ADVERTISEMENT
home / লাইফস্টাইল
বাড়িতে ফল এনে রাখলেই পোকা ভনভন করে? তৈরি করে নিন ফ্রুট ফ্লাই ট্র্যাপ in bengali

বাড়িতে ফল এনে রাখলেই পোকা ভনভন করে? তৈরি করে নিন ফ্রুট ফ্লাই ট্র্যাপ

ধরুন, ডাইনিং টেবিলে কাচের বড় বাটি বা ট্রে-তে বেশ ফল সাজিয়ে রেখেছেন, কিন্তু তার উপর উড়ে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট পোকা (ways to get rid of fruit flies and make the trap) অথবা ফ্রুট ফ্লাই। খেতে বসেও অনেক সময় ওই পোকার উপদ্রবে অতিষ্ঠ হয়েছেন। এমনকি আপনার রান্নাঘরেও ওই সব পোকার অবাধ বিচরণ। তবে ফ্রুট ফ্লাইয়ের দাপট থেকে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। জেনে নিন এই বেলা

যে-কোনও মিষ্টি জাতীয় ফলে বেশি পোকা হয়

কিভাবে দূর করবেন ফ্রুট ফ্লাই

১। ফল কিনে বাড়িতে ঢুকেই পরিষ্কার করে নিন। আলগা ভাবে রাখুন অথবা ভাল পরিষ্কার নতুন প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিন। যে প্লাস্টিক ব্যাগ দোকান থেকে দেবে, সেটা ব্যবহার করবেন না। সে রকম হলে আবার ব্যবহার করতে পারেন, সে রকম কোনও প্লাস্টিক ব্যাগ দোকানে নিয়ে যাবেন।

ADVERTISEMENT

২। ফল রাখার কাচের বাটি ঢেকে রাখার (ways to get rid of fruit flies and make the trap) চেষ্টা করুন। অথবা রেফ্রিজারেটরে ভরে রেখে দিন। কারণ মিষ্টি ফল রাখা থাকলেই পোকা বেশি আসবে।

৩। ফল বা সবজি বেশি পেকে গেলে সেটা ফ্রিজে রাখবেন না।

৪। ঘরের মধ্যেই খোলা জায়গায় ফল সবজির খোসা অথবা মাছ-মাংসের বর্জ্য অংশ ফেলে রাখবেন না (ways to get rid of fruit flies and make the trap)। প্লাস্টিকে মুড়ে ফেলবেন। অথবা ফ্রিজার ব্যাগে ভরে ফ্রিজের ভিতর রেখে দিন। পরে সেটা আবর্জনার স্তূপে ফেলে দিন।

৫। বেসিনে এঁটো বাসন রাখবেন না। ধুয়ে ফেলবেন। আর বেসিনটাও ভাল করে পরিষ্কার করে নেবেন। অথবা বেসিন অথবা রান্নাঘরের ড্রেনে বেকিং সোডা আর হোয়াইট ভিনিগার ফেলে রাখুন। এতে ওই পোকা হবে না।

ADVERTISEMENT

তৈরি করে ফেলুন ফ্রুট ফ্লাই ট্র্যাপ

১। প্রথমে একটা কাচের লম্বা সরু জার নিন। পুরনো সোডা বোতল বা কাচের পুরনো ফুলদানি হলেও চলবে।

২। এ বার অতিরিক্ত পেকে যাওয়া কোনও মিষ্টি ফল (যেটা খাওয়া অসম্ভব), আথবা একটু পচে ওঠা মিষ্টি ফল (যেমন ধরুন কলা) কেটে নিন।

৩। মধু, ম্যাপল সিরাপ বা যে কোনও মিষ্টি জাতীয় সিরাপ। মনে রাখবেন, মিষ্টি জিনিসে ফ্রুট ফ্লাই (ways to get rid of fruit flies and make the trap) বেশি আকৃষ্ট হয়।

৪। যে কোনও ফলের রস অথবা সোডা। তবে ডায়েট সোডা কিন্তু এ ক্ষেত্রে চলবে না।

ADVERTISEMENT

৫। অ্যাপল সাইডার ভিনিগার অথবা সোয়া সস।

৬। বাজে কোনও কাগজ অথবা পুরনো ম্যাগাজিন থেকে ছেঁড়া পাতা।

পদ্ধতি

ক) এ বার ওই জারের মধ্যে পেকে যাওয়া কাটা ফলগুলো দিয়ে নিতে হবে। তার মধ্যে মধু বা মিষ্টি সিরাপ জাতীয় মিশ্রণও দিয়ে দিতে হবে। তার মধ্যে অ্যাপল সাইডার ভিনিগার অথবা ফলের জুস মেশাতে হবে। সব মিশিয়ে নিয়ে এ বার ওই কাগজটাকে একটা ফানেলের মতো বানাতে হবে। আর ফানেলের মুখ যেন একটু বড় হয়। তার পরে ফানেলটাকে জারের উপর এমন ভাবে রাখুন, যাতে ফানেলের সরু দিকটা ওই মিশ্রণের দিকে থাকে। আর খোলা দিকটা উপরের দিকে। তবে মনে রাখবেন, কাগজের ফানেল যেন নীচের ওই ফলের মিশ্রণ যেন না ছুঁয়ে থাকে।

ADVERTISEMENT

খ) এ বার ওই ট্র্যাপ (ways to get rid of fruit flies and make the trap) রান্নাঘরের বেসিন, আবর্জনা ফেলার জায়গা অথবা টেবিলে রাখা ফলের কাছাকাছি রাখুন। এ ভাবে গোটা একটা দিন রেখে দিন। আসলে ওই মিষ্টি মিশ্রণ খাওয়ার জন্য আকৃষ্ট হয় ফ্রুট ফ্লাই।

গ) পরের দিন লক্ষ্য করবেন যে, ওর মধ্যে প্রচুর ফ্রুট ফ্লাই জড়ো হয়েছে।

ঘ) এ বার ফ্রুট ফ্লাই মারতে গরম জলে বাসনকোসন ধোয়ার সাবান গুলে সেটা ওই ফানেলের মধ্যে ঢেলে দিন। এর পর দেড়-২ মিনিট অপেক্ষা করুন। ফ্রুট ফ্লাই মরে গেলে সবটা আবর্জনার ফেলার জায়গায় ফেলে দিন।

ঙ)  তবে সাবান জলে যদি কিছু ফ্রুট ফ্লাই না মরে, তা হলে সেটাকে বাড়ির বাইরে নিয়ে যান। তার পরে ফানেল (ways to get rid of fruit flies and make the trap) সরিয়ে নিন।

ADVERTISEMENT

চ)  শেষে ওই জারটিকে ভাল করে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। যাতে আবার আপনি ওই জারটাকেই ফ্রুট ফ্লাই ট্র্যাপ  হিসেবে ব্যবহার করতে পারেন।

POPxo এখন চারটে ভাষায়! ইংরেজি, হিন্দি, মারাঠি আর বাংলাতেও!        

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

06 Apr 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT