ADVERTISEMENT
home / লাইফস্টাইল
শিশুকে প্রকাশ্য়ে স্তন্যপান করাতে অস্বস্তি বোধ করেন? কেন?

শিশুকে প্রকাশ্য়ে স্তন্যপান করাতে অস্বস্তি বোধ করেন? কেন?

শিশুকে প্রকাশ্য়ে স্তন্যপান (normalize breastfeeding) করাতে কি আপনি অস্বস্তিতে পড়েন? নিজেকে প্রশ্ন করুন। কেন অস্বস্তিতে পড়েন? স্তন্যপান করানো আপনার অধিকার। অনেক সময় রাস্তায় বা কোনও জায়গায় ঘুরতে গেলে বা পাবলিক ট্রান্সপোর্টেও আপনাকে আপনার সন্তানকে স্তন্যপান করাতে হতে পারে। এই সময়গুলোতে অনেকেই খুব অসুবিধার সম্মুখীন (normalize breastfeeding) হন। কিন্তু সেসব আর কতদিন? আপনি কি কখনও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?

স্তন্যপান করানো আপনার অধিকার, তার জন্য লজ্জা নয় (normalize breastfeeding)

শিশুর মাতৃদুগ্ধের প্রয়োজন। শরীরের পুষ্টির জন্য মাতৃদুগ্ধের প্রয়োজন। আপনার শিশুকে স্তন্যপান করানো আপনার অধিকারের মধ্যে পড়ে। আপনি তার জন্য কেন ইতস্তত বোধ করবেন? বরং যাঁরা স্তন্যপান করাতে দেখে মন্তব্য করেন, তাঁদের ভেবে দেখা প্রয়োজন। মা হিসেবে আপনি শিশুকে স্তন্যপান (normalize breastfeeding)করাবেন, সেটাই স্বাভাবিক। আপনি শিশুকে জন্ম দিয়েছেন, তার যাবতীয় খেয়াল রাখা, তাকে সময়ে খাবার পৌঁছে দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এটা যেমন আপনার কর্তব্য, একইসঙ্গে আপনার অধিকার। একজন মায়ের অধিকার। আপনি শিশুকে খাওয়ানোর সময় কখনওই লজ্জা পাবেন না। আপনি প্রকাশ্যে স্তন্যপান করাচ্ছেন দেখে যদি কেউ আপনাকে প্রশ্ন করেন, আপনি তাঁকে পালটা প্রশ্ন করুন। কেন তিনি আপনাকে এই প্রশ্ন করলেন? তাঁর কি প্রশ্ন করার অধিকার ছিল?

লারিসা ওয়াটারস পারলে আপনি কেন নয়?

২০১৭ সালে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে একজন সেনেটর তাঁর শিশুকে স্তন্যপান করিয়েছিলেন। সেই সময় তিনি পার্লামেন্টের অধিবেশনেও তাঁর দায়িত্ব পালন করেছিলেন। একইসঙ্গে মা হিসেবে কর্তব্য পালন করেছিলেন। তিনি কোনও ভূমিকা থেকেই পিছিয়ে আসেননি। বিবিসির রিপোর্ট অনুযায়ী, তিনিই প্রথম যিনি পার্লামেন্টে স্তন্যপান (normalize breastfeeding)করিয়েছিলেন। তাঁর নাম লারিসা ওয়াটারস। তবে তিনি যদি এত বড় এক পদক্ষেপ করতে পারেন, তবে আপনি নয় কেন? মনে রাখবেন, আপনি একজন মা, আপনি একজন নারী, সর্বোপরি একজন মানুষ। আপনার অধিকার বুঝে নিন, আপনার প্রতিটা কাজ সফলভাবে করুন। মানুষ কী বলল, সেই বিষয়ে গুরুত্ব দেবেন না। প্রথমে আপনার সন্তানের স্বাস্থ্যের কথা ভাবুন। তারপর আপনার অধিকারকে গুরুত্ব দিন।

POPxo এখন চারটে  ভাষায়! ইংরেজিহিন্দিমারাঠি আর বাংলাতেও!        

ADVERTISEMENT

বাড়িতে থেকেই অনায়াসে নতুন নতুন বিষয় শিখে ফেলুন। শেখার জন্য জয়েন করুন #POPxoLive, যেখানে আপনি সরাসরি আমাদের অনেক ট্যালেন্ডেট হোস্টের থেকে নতুন নতুন বিষয় চট করে শিখে ফেলতে পারবেন। POPxo App আজই ডাউনলোড করুন আর জীবনকে আরও একটু পপ আপ করে ফেলুন!

08 Sep 2021

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT