আজ থেকে এক বছর আগে ১১ই ডিসেম্বরের তারিখটা মনে আছে আপনাদের? না থাকাটা অসম্ভব। সারা দেশ এমনকি বিদেশেও তোলপাড় হচ্ছে বিরাট আর অনুষ্কার বিয়ে নিয়ে। ভক্তরা যাদের ভালবেসে একসঙ্গে বিরুষ্কা বলে।বলিউডের সুন্দরী নায়িকা আর ক্রিকেটের হার্টথ্রবের বিয়ের এক বছর পূর্ণ হল। তাতে কি? ভক্তদের উন্মাদনা এখনও তুঙ্গে!তাই বলে ভাববেন না দুজনেই খুব ঘটা করে বিবাহবার্ষিকী পালন করছেন। হাতে সময় কোথায়? বিরাট এখন অস্ট্রেলিয়ায় আছেন। যদিও সেখানে পৌঁছে গেছেন অনুষ্কাও। অ্যাডেলাইড বিমানবন্দরে মালপত্র সমেত বিরাট ও অনুষ্কার ছবি ইতিমধ্যেই ভাইরাল।কম ব্যাস্ত নন অনুষ্কাও। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে শাহরুখ খানের সঙ্গে তার ছবি ‘জিরো’। এর আগে ‘হ্যারি মেট সেজাল’ ছবিতে শাহরুখ ও অনুষ্কার রসায়ন খুব একটা মন ভোলাতে পারেনি দর্শকদের। তাই এই ছবি নিয়ে প্রত্যেকেরই অনেক আশা আছে। বলিউডের তারকা থেকে শুরু করে বিরাটের সহযোদ্ধারা প্রত্যেকেই এই স্টার দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরুষ্কার সঙ্গে কন্যাসহ সস্ত্রীক ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমান সাহা। এই দুজনের কাছে ধরা দিক সারা পৃথিবীর খুশি ও সুখ। এমনটাই বলেছেন ঋদ্ধিমান।বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করেছেন বিরাট আর সেখানে অনুষ্কাকে ‘মাই ওয়াইফ’ বলে সম্বোধন করেছেন তিনি।অনুষ্কাও ইন্সটাগ্রামে বলেছেন ‘আমার স্ত্রী’ এটুকু শোনার পর নিজের চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। বিরাট স্মৃতিচারণায় বলেন, বিয়ের দিন হঠাৎ তার মনে হল তিনি বড় হয়ে গেছেন। বলেন গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, মালাবদল, সিঁদুরদান এসবের মধ্যেই আচমকাই দেখলাম আমি বিবাহিত হয়ে গেছি। আমার স্ত্রী এসে গেছেন আমার জীবনে।তিনি এও বলেন যে তার মনে হচ্ছে ব্যাপারটা কালকের ঘটনা। এত দ্রুত একটা বছর কীভাবে কেটে গেল এতে দুজনেই বিস্মিত হয়েছেন।
সেই ভিডিও দেখতে হলে ক্লিক করুন এখানে
View this post on InstagramIt’s heaven, when you don’t sense time passing by … It’s heaven, when you marry a good ‘man’ … 💞
তবে কি নিজদের সম্পর্ক হোক, বিয়ে হোক বা বিবাহবার্ষিকী সেসব নিয়ে বেশি কথা বলতে ভালোবাসেন না এই দুজন। তারা বিশ্বাস করেন কিছু মুহূর্ত ব্যক্তিগত থাকাই ভালো। সে কি আর থাকে? আপনারাই বলুন। পাপারাৎজির ফ্ল্যাশ বাল্বের ঝলকানি এড়িয়ে যাওয়া কি এতই সহজ? আর সেইজন্যই তো আমরা নিয়ে এলাম এমন কয়েকটি ছবি যা আপনাকে এক বছর আগের সেই দিনটার কথা মনে করিয়ে দেবে।
অ্যাডেলাইড বিমানবন্দরে বিরাট ও অনুষ্কা
বিমানের মধ্যে খুদে ভক্তকে সময় দিলেন বিরাট ও অনুষ্কা
পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন দুজনে
‘মাই ওয়াইফ’ বিরাটের এই সম্বোধনে আবেগপ্রবণ হয়ে পড়লেন অনুষ্কা
দিল্লিতে নিজেদের বিয়ের রিসেপশানের দিন জমিয়ে নাচছেন দুজনে
গায়ে হলুদের সময় বিরাট
সিঁদুরদানের সেই বিরল মুহূর্ত
ঘনিষ্ঠ বন্ধু জাহির খান ও সাগরিকা ঘাটঘের সঙ্গে বিরুষ্কা