সামনেই ভ্যালেন্টাইনস ডে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তাই সেদিনের জন্য় নিশ্চয়ই ইতিমধ্যেই প্ল্যান করা হয়ে গিয়েছে? কিন্তু পার্টনারকে কী উপহার দেবেন কিছু ভেবেছেন? ভ্যালেন্টাইনস ডে উপহার কী দিতে পারেন, সেই নিয়ে কয়েকটি পরামর্শ দিচ্ছি আমরা। যা আপনার বাজেটের মধ্য়েও হবে, আবার আপনার পার্টনারের পছন্দও হবে (valentines day gift)।
ভ্যালেন্টাইনস ডে উদযাপন করবেন, আর গোলাপ ফুল উপহার দেবেন না তাও কি হয়? ভালবাসার দিনের সঙ্গে গোলাপের ওই লাল রঙ যেন কোনওভাবে এক হয়ে গিয়েছে। তাই আপনিও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে অবশ্য়ই গোলাপ ফুল কিনতে পারেন। অনেকেই গোলাপ ফুল পছন্দ করেন না। সেক্ষেত্রে আপনার পার্টনার যে ফুল পছন্দ করেন, সেই ফুল সুন্দর করে সাজিয়ে আপনার পার্টনারকে দিন। অনেকে বলেন, ফুল এমন উপহার যা সবাই পছন্দ করেন। কেউ রাগ করে থাকলে যেমন তাঁকে ফুল দেওয়া যায়, একইভাবে ফুল দিয়েই অনেক জটিলতাই সহজ করে দেওয়া যায়। তাই ভালবাসার দিবসে অবশ্য়ই উপহারের তালিকায় ফুল সবার উপরে থাকুক (valentines day gift) ।
অনেক সম্পর্কের বয়স হয়তো অল্প, আবার অনেক সম্পর্কের বেশ কয়েক বছর বয়স হয়েছে। সম্পর্কের বয়স যত বাড়ে, ছবির সংখ্যাও তত বাড়ে। আপনার ও আপনার পার্টনারের নিশ্চয়ই অনেক ছবি আছে? তার মধ্যে থেকে আপনার প্রিয় ছবি বেছে নিয়ে প্রিন্ট করিয়ে নিন। সেটি একটি ছোট্ট ফ্রেমে বাঁধিয়ে উপহার দিন আপনার পার্টনারকে। কার্ডে ভালবাসার বার্তাও থাকতে পারে। সব মিলিয়ে আপনার উপহারও যেমন খুব সুন্দর হবে, এই বিশেষ উপহার আপনার পার্টনারেরও খুবই পছন্দ হবে (valentines day gift ideas)।
কখনও না কখনও পার্টনারকে ওয়ালেট উপহার দিয়ে থাকি সবাই। এই ভ্যালেন্টাইনস ডে-তেও বা তা বাদ যায় কেন? পার্টনারের জন্য আপনি মন পছন্দের ওয়ালেট (valentines day gift ideas)কিনে দিন। এই উপহার আপনার পার্টনারের পছন্দ হবে, আবার তিনি ব্যবহারও করতে পারবেন।
ভ্যালেন্টাইনস ডে-তে যে শুধুই পার্টনারকে উপহার দেওয়া যায়, তা নয়। আপনি নিজেকেও উপহার দিতে পারেন। কখনও নিজের পছন্দের কানের দুল কিংবা পায়ের নুপূরও কিনেছেন। কখনও পছন্দের নেকলেসও কিনেছেন নিশ্চয়ই। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে একাধিক দোকানে বিশেষ অফার থাকে। ভালবাসার দিন উপলক্ষে বিশেষ ডিজাইনের গয়না তারা বানায়। আপনি সেই গয়না কিনে নিজেকে উপহার দিতেই পারেন। ভালবাসার উপহার হিসেবে আপনার সেই উপহার খুবই পছন্দ হবে। আর উপহার (valentines day gift ideas) হবে আপনার বাজেটের মধ্যেই!
আপনার স্কিন কেয়ারের জন্য আপনি সব সময়ই নিজেকে ভাল বিউটি প্রোডাক্ট (valentines day gift ideas)উপহার দিতে পারেন। কিংবা মেকআপ প্রোডাক্টও উপহার দিতে পারেন।
POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!
বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!