন যেন তোমার মুখ দেখতে না হয়।

সেই বিখ্যাত দৃশ্য

আমাদের টিপ্পনি: তাপ্পর একদিন ছেলের অনুষ্ঠানে বাবা (typical funny dialogues of filmy fathers) লুকিয়ে-লুকিয়ে গান শোনে আর ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে ভাবে বাচ্চা বয়সে আমিও তো টুনটুনা বাজাতাম। আমার প্রতিভার কেউ দাম দিল না!

ADVERTISEMENT
https://bangla.popxo.com/article/top-15-mood-enhanching-quote-in-bengali

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

18 Jun 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT