ADVERTISEMENT
home / লাইফস্টাইল
ভক্তিভরে করুন লক্ষ্মীপুজো, মায়ের কৃপা অবশ্যই পাবেন!

ভক্তিভরে করুন লক্ষ্মীপুজো, মায়ের কৃপা অবশ্যই পাবেন!

কোজাগরী পূর্ণিমার বা কোজাগরী লক্ষ্মীপুজোর বাঙালির কাছে বড় প্রিয়! তার আগে পাঁচদিন লক্ষ্মীঠাকুর যখন মা-ভাইবোনদের সঙ্গে বাপের বাড়ি এসে রইলেন, তখন কিন্তু মাকে ছেড়ে আমরা কেউ মেয়ের দিকে তাকিয়েও দেখি না! কিন্তু সব্বাইকে কাঁদিয়ে দুগগাঠাকুর যে-ই না রওনা দিলেন কৈলাসের উদ্দেশ্যে, অমনই লক্ষ্মীঠাকুরুনের কদর যায় বেড়ে! আসলে উৎসবের রেশটুকু এই লক্ষ্মীপুজোর মধ্যে দিয়েই জিইয়ে রাখতে চায় বাঙালি। দুর্গা পুজো যেমন বারোয়ারি, লক্ষ্মীপুজো ঠিক ততটাই ঘরোয়া। মা-কে কৈলাসে পৌঁছে দিয়ে মেয়েটি আবার আসেন মামাবাড়িতে বাড়তি একটু আদরযত্ন পেতে এবং আরও একটু আনন্দ দিতে! তাই তাঁর আরাধনায় যেন কোনও খামতি না থাকে! আর সেই কারণেই এবারের কোজাগরী লক্ষ্মীপুজোর বিধি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। (vidhi and sacred mantras of kojagori lakhsmi puja)

কোজাগরী লক্ষ্মীপুজোর সামগ্রী

পুরোহিত ডেকে বাড়িতে পুজো তো অনেকেই করান। সেক্ষেত্রে পুরোহিতের আগে থেকে বলে দেওয়া ফর্দ এবং বাড়ির নিয়মনীতি অনুযায়ী ফল-ভোগ-নৈবেদ্য-ফুল ইত্যাদি সমারোহে পুজো করা হয় এবং পুরোহিতের নির্দেশেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তিনিই আরতি করেন। কিন্তু পুরোহিত ছাড়াও আপনি নিজেও মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন বিধি মেনেই। তার জন্য লাগবে…

  • গঙ্গাজল ও গঙ্গামাটি
  • পূজার আসন
  • ফলমূল
  • নৈবেদ্য
  • চন্দন (লাল-সাদা, দুই-ই)
  • শুকনো ভোগ (লুচি-সুজি)
  • অন্ন ভোগ (খিচুড়ি-তরকারি-ভাজা-পায়েস)
  • ফুল ও মালা
  • কোষাকুষি
  • জলপূর্ণ ঘট, বিজোড় সংখ্যার আম্রপল্লব
  • সিঁদুর গোলা
  • কলা, হরিতকী
  • কালো তিল, মধু, ঘি
  • নারকেলের জল (এটিই কোজাগরী পূর্ণিমার লক্ষ্মীপুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ) (vidhi and sacred mantras of kojagori lakhsmi puja)
  • ধূপ-পঞ্চপ্রদীপ-চামর/পাখা-ছোট বস্ত্র
  • ধান-দূর্বা-আতপ চাল
  • পান-সুপুরি

পূজা বিধি

কোজাগরী পূর্ণিমায় স্নান সেরে শুদ্ধ হয়ে পুজোয় বসতে হবে। যদিও শাস্ত্রমতে, প্রদোষ কাল, অর্থাৎ সন্ধেবেলাই কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য প্রশস্ত সময়, কিন্তু আজকাল পূর্ণিমা শুরু হয়ে গেলেই পুজো করা যেতে পারে। তবে পুজো শুরু আগে কতগুলি ব্যাপার মনে রাখবেন। এক, তিল, আবির ও চন্দনের ছিটে দিন ফুলের উপরে। তবেই তা শুদ্ধ হবে। যা-যা দেবীকে নিবেদন করবেন, তার উপরে ছোট পানের খিলি সেজে দিয়ে রাখবেন।

প্রথমে গঙ্গাজল ছিটিয়ে সব শুদ্ধ করে নিন। এবার লক্ষ্মীর আসনের সামনে বা প্রতিমার সামনে একটু গঙ্গামাটি দিয়ে তার উপর গঙ্গাজলপূর্ণ মঙ্গলঘটটি বসান। ঘটের গায়ে সিঁদুর গোলা দিয়ে স্বস্তিক এঁকে দিতে হবে। ঘটের উপরে দিন বিজোড় সংখ্যার আম্রপল্লব। প্রতিটি আম্রপল্লবের গায়েও সিঁদুরের ফোঁটা দিতে হবে। তার উপরে দিতে হবে একটি কাঁঠালি কলা ও একটি হরিতকী। (vidhi and sacred mantras of kojagori lakhsmi puja)

ADVERTISEMENT

এবার পালা ধ্যানমন্ত্রের। ধ্যানমন্ত্র হল…

ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-শৃণিভির্যাম্য-সৌম্যয়োঃ।

পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরম্।।

গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার-ভূষিতাম্।

ADVERTISEMENT

রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।

মন্ত্রটি পাঠ করে কিছুক্ষণ হাত জোড় করে মা লক্ষ্মীকে স্মরণ করে তাঁকে আবাহন করুন।

আবাহন করার মন্ত্রটি হল…

ওঁ লক্ষ্মীদেবী ইহাগচ্ছ ইহাগচ্ছ

ADVERTISEMENT

ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি

ইহ সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠান কুরু মম পূজান গৃহাণ।

মঙ্গলঘটের পাশে মা লক্ষ্মীর পা এঁকে তার পাশে একটু গঙ্গাজল দিন। এটি দেবীর পা ধোওয়ার জল। তিনি গৃহে প্রবেশ করার সময় এই জলে পা ধোবেন।

এবার দূর্বা, আতপ চাল ও একটি ফুল দিন ঘটে। এবার মা লক্ষ্মীকে চন্দন পরান।

ADVERTISEMENT

তারপর করুন আরতি। ধূপ-পঞ্চপ্রদীপ-চামর/পাখা-ছোট বস্ত্র ও ঘণ্টাধ্বনি দিয়ে আরতি করুন। তবে আস্তে করে ঘণ্টা বাজাবেন। মা লক্ষ্মী জোরে ঘণ্টার আওয়াজে ভয় পেয়ে যান! (vidhi and sacred mantras of kojagori lakhsmi puja)

এরপর আসবে পুষ্পাঞ্জলির পালা। পুষ্পাঞ্জলি মন্ত্র খুবই সহজ, এষ সচন্দনপুষ্পাঞ্জলি ওঁ শ্রীঁ লক্ষ্মীদেব্যৈ নমঃ। তিনবার কিংবা পাঁচ বার অঞ্জলি দিতে হবে।

এবার প্রণাম মন্ত্র বলার পালা।

এই মন্ত্রে প্রণাম করবেন…

ADVERTISEMENT

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং নিত্যং দেবি মহালক্ষ্মী নমোহস্তুতে ।।

এর পরে সকলে মিলে লক্ষ্মীর পাঁচালি পাঠ শুনতে হবে।

তারপর কিছুক্ষণ দেবীকে একা থাকতে দিয়ে সকলে ঘরের বাইরে বেরিয়ে যান।

ADVERTISEMENT

প্রসাদ খাওয়ার আগে নারকেলের জল খেয়ে উপোস ভাঙবেন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!      

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

18 Oct 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT